গুয়াহাটি, 11 জানুয়ারি: রঞ্জি ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ রান করার রেকর্ড গড়লেন পৃথ্বী শ (Prithvi Shaw Smashes 2nd Highest Individual Score) ৷ মুম্বইয়ে হয়েছে 379 রানের ইনিংস খেললেন তিনি ৷ যা মুম্বইয়ের হয়ে কোনও ক্রিকেটারের ব্যক্তিগত সর্বোচ্চ রান ৷ বুধবার অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফি (Ranji Trophy 2022-23) ম্যাচে প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে এই রেকর্ড গড়েছেন এই ভারতীয় ক্রিকেটার ৷ উল্লেখ্য, মাত্র 383 বলে 379 রানের এই ইনিংস খেলেছেন তিনি ৷ স্ট্রাইক-রেট 98 এর উপরে ৷ ইনিংসে মোট 49 টি বাউন্ডারি ও 4 টি ওভার বাউন্ডারি মেরেছেন ৷
রঞ্জি ট্রফির চতুর্থ লেগের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অসমের অধিনায়ক গোকুল শর্মা ৷ কিন্তু, প্রথমে মুসির খান ও আরমান জাফরের সঙ্গে পার্টনারশিপ করেন এবং পরে অধিনায়ক অজিঙ্ক রাহানের (302 বলে 191 রান) সঙ্গে 401 রানের পার্টনারশিপ করেন পৃথ্বী শ ৷ গুয়াহাটির আমিনা গাঁও স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেছেন মুম্বইয়ের এই ওপেনার ৷
উল্লেখ্য, পৃথ্বী শ এর আগে মুম্বইয়ের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছিলেন সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar) ৷ তিনি হায়দরাবাদের বিরুদ্ধে 1990-91 রঞ্জি মরশুমে 377 রান করেছিলেন ৷ রঞ্জি ট্রফির 2022-23 মরশুমে পৃথ্বী শ’র এটাই প্রথম সেঞ্চুরি ছিল ৷ আর শেষ 7টি ইনিংসে মাত্র 160 রান করেছিলেন 22.85 গড়ে ৷ সেখানে পৃথ্বীর সর্বোচ্চ রান ছিল 68 ৷ উল্লেখ্য রঞ্জিতে এর আগে পৃথ্বী পারফর্মেন্স এতটা খারাপ কখনই ছিল না ৷ রঞ্জি ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে বিবি নিম্বলকরের নামে ৷ 1948 সালের 16 ডিসেম্বর মহারাষ্ট্রের হয়ে 494 বলে 443 রানে অপরাজিত ছিলেন তিনি ৷
আরও পড়ুন: 'সেঞ্চুরির পিছনে মরিয়া হয়ে ছুটে লাভ নেই', সূর্যকে বিরাট-পরামর্শ
পৃথ্বী শ’র 379 এবং অজিঙ্ক রাহানের 191 রানের দৌলতে মুম্বই প্রথম ইনিংসে 4 উইকেট হারিয়ে 687 রান করেছে ৷ জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের শেষে অসম 1 উইকেট হারিয়ে 129 রান তুলেছে ৷ ওপেনার শুভম মণ্ডল 40 রানে আউট হয়ে গিয়েছেন ৷ আরেক ওপেনার রাহুল হাজারিকা 60 রানে অপরাজিত এবং ঋষভ দাস 26 রানে ক্রিজে রয়েছেন ৷