মুম্বই, 7 এপ্রিল : ক্য়ারিবিয়ান সফরে গিয়ে চার্লি গ্রিফিথের বাউন্সারে খুলি ভেঙেছিল নরি কন্ট্রাকটরের ৷ ওই আঘাতে দেশের হয়ে 31টি টেস্ট খেলা ব্যাটারের ক্রিকেটজীবনই শুধু থমকেই যায়নি, প্রাণে বাঁচাতে খুলিতে বসাতে হয়েছিল ধাতব পাত (Plate put in Nari Contractor head removed after 60 years) ৷ দীর্ঘ 6 দশক পর সেই পাত সরল কন্ট্রাকটরের মাথা থেকে ৷
নরি কন্ট্রাকটরের ছেলে হোশেদার বলেন, “অপারেশন সফল হয়েছে ৷ বাবা তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠবেন । চিকিৎসকের পরামর্শের পর আমরা ওনাকে বাড়িতে নিয়ে যাব । বাবার মাথায় বসানো ওই পাতের ওপর থেকে ত্বকের আবরণ সরে যাচ্ছিল ৷ ফলে ডাক্তাররা তা সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছিলেন ৷”
শুধু ওই ম্যাচই নয়, এর আগেও ভয়াবহ চোটের কবলে পরেছিলেন কন্ট্রাকটর ৷ 1959 সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ব্রায়ান স্ট্যাথামের বোলিংয়ে তাঁর পাঁজর ভেঙে যায় ৷ ওই ম্যাচে ভাঙা পাঁজর নিয়েই খেলেছিলেন তিনি ৷ 88 বছর বয়সি কন্ট্রাকটর 31টি টেস্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ৷ অভিশপ্ত ক্যারিবিয়ান সফরের পর আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেও পরে ঘরোয়া ক্রিকেটে ফিরে এসেছিলেন তিনি ৷ খেলেছেন মোট 138টি প্রথম-শ্রেণির ম্যাচ ।
আরও পড়ুন : 'ক্রিকেটের মহান দূত', বিদায়বেলায় টেলরকে দরাজ সার্টিফিকেট মাস্টার-ব্লাস্টারের
মাথায় ওই চোটের পর তড়িঘড়ি অস্ত্রোপচার করা হয় কন্ট্রাকটরের ৷ সতীর্থের জীবন বাঁচাতে সেদিন রক্তদান করেছিলেন কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ফ্রাঙ্ক ওরেল, চাঁদু বোর্দে, বাপু নাদকার্নি, পলি উমরিগর এবং সাংবাদিক কেএন প্রভু । টানা ছ'দিন অচৈতন্য থাকার পর জ্ঞান ফেরে কন্ট্রাকটরের ৷ তারপরেই হাসপাতালে তাঁকে দেখতে যাওয়া গ্রিফিথের স্ত্রী'কে কন্ট্রাকটর বলেন, ‘‘গ্রিফিথকে দোষ দেওয়া ঠিক নয় ৷ আমিই সেদিন অন্যমনস্ক ছিলাম ৷’’