ETV Bharat / sports

আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর কামিন্সের, বুদ্ধিমত্তায় বিদেশি কোটা পূরণ সানরাইজার্সের - আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর

Pat Cummins Sold to Sunrisers Hyderabad: আইপিএল সিজন 17’র নিলামের শুরুতেই বড় মাছ গাঁথল সানরাইজার্স হায়দরাবাদ ৷ অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে রেকর্ড দামে কিনল তারা ৷ বাঁ-হাতি ওপেনার ট্রাভিস হেডকে তুলে নিল ফ্র্যাঞ্চাইজি ৷ চেন্নাই সুপার কিংসকে বিডে হারিয়ে হেডকে দলে সামিল করল তারা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 2:26 PM IST

Updated : Dec 19, 2023, 5:11 PM IST

দুবাই, 19 ডিসেম্বর: আইপিএলে নিজের দরটা বিশ্বকাপের মঞ্চেই বাড়িয়ে নিয়েছিলেন ৷ আর হলও তাই ৷ অজি অধিনায়ক প্যাট কামিন্সকে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামে কিনল সানরাইজার্স হায়দরাবাদ ৷ বিডে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে 20.5 কোটি টাকায় কামিন্সকে দলে নিল হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি ৷ কামিন্সকে কিনতে গিয়ে এ দিন নিজেদের পার্স প্রায় খালি করে ফেলেছে সানরাইজার্স ৷ অন্যদিকে, আরেক অজি ক্রিকেটার তথা বাঁ-হাতি ওপেনার ট্রাভিস হেডকে 6 কোটি 80 লক্ষ টাকায় কিনেছে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি ৷

এ দিন আইপিএল নিলামের ছোট সংস্করণে পার্সে 34 কোটি টাকা নিয়ে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ নিলামে এ দিন তাদের সফল ক্রয় ছিল ট্রাভিস হেড ৷ মনে করা হয়েছিল হেডকে নেওয়ার জন্য অনেকগুলি ফ্র্যাঞ্চাইজি একসঙ্গে ঝাঁপাবে ৷ কিন্তু, বিড শুরু হওয়ার সময় প্রথমে তেমন কেউ সাড়া দেয়নি ৷ শেষ মুহূর্তে রাজস্থান রয়্যাল বেস প্রাইজে দর শুরু করে ৷ এর পরেই হেডের জন্য দর হাঁকতে শুরু করে সানরাইজার্স হায়দরাবাদ ৷ এই দু’টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে দরদাম সীমাবদ্ধ ছিল ৷ যেখানে 6 কোটি 80 লক্ষ টাকায় ট্রাভিস হেডকে প্রথমেই তুলে নেয় তারা ৷

এর পর শ্রীলঙ্কার লেগস্পিনিং অলরাউন্ডার ওয়াইনাডু হাসারঙ্গাকে দেড় কোটি টাকায় তুলে নেয় সানরাইজার্স ৷ কিন্তু, তাদের চমক তখনও বাকি ছিল ৷ প্যাট কামিন্সের দর ওঠা শুরু হতেই কোমর বেঁধে আসরে নামে ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা ৷ বিশ্বজয়ী অজি অধিনায়ককে কেনার জন্য মুক্ত হস্তে দর দিতে থাকে তারা ৷ যে লড়াইয়ে সানরাইজার্সকে কঠিন চ্যালেঞ্জ দেয় 'রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর' ৷ তারা 20 কোটি 25 লক্ষ টাকা পর্যন্ত দর তুলেছিলেন ৷ শেষে 20 কোটি 50 লক্ষ টাকা দর হেঁকে কামিন্সকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ ৷ এই মুহূর্তে হায়দরাবাদের পার্সে 5 কোটি 20 লক্ষ টাকা রয়েছে ৷

রেকর্ড দরে সানরাইজার্স হায়দরাবাদে যাওয়ার পর কামিন্স একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন দল এবং সমর্থকদের উদ্দেশ্য ৷ সেখানে তিনি বলেন, ‘‘এসআরএইচ-এর হয়ে খেলার জন্য মুখিয়ে আছি ৷ হায়দরাবাদে এর আগেও কয়েকবার খেলেছি ৷ এবার হোম গ্রাউন্ড হিসেবে খেলবে ওখানে ৷ আরেক অজি ট্রাভিস হেডও জয়েন করবে ৷ আশা করছি আমরা এনজয় করব এবং দলকে সাফল্য এনে দিতে পারব ৷’’

আরও পড়ুন:

  1. আইপিএল নিলাম সরাসরি: আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি কামিন্স, বিশ্বকাপজয়ী অধিনায়ককে 20.50 কোটিতে নিল হায়দরাবাদ
  2. কোন দলে কত স্লট ফাঁকা, কাদের পকেটে সর্বাধিক অর্থ ? একনজরে আইপিএল নিলামের খুটিনাটি
  3. 'মুম্বই শিবিরে নতুন ভাবনাচিন্তা আনবেন হার্দিক', রোহিতের পারফরম্যান্সের সমালোচনা করে মত সানির

দুবাই, 19 ডিসেম্বর: আইপিএলে নিজের দরটা বিশ্বকাপের মঞ্চেই বাড়িয়ে নিয়েছিলেন ৷ আর হলও তাই ৷ অজি অধিনায়ক প্যাট কামিন্সকে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামে কিনল সানরাইজার্স হায়দরাবাদ ৷ বিডে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে 20.5 কোটি টাকায় কামিন্সকে দলে নিল হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি ৷ কামিন্সকে কিনতে গিয়ে এ দিন নিজেদের পার্স প্রায় খালি করে ফেলেছে সানরাইজার্স ৷ অন্যদিকে, আরেক অজি ক্রিকেটার তথা বাঁ-হাতি ওপেনার ট্রাভিস হেডকে 6 কোটি 80 লক্ষ টাকায় কিনেছে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি ৷

এ দিন আইপিএল নিলামের ছোট সংস্করণে পার্সে 34 কোটি টাকা নিয়ে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ নিলামে এ দিন তাদের সফল ক্রয় ছিল ট্রাভিস হেড ৷ মনে করা হয়েছিল হেডকে নেওয়ার জন্য অনেকগুলি ফ্র্যাঞ্চাইজি একসঙ্গে ঝাঁপাবে ৷ কিন্তু, বিড শুরু হওয়ার সময় প্রথমে তেমন কেউ সাড়া দেয়নি ৷ শেষ মুহূর্তে রাজস্থান রয়্যাল বেস প্রাইজে দর শুরু করে ৷ এর পরেই হেডের জন্য দর হাঁকতে শুরু করে সানরাইজার্স হায়দরাবাদ ৷ এই দু’টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে দরদাম সীমাবদ্ধ ছিল ৷ যেখানে 6 কোটি 80 লক্ষ টাকায় ট্রাভিস হেডকে প্রথমেই তুলে নেয় তারা ৷

এর পর শ্রীলঙ্কার লেগস্পিনিং অলরাউন্ডার ওয়াইনাডু হাসারঙ্গাকে দেড় কোটি টাকায় তুলে নেয় সানরাইজার্স ৷ কিন্তু, তাদের চমক তখনও বাকি ছিল ৷ প্যাট কামিন্সের দর ওঠা শুরু হতেই কোমর বেঁধে আসরে নামে ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা ৷ বিশ্বজয়ী অজি অধিনায়ককে কেনার জন্য মুক্ত হস্তে দর দিতে থাকে তারা ৷ যে লড়াইয়ে সানরাইজার্সকে কঠিন চ্যালেঞ্জ দেয় 'রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর' ৷ তারা 20 কোটি 25 লক্ষ টাকা পর্যন্ত দর তুলেছিলেন ৷ শেষে 20 কোটি 50 লক্ষ টাকা দর হেঁকে কামিন্সকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ ৷ এই মুহূর্তে হায়দরাবাদের পার্সে 5 কোটি 20 লক্ষ টাকা রয়েছে ৷

রেকর্ড দরে সানরাইজার্স হায়দরাবাদে যাওয়ার পর কামিন্স একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন দল এবং সমর্থকদের উদ্দেশ্য ৷ সেখানে তিনি বলেন, ‘‘এসআরএইচ-এর হয়ে খেলার জন্য মুখিয়ে আছি ৷ হায়দরাবাদে এর আগেও কয়েকবার খেলেছি ৷ এবার হোম গ্রাউন্ড হিসেবে খেলবে ওখানে ৷ আরেক অজি ট্রাভিস হেডও জয়েন করবে ৷ আশা করছি আমরা এনজয় করব এবং দলকে সাফল্য এনে দিতে পারব ৷’’

আরও পড়ুন:

  1. আইপিএল নিলাম সরাসরি: আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি কামিন্স, বিশ্বকাপজয়ী অধিনায়ককে 20.50 কোটিতে নিল হায়দরাবাদ
  2. কোন দলে কত স্লট ফাঁকা, কাদের পকেটে সর্বাধিক অর্থ ? একনজরে আইপিএল নিলামের খুটিনাটি
  3. 'মুম্বই শিবিরে নতুন ভাবনাচিন্তা আনবেন হার্দিক', রোহিতের পারফরম্যান্সের সমালোচনা করে মত সানির
Last Updated : Dec 19, 2023, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.