নয়াদিল্লি, 20 ফেব্রুয়ারি: ইন্দোরে তৃতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়া ফিরছেন প্যাট কামিন্স ৷ আইসিসির ওয়েব সাইটে প্রকাশিত খবর অনুযায়ী, তাঁর পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে পড়েছেন ৷ সেই কারণেই তিনি দ্রুত সিডনির উদ্দেশ্যে রওনা দিয়েছেন (Pat Cummins Returns Home Due to Family Illness) ৷ তবে, 1 মার্চ থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টের আগে কামিন্স ফের দলের সঙ্গে যোগ দিতে পারেন বলেও আইসিসি’র ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷ তবে, পুরোটাই নির্ভর করছে সেখানকার পরিস্থিতির উপর ৷
আগামী 1 মার্চ থেকে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ৷ চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়া 2-0 পিছিয়ে রয়েছে ৷ এরই মধ্যে আরও একটি ধাক্কা লাগতে পারে অজি শিবিরে ৷ পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে দেশে ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৷ তবে, কামিন্স 1 মার্চ প্রথম টেস্টের আগে ফিরে আসতে পারেন ৷ কিন্তু, পুরোটাই নির্ভর করছে সিডনিতে কামিন্সের পরিবারের পরিস্থিতির উপর ৷
-
🚨 Captain Pat Cummins travelling back to Australia ahead of the third #INDvAUS Test.
— ICC (@ICC) February 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Details 👇https://t.co/t2bJbxrZ02
">🚨 Captain Pat Cummins travelling back to Australia ahead of the third #INDvAUS Test.
— ICC (@ICC) February 20, 2023
Details 👇https://t.co/t2bJbxrZ02🚨 Captain Pat Cummins travelling back to Australia ahead of the third #INDvAUS Test.
— ICC (@ICC) February 20, 2023
Details 👇https://t.co/t2bJbxrZ02
অন্যদিকে, একটি ইতিবাচক খবরও রয়েছে অস্ট্রেলিয়া শিবিরের জন্য ৷ দ্বিতীয় টেস্টের আগে দল থেকে বেরিয়ে গিয়েছিলেন মিচেল সুইপসন ৷ শোনা যাচ্ছে, তিনি তৃতীয় টেস্টের আগে ফের বাকি স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন ৷ উল্লেখ্য, রবিবার দিল্লিতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই ভারত 6 উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ৷ ফলে 4 ম্যাচের সিরিজে ভারত 2-0 এগিয়ে রয়েছে ৷ এমনকী বর্ডার-গাভাসকর ট্রফিও নিজেদের দখলে রেখেছে ভারত ৷
আরও পড়ুন: বিশ্বের শ্রেষ্ট টেস্ট দলেও প্রথম ছয়েই ব্যাট পাবে অক্ষর-অশ্বিন, দরাজ সার্টিফিকেট লায়নের
এই পরিস্থিতিতে ইন্দোর টেস্ট এবং আমেদাবাদ টেস্ট অজিদের কাছে মান বাঁচানোর লড়াই ৷ সেখানে তৃতীয় টেস্টে অধিনায়ক প্যাট কামিন্স খেলতে না-পারলে তা অজিদের ক্ষেত্রে বড় ধাক্কা হতে পারে ৷ কামিন্স দলের সঙ্গে যোগ না-দিলে, সেক্ষেত্রে ইন্দোর টেস্টে অধিনায়কত্ব করবেন সহ-অধিনায়ক স্টিভ স্মিথ ৷ অজিদের কাছে তার থেকেও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় স্পিনারদের খেলা ৷ দিল্লি টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে 9 উইকেট হারিয়েছিল তারা ৷ যা নিয়ে স্বয়ং কিংবদন্তী অ্যালেন বর্ডারও সমালোচনা করেছেন অজি ব্যাটারদের ৷