ETV Bharat / sports

IND vs PAK: পাকিস্তানি ক্রিকেটারের স্ত্রী বিরাট অনুরাগী - Dubai

আদপে ভারতের হরিয়ানার বাসিন্দা শামিয়া । কয়েক বছর আগে দুবাইয়ে হাসানের সঙ্গে সাক্ষাৎ, প্রেম এবং শেষে বিবাহ । কিন্তু পাকিস্তানি ক্রিকেটারের স্ত্রী হলেও, বিরাট-প্রেম নিয়ে কোনও লুকোছাপা নেই শামিয়ার ।

pakistani cricketer Hasan Alis wife Shamia Arzoo a fan of Virat Kohli
শামিয়া আরজু
author img

By

Published : Oct 24, 2021, 4:03 PM IST

কলকাতা, 24 অক্টোবর: সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান । তা নিয়ে প্রবল উত্তেজনা ক্রিকেটপ্রেমীদের মধ্যে । সমীক্ষকদের বিচারে ভারত যদিও দৌড়ে এগিয়ে । কিন্তু শেষ মুহূর্তে পাকিস্তান যে ঘুরে দাঁড়াবে না, বুক ঠুকে এমন দাবি করতে পারছেন না কেউই ।

তবে একটা জায়গায় অন্তত এগিয়ে রয়েছে ভারত । কারণ প্রতিপক্ষের তরফে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির এক গুণমুগ্ধ রয়েছেন । তিনি আর কেউ নন, পাকিস্তানের ডাকসাইটে বোলার হাসান আলির স্ত্রী শামিয়া আরজু । স্বামীর পর বিরাটই তাঁর প্রিয় খেলোয়াড় বলে অকপটে স্বীকার করেছেন শামিয়া ।

আরও পড়ুন: IND vs PAK : হৃদয় বলছে ভারত জিতবে, কিন্তু মাথা বলছে পাকিস্তান : মনোজ

আদপে ভারতের হরিয়ানার বাসিন্দা শামিয়া । কয়েক বছর আগে দুবাইয়ে হাসানের সঙ্গে সাক্ষাৎ, প্রেম এবং শেষে বিবাহ । কিন্তু পাকিস্তানি ক্রিকেটারের স্ত্রী হলেও, বিরাট-প্রেম নিয়ে কোনও লুকোছাপা নেই শামিয়ার ।

নেটমাধ্যমে শামিয়ার কাছে এক বার এক অনুরাগী জানতে চান যে, তাঁর প্রিয় বোলার কে । শামিয়ার জবাব ছিল,হাসান । প্রিয় ব্যাটসম্যান কে জানতে চাওয়া হলে স্পষ্ট উত্তর ছিল শামিয়ার, বিরাট কোহলি ।

আরও পড়ুন: IND vs PAK : ভারত-পাক মহারণের আগে বাবরদের তাতালেন ইমরান খান

টি-২০ বিশ্বকাপে রবিবার দুবাইয়ে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান । সেখানে গ্যালারিতে হাসানের স্ত্রী হিসেবে দেখা যেতে পারে শামিয়াকে । তবে ভারতের বিরুদ্ধে হাসানের রেকর্ড তেমন চোখে পড়ার মতো নয় । বরং ২০১৮-র এশিয়া কাপ এবং ২০১৯-এর বিশ্বকাপে তাঁকে বেদম পিটিয়ে ছিল ভারত ।

কলকাতা, 24 অক্টোবর: সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান । তা নিয়ে প্রবল উত্তেজনা ক্রিকেটপ্রেমীদের মধ্যে । সমীক্ষকদের বিচারে ভারত যদিও দৌড়ে এগিয়ে । কিন্তু শেষ মুহূর্তে পাকিস্তান যে ঘুরে দাঁড়াবে না, বুক ঠুকে এমন দাবি করতে পারছেন না কেউই ।

তবে একটা জায়গায় অন্তত এগিয়ে রয়েছে ভারত । কারণ প্রতিপক্ষের তরফে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির এক গুণমুগ্ধ রয়েছেন । তিনি আর কেউ নন, পাকিস্তানের ডাকসাইটে বোলার হাসান আলির স্ত্রী শামিয়া আরজু । স্বামীর পর বিরাটই তাঁর প্রিয় খেলোয়াড় বলে অকপটে স্বীকার করেছেন শামিয়া ।

আরও পড়ুন: IND vs PAK : হৃদয় বলছে ভারত জিতবে, কিন্তু মাথা বলছে পাকিস্তান : মনোজ

আদপে ভারতের হরিয়ানার বাসিন্দা শামিয়া । কয়েক বছর আগে দুবাইয়ে হাসানের সঙ্গে সাক্ষাৎ, প্রেম এবং শেষে বিবাহ । কিন্তু পাকিস্তানি ক্রিকেটারের স্ত্রী হলেও, বিরাট-প্রেম নিয়ে কোনও লুকোছাপা নেই শামিয়ার ।

নেটমাধ্যমে শামিয়ার কাছে এক বার এক অনুরাগী জানতে চান যে, তাঁর প্রিয় বোলার কে । শামিয়ার জবাব ছিল,হাসান । প্রিয় ব্যাটসম্যান কে জানতে চাওয়া হলে স্পষ্ট উত্তর ছিল শামিয়ার, বিরাট কোহলি ।

আরও পড়ুন: IND vs PAK : ভারত-পাক মহারণের আগে বাবরদের তাতালেন ইমরান খান

টি-২০ বিশ্বকাপে রবিবার দুবাইয়ে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান । সেখানে গ্যালারিতে হাসানের স্ত্রী হিসেবে দেখা যেতে পারে শামিয়াকে । তবে ভারতের বিরুদ্ধে হাসানের রেকর্ড তেমন চোখে পড়ার মতো নয় । বরং ২০১৮-র এশিয়া কাপ এবং ২০১৯-এর বিশ্বকাপে তাঁকে বেদম পিটিয়ে ছিল ভারত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.