ETV Bharat / sports

ওয়ার্নারের সেঞ্চুরি, পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া

ম্যাচেই সমালোচকদের জবাব দিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার । সেঞ্চুরি করে দলকে জেতালেন । ম্যাচের সেরার পুরস্কার পেলেন ।

ডেভিড ওয়ার্নার
author img

By

Published : Jun 13, 2019, 6:56 AM IST

লন্ডন, 13 জুন : ভারতের বিরুদ্ধে 'স্লো' ব্যাটিংয়ের জন্য সমালোচিত হয়েছিলেন । পাকিস্তানের বিরুদ্ধে পরের ম্যাচেই সমালোচকদের জবাব দিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার । সেঞ্চুরি করে দলকে জেতালেন । ম্যাচের সেরার পুরস্কার পেলেন ।

গতকাল টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ় আহমেদ । কিন্তু, প্রথম 20 ওভার অধিনায়কের সিদ্ধান্তের মর্যাদা দিতে পারেননি পাকিস্তানের বোলাররা । 23তম ওভারের প্রথম বলে অস্ট্রেলিয়ার প্রথম উইকেট পড়ে । ব্যক্তিগত 82 রান করে আউট হন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ । ততক্ষণে স্কোরবোর্ডে 146 রান উঠে গেছে ।

তবে প্রথম উইকেট পড়ার পর ঘুরে দাঁড়ান পাকিস্তানের বোলাররা । বিশেষ করে মহম্মদ আমির । একসময় বিশ্বকাপ দলে তাঁর ঠাঁই পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল । কিন্তু, বিশ্বকাপের প্রথম থেকে পাকিস্তানের প্রধান বোলারের ভূমিকা পালন করে চলেছেন তিনি । গতকালও নিলেন পাঁচ উইকেট । মূলত তাঁর দাপটেই 49 ওভারে 307 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া । অথচ একসময় মনে হচ্ছিল, 350-র কাছাকাছি রান করতে পারে গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা । ওয়ার্নার 111 বলে 107 রান করেন । দুই ওপেনার ছাড়া অস্ট্রেলিয়ার বাকি কোনও ব্যাটসম্যান তেমন সুবিধা করতে পারেননি ।


308 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই ফখর জ়ামানের উইকেট হারায় পাকিস্তান । এরপর বাবর আজ়ম এবং ইমাম-উল হক দলের হাল ধরলে বেশিক্ষণ জুটি টিকিয়ে রাখতে পারেননি । ব্যক্তিগত 30 রানে আউট হন আজ়ম । 53 রান করেন ইমাম । মহম্মদ হাফিজ়, সরফরাজ, হাসান আলি এবং ওয়াহাব রিয়াজ় পালটা লড়াই দেওয়ার চেষ্টা করেন । কিন্তু, 50-র গন্ডি কেউ পেরোতে পারেননি । 266 রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান । 41 রানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া ।

লন্ডন, 13 জুন : ভারতের বিরুদ্ধে 'স্লো' ব্যাটিংয়ের জন্য সমালোচিত হয়েছিলেন । পাকিস্তানের বিরুদ্ধে পরের ম্যাচেই সমালোচকদের জবাব দিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার । সেঞ্চুরি করে দলকে জেতালেন । ম্যাচের সেরার পুরস্কার পেলেন ।

গতকাল টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ় আহমেদ । কিন্তু, প্রথম 20 ওভার অধিনায়কের সিদ্ধান্তের মর্যাদা দিতে পারেননি পাকিস্তানের বোলাররা । 23তম ওভারের প্রথম বলে অস্ট্রেলিয়ার প্রথম উইকেট পড়ে । ব্যক্তিগত 82 রান করে আউট হন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ । ততক্ষণে স্কোরবোর্ডে 146 রান উঠে গেছে ।

তবে প্রথম উইকেট পড়ার পর ঘুরে দাঁড়ান পাকিস্তানের বোলাররা । বিশেষ করে মহম্মদ আমির । একসময় বিশ্বকাপ দলে তাঁর ঠাঁই পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল । কিন্তু, বিশ্বকাপের প্রথম থেকে পাকিস্তানের প্রধান বোলারের ভূমিকা পালন করে চলেছেন তিনি । গতকালও নিলেন পাঁচ উইকেট । মূলত তাঁর দাপটেই 49 ওভারে 307 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া । অথচ একসময় মনে হচ্ছিল, 350-র কাছাকাছি রান করতে পারে গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা । ওয়ার্নার 111 বলে 107 রান করেন । দুই ওপেনার ছাড়া অস্ট্রেলিয়ার বাকি কোনও ব্যাটসম্যান তেমন সুবিধা করতে পারেননি ।


308 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই ফখর জ়ামানের উইকেট হারায় পাকিস্তান । এরপর বাবর আজ়ম এবং ইমাম-উল হক দলের হাল ধরলে বেশিক্ষণ জুটি টিকিয়ে রাখতে পারেননি । ব্যক্তিগত 30 রানে আউট হন আজ়ম । 53 রান করেন ইমাম । মহম্মদ হাফিজ়, সরফরাজ, হাসান আলি এবং ওয়াহাব রিয়াজ় পালটা লড়াই দেওয়ার চেষ্টা করেন । কিন্তু, 50-র গন্ডি কেউ পেরোতে পারেননি । 266 রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান । 41 রানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া ।

Hyderabad, June 12 (ANI): A Hyderabadi woman has urged the Indian Embassy in Riyadh to rescue her son who is stranded in the Gulf nation. While speaking to ANI, mother of the stranded man said, "Some agents in Riyadh, Saudi have locked my son in a room and they are demanding Rs 1 lakh to send my son back. I have filed a complaint with the local police station in Hyderabad and then later approached the External Affairs Ministry and Indian Embassy in Riyadh, who said that my son will be rescued. I request Indian Embassy to rescue him as he is locked and is not even being given adequate food." Moin was in search of a job and was approached by an agent who promised him a courier service job in Riyadh. He left for Riyadh in April on a two years contract but was cheated by those agents and was employed as a cleaner at some residence. "They ask him to work for 12 hours and when he refuses to work, they start beating him and are also not paying him his salary," she added.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.