ETV Bharat / sports

Rauf slaps Ghulam in PSL: ক্যাচ ফেলায় সতীর্থকে চড় পাক পেসার রাউফের

হ্যারিস রউফের বলে হজরতউল্লাহ জাজাইয়ের ক্যাচ ফেলেন কামরান গুলাম । তারপরেই গুলামকে সামনে পেয়ে চড় কষিয়ে দেন পাকিস্তানের তারকা পেসার (Pakistan Pacer Haris Rauf slaps teammate Kamran Ghulam) ।

Rauf slaps Ghulam
সতীর্থকে চড় পাক পেসার হ্যারিস রাউফের
author img

By

Published : Feb 22, 2022, 6:00 PM IST

লাহোর, 22 ফেব্রুয়ারি : প্রাপ্য বেতন না পেয়ে ইতিমধ্যেই পাকিস্তান সুপার লিগ ছেড়ে দেশে ফিরে গিয়েছেন জেমস ফকনার ৷ ফলে পিএসএলে বিতর্কের রেশ এখনও তাজা । তার মাঝেই নতুন বিতর্ক বাঁধালেন লাহোর কালান্দার্সের হ্যারিস রউফ । লিগের চুড়ান্ত পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স এবং পেশোয়ার জালমি ৷ ক্যাচ মিস করায় ম্যাচ চলাকালীনই সতীর্থ কামরান গুলামের গালে চড় কষালেন পাক পেসার (Pakistan Pacer Haris Rauf slaps teammate Kamran Ghulam) ।

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পেশোয়ার জালমি । হ্যারিস রউফের বলে হজরতউল্লাহ জাজাইয়ের ক্যাচ ফেলেন কামরান গুলাম । যদিও সেই ওভারেই মহম্মদ হ্যারিসকে ড্রেসিংরুমে ফেরত পাঠান রউফ । ওভারের শেষ বলে বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ নেন ফাওয়াদ আহমেদ ৷

আরও পড়ুন : Board Official On Wriddhi Controversy : ঋদ্ধির ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস বোর্ডের

উইকেট পাওয়ার পর সতীর্থরা রউফকে অভিনন্দন জানাতে যান ৷ সেসময়েই কামরান গুলামকে সামনে পেয়ে চড় কষিয়ে দেন তারকা পেসার । যদিও তার পরেও সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়াতে দেখা যায়নি গুলামকে ৷ বরং হেসেই বিষয়টি উড়িয়ে দেন তিনি ৷ পরিস্থিতি সামলে নেন বাকি খেলোয়াড়রাও ৷

লাহোর, 22 ফেব্রুয়ারি : প্রাপ্য বেতন না পেয়ে ইতিমধ্যেই পাকিস্তান সুপার লিগ ছেড়ে দেশে ফিরে গিয়েছেন জেমস ফকনার ৷ ফলে পিএসএলে বিতর্কের রেশ এখনও তাজা । তার মাঝেই নতুন বিতর্ক বাঁধালেন লাহোর কালান্দার্সের হ্যারিস রউফ । লিগের চুড়ান্ত পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স এবং পেশোয়ার জালমি ৷ ক্যাচ মিস করায় ম্যাচ চলাকালীনই সতীর্থ কামরান গুলামের গালে চড় কষালেন পাক পেসার (Pakistan Pacer Haris Rauf slaps teammate Kamran Ghulam) ।

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পেশোয়ার জালমি । হ্যারিস রউফের বলে হজরতউল্লাহ জাজাইয়ের ক্যাচ ফেলেন কামরান গুলাম । যদিও সেই ওভারেই মহম্মদ হ্যারিসকে ড্রেসিংরুমে ফেরত পাঠান রউফ । ওভারের শেষ বলে বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ নেন ফাওয়াদ আহমেদ ৷

আরও পড়ুন : Board Official On Wriddhi Controversy : ঋদ্ধির ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস বোর্ডের

উইকেট পাওয়ার পর সতীর্থরা রউফকে অভিনন্দন জানাতে যান ৷ সেসময়েই কামরান গুলামকে সামনে পেয়ে চড় কষিয়ে দেন তারকা পেসার । যদিও তার পরেও সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়াতে দেখা যায়নি গুলামকে ৷ বরং হেসেই বিষয়টি উড়িয়ে দেন তিনি ৷ পরিস্থিতি সামলে নেন বাকি খেলোয়াড়রাও ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.