ETV Bharat / sports

IND vs PAK : ভারত-পাক মহারণ : ওপেনিং জুটিতেই 100 রান পার, জয়ের পথে পাকিস্তান - ভারত-পাকিস্তান

টি-20 হোক বা ওয়ান ডে বিশ্বকাপ ৷ ভারতের বিরুদ্ধে জয়ের স্বাদ পায়নি পাকিস্তান ৷ তবে রবিবার মরু শহরে টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে বড় রানের টার্গেট দিতে ব্যার্থ টিম ইন্ডিয়া ৷ ক্যাপ্টেন কোহলির হাফ-সেঞ্চুরি সত্ত্বেও মাত্র 151 রান তোলে ভারত ৷ ফলে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের হাতাছানি পাকিস্তানের সামনে ৷

IND vs PAK
ভারত-পাক মহারণ
author img

By

Published : Oct 24, 2021, 9:56 PM IST

Updated : Oct 24, 2021, 10:44 PM IST

  • হাফ সেঞ্চুরি করলেন পাকিস্তানের অন্য ওপেনার মহম্মদ রিজওয়ানও
  • নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম
  • ওপেনিং জুটিতে 100 রানের গণ্ডি পেরোল পাকিস্তান
  • 10 ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে 71 ৷ রিজওয়ান 35 ও বাবর 34 রানে ব্যাটিং করছেন ৷
  • 5 ওভার শেষে পাকিস্তানের স্কোর 35
  • 2 ওভারে 8 রান দেন মহম্মদ শামি ৷
  • 152 রান তাড়া করতে নেমে দারুণ শুরু করল পাকিস্তান ৷ প্রথম ওভারেই 10 রান নিলেন দুই পাক ওপেনার বাবর আজম ও মহম্মদ রিজওয়ান ৷ ভুবনেশ্বর কুমারের ওভারের দ্বিতীয় ডেলিভারি বাউন্ডারি ও তৃতীয় ডেলিভারি ছক্কা হাঁকান রিজওয়ান ৷
  • টি-20 হোক বা ওয়ান ডে বিশ্বকাপ ৷ ভারতের বিরুদ্ধে জয়ের স্বাদ পায়নি পাকিস্তান ৷ তবে রবিবার মরু শহরে টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে বড় রানের টার্গেট দিতে ব্যার্থ টিম ইন্ডিয়া ৷ ক্যাপ্টেন কোহলির হাফ-সেঞ্চুরি সত্ত্বেও মাত্র 151 রান তোলে ভারত ৷ ফলে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের হাতাছানি পাকিস্তানের সামনে ৷

  • হাফ সেঞ্চুরি করলেন পাকিস্তানের অন্য ওপেনার মহম্মদ রিজওয়ানও
  • নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম
  • ওপেনিং জুটিতে 100 রানের গণ্ডি পেরোল পাকিস্তান
  • 10 ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে 71 ৷ রিজওয়ান 35 ও বাবর 34 রানে ব্যাটিং করছেন ৷
  • 5 ওভার শেষে পাকিস্তানের স্কোর 35
  • 2 ওভারে 8 রান দেন মহম্মদ শামি ৷
  • 152 রান তাড়া করতে নেমে দারুণ শুরু করল পাকিস্তান ৷ প্রথম ওভারেই 10 রান নিলেন দুই পাক ওপেনার বাবর আজম ও মহম্মদ রিজওয়ান ৷ ভুবনেশ্বর কুমারের ওভারের দ্বিতীয় ডেলিভারি বাউন্ডারি ও তৃতীয় ডেলিভারি ছক্কা হাঁকান রিজওয়ান ৷
  • টি-20 হোক বা ওয়ান ডে বিশ্বকাপ ৷ ভারতের বিরুদ্ধে জয়ের স্বাদ পায়নি পাকিস্তান ৷ তবে রবিবার মরু শহরে টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে বড় রানের টার্গেট দিতে ব্যার্থ টিম ইন্ডিয়া ৷ ক্যাপ্টেন কোহলির হাফ-সেঞ্চুরি সত্ত্বেও মাত্র 151 রান তোলে ভারত ৷ ফলে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের হাতাছানি পাকিস্তানের সামনে ৷
Last Updated : Oct 24, 2021, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.