দুবাই, 24 অক্টোবর : বাইশ গজে বিশ্বযুদ্ধ ৷ তা যদি হয় আবার ভারত-পাক মহারণ, তাহলে তো কথাই নেই ৷ ক্রিকেট ফ্যানের কাছে এই ম্য়াচ আসলে স্নায়ুযুদ্ধ ৷ দেশ প্রেম থেকে আবেগের এই বিস্ফোরণ ছড়িয়ে পড়ে তাদের অন্তর থেকে বহিরঙ্গে ৷ দেশ জিতলে শিশুর মতো অনাবিল আনন্দে মেতে ওঠে আট থেকে আশি ৷ আর হারলে, হৃদয়বিদারক কন্নায় ভেঙে পড়েন আপামর দেশবাসী ৷ তবে শুধু ভারত-পাক ফ্যানেরাই নয়, মরু শহরে রবিবারসীয় মহাযুদ্ধের দিকে তাকিয়ে ক্রিকেটবিশ্ব ৷
বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের স্বাদ এখনও পায়নি পাকিস্তান ৷ তা সে ওয়ান ডে হোক বা টি-20 ৷ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে 100 শতাংশ সাফল্য নিয়েই রবিবার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বিরাটবাহিনী ৷ তবে প্রথমবার মরু শহরে বিশ্বযুদ্ধ হওয়ায় ভারত 'বধ'এর আশায় বুক বাঁধছেন পাক ফ্যানেরা ৷ ক্যাপ্টেন কোহলির এটাই শেষ টি-20 বিশ্বকাপ ৷ সুতরাং পাকিস্তানের বিরুদ্ধে ভারতের 100 শতাংশ জয়ের রেকর্ড অক্ষত রেখেই নেতৃত্বের ব্যাটন উত্তরসূরির হাতে তুলে দিতে চাইবেন বিরাট ৷
মহেন্দ্র সিং ধোনির হাত ধরে টি-20 বিশ্বকাপে পথ চলা শুরু হয়েছে ভারতের ৷ 2016 সালে শেয টি-20 বিশ্বকাপেও যা অব্যাহত ৷ বিরাটের নেতৃত্বে মাঠে নামার আগে পাঁচ বারের সাক্ষাতে প্রতিবারই ধোনির নেতৃত্বে বাজিমাত করেছে টিম ইন্ডিয়া ৷ 2013 সালে শেষবার দ্বি-পাক্ষিক সিরিজ খেলেছে ভারত ও পাকিস্তান ৷ তারপর থেকে সাক্ষাত শুধু বিশ্বকাপে ৷ শেষবার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের বিশ্বকাপে লড়াই হয়েছিল 2019 সালে ৷ ইংল্য়ান্ডের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের গ্রুপ লিগে ম্যাচে 'পাক বধ' হয়েছিল বিরাটের হাত ধরেই ৷
আরও পড়ুন : ভারত-পাক মহারণে মাতোয়ারা ক্রিকেট বিশ্ব
টি-20 বিশ্বকাপে ভারতকে প্রথমবার নেতৃত্ব দিতে চলেছেন কোহলি ৷ তাও আবার মরু শহরে ৷ যা বাবার আজমদের সেকেন্ড হোম ৷ 2009 সালে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতেই দ্বি-পাক্ষিক সিরিজ খেলেছে 'মেন ইন গ্রিন' ৷ অতীতে শারজাতে পাকিস্তানের বিরুদ্ধে আন্ডারডগ হিসেবে শুরু করত ভারত ৷ তাই মরু শহরের বিশ্বযুদ্ধে বাবরদের হেলাফেলা করা করা ঠিক হবে না ৷ শেষ টি-20 বিশ্বকাপে ক্যাপ্টেন কোহলির সামনেই তাই 'বিরাট' পরীক্ষা ৷