সিডনি, 3 নভেম্বর: বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাবর আজমের দলকে দক্ষিণ আফ্রিকা হারালেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলত ভারত ৷ তবে সে গুড়ে বালি ৷ প্রথম দু'টি ম্যাচ হেরে বিশ্বকাপ অভিযান শুরু করলেও টানা দু'টি ম্যাচে জিতে শেষ চারের দৌড়ে ঢুকে পড়ল পাকিস্তানও ৷ এদিন সিডনিতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে প্রোটিয়াদের বড় ব্যবধানে হারাল তারা (Pak beat SA by DL method ay SCG) ৷ অর্থাৎ, রবিবাসরীয় মেলবোর্নে জিম্বাবোয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ জিতেই তাই শেষ চার পাকা করতে হবে রোহিতদের ৷
সিডনিতে এদিন টস জিতে প্রথমে ব্যাটিং'য়ের সিদ্ধান্ত নেন বাবর আজম ৷ ইফতিকার আহমেদ এবং শাদাব খানের জোড়া অর্ধশতরানে প্রথমে ব্যাট করে প্রোটিয়াদের 186 রানের কঠিন লক্ষ্যমাত্রা দেয় পাকিস্তান ৷ 3টি চার, 2টি ছয়ে 35 বলে 51 রান করেন ইফতিকার (Iftikhar Ahmed played 51 runs innings) ৷ 3টি চার, 4টি ছক্কায় 22 বলে 52 রানের ইনিংস খেলেন শাদাব (Shadab Khan hits 52 runs) ৷ প্রোটিয়াদের হয়ে বল হাতে সবচেয়ে সফল অ্যানরিচ নর্তজে নেনে 4 উইকেট ৷
আরও পড়ুন: বৃষ্টিভেজা আউটফিল্ড, বাংলাদেশ বধের নেপথ্যে ব্রাশ হাতে আরও এক ভারতীয়
বৃষ্টির ভ্রুকুটি নিয়ে রান তাড়া করতে নেমে 66 রানে 4 উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা ৷ 9 ওভারে প্রোটিয়াদের রান যখন 69/4, তখন বৃষ্টি এসে আরও কঠিন করে তোলে আফ্রিকান ব্যাটারদের কাজ ৷ পরিবর্তিত পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় 14 ওভারে 142 ৷ কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট হারানো প্রোটিয়ারা 14 ওভারে 9 উইকেট হারিয়ে 108 রানে থেমে যায় ৷ 3 ওভারে 14 রান খরচ করে পাকিস্তানের জয়ের আরেক নায়ক শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi takes 3 wickets) ৷ ডাকওয়ার্থ-লুইস নিয়মে 33 রানে হেরে শেষ চারের প্রতীক্ষা দীর্ঘায়িত হল দক্ষিণ আফ্রিকারও ৷ রবিবার গ্রুপের শেষ ম্যাচে ডাচ চ্যালেঞ্জের মুখোমুখি তেম্বা বাভুমারা ৷