ETV Bharat / sports

ICC World Cup 2023: তিলোত্তমায় পা রাখল ‘বাবর অ্যান্ড কোং’, মঙ্গলে প্রতিপক্ষ টাইগাররা - World Cup

দমদম বিমানবন্দরে নামল ‘মেন ইন গ্রিন’ ৷ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় কলকাতা বিমানবন্দর । পাক অধিনায়ক বাবর আজমের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 6:24 PM IST

Updated : Oct 28, 2023, 6:46 PM IST

তিলোত্তমায় পা রাখল ‘বাবর অ্যান্ড কোং’

কলকাতা, 28 অক্টোবর: তিলোত্তমায় পা রাখল ‘বাবর অ্যান্ড কোং’ ৷ ইডেনে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে এখন তুঙ্গে চর্চা ৷ মঙ্গলবার মাঠে নামবে পাকিস্তান-বাংলাদেশ ৷ তার আগে শহরে চলে এল পাকিস্তান ৷ শনিবার বিকেলে দমদম বিমানবন্দরে নামল ‘মেন ইন গ্রিন’ ৷ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জন্য কলকাতা পুলিশ বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করেছে। এছাড়া পাক অধিনায়ক বাবর আজমের জন্যও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷

পাকিস্তান ক্রিকেট দল বিমানবন্দর থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় থেকেই সঙ্গে থাকবে কলকাতা পুলিশের বিশেষ নিরাপত্তা বাহিনী ৷ তবে পাকিস্তান দলের বাকি সদস্যদের জন্য কোনও দ্বিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি ৷ একমাত্র বাবরের জন্য থাকছে কলকাতা পুলিশের এসএএফ বা স্পেশাল অ্যাকশন ফোর্সের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো বাহিনী ।

লালবাজার সূত্রে খবর, বাবর আজম অর্থাৎ পাক অধিনায়ক শহরের যে হোটেলে থাকবেন সেই হোটেলের বিশেষ রুমে শুধু বাছাই করা কয়েকজন লোককেই প্রবেশাধিকার দেওয়া হয়েছে । এছাড়া আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাও সাজানো হয়েছে বিশেষভাবে ৷ এর আগে আমেদাবাদে খেলার সময় পাক খেলোয়াড়দের উদ্দেশে কটুক্তি করার অভিযোগ উঠেছিল দর্শকের বিরুদ্ধে ৷ এবার সেই নিয়েও সতর্ক প্রশাসন ৷ দর্শকের সঙ্গে যাতে বাবরের কোনও উত্তপ্ত বাক্য বিনিময় না-হয় তার জন্য দর্শক আসনের সামনেও পৌঁছে যাবে কলকাতা পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিট ৷

আরও পড়ুন:

  1. শনিতে আসছে পাক দল, বাবরের জন্য বেনজির দ্বিস্তরীয় নিরাপত্তা বলয় লালবাজারের
  2. স্কুল পড়ুয়াদের সঙ্গে বিশেষ অনুশীলন বাংলাদেশ ক্রিকেটারদের
  3. ইডেনে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে কড়া নিরাপত্তার ব্যবস্থা লালবাজারের

অঙ্কের বিচারে টিকে থাকলেও কার্যত সেমিফাইনালে পৌঁছনো প্রায় অসম্ভব পাকিস্তান দলের । ছ’টি ম্যাচের মধ্যে চারটি হেরে তাদের সংগ্রহ মাত্র চার পয়েন্ট । ফলে সেমিফাইনালের পথ খোলা রাখতে প্রত্যেকটি ম্যাচকেই পাখির চোখ করতে বদ্ধপরিকর বাবর আজমরা ৷

তিলোত্তমায় পা রাখল ‘বাবর অ্যান্ড কোং’

কলকাতা, 28 অক্টোবর: তিলোত্তমায় পা রাখল ‘বাবর অ্যান্ড কোং’ ৷ ইডেনে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে এখন তুঙ্গে চর্চা ৷ মঙ্গলবার মাঠে নামবে পাকিস্তান-বাংলাদেশ ৷ তার আগে শহরে চলে এল পাকিস্তান ৷ শনিবার বিকেলে দমদম বিমানবন্দরে নামল ‘মেন ইন গ্রিন’ ৷ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জন্য কলকাতা পুলিশ বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করেছে। এছাড়া পাক অধিনায়ক বাবর আজমের জন্যও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷

পাকিস্তান ক্রিকেট দল বিমানবন্দর থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় থেকেই সঙ্গে থাকবে কলকাতা পুলিশের বিশেষ নিরাপত্তা বাহিনী ৷ তবে পাকিস্তান দলের বাকি সদস্যদের জন্য কোনও দ্বিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি ৷ একমাত্র বাবরের জন্য থাকছে কলকাতা পুলিশের এসএএফ বা স্পেশাল অ্যাকশন ফোর্সের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো বাহিনী ।

লালবাজার সূত্রে খবর, বাবর আজম অর্থাৎ পাক অধিনায়ক শহরের যে হোটেলে থাকবেন সেই হোটেলের বিশেষ রুমে শুধু বাছাই করা কয়েকজন লোককেই প্রবেশাধিকার দেওয়া হয়েছে । এছাড়া আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাও সাজানো হয়েছে বিশেষভাবে ৷ এর আগে আমেদাবাদে খেলার সময় পাক খেলোয়াড়দের উদ্দেশে কটুক্তি করার অভিযোগ উঠেছিল দর্শকের বিরুদ্ধে ৷ এবার সেই নিয়েও সতর্ক প্রশাসন ৷ দর্শকের সঙ্গে যাতে বাবরের কোনও উত্তপ্ত বাক্য বিনিময় না-হয় তার জন্য দর্শক আসনের সামনেও পৌঁছে যাবে কলকাতা পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিট ৷

আরও পড়ুন:

  1. শনিতে আসছে পাক দল, বাবরের জন্য বেনজির দ্বিস্তরীয় নিরাপত্তা বলয় লালবাজারের
  2. স্কুল পড়ুয়াদের সঙ্গে বিশেষ অনুশীলন বাংলাদেশ ক্রিকেটারদের
  3. ইডেনে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে কড়া নিরাপত্তার ব্যবস্থা লালবাজারের

অঙ্কের বিচারে টিকে থাকলেও কার্যত সেমিফাইনালে পৌঁছনো প্রায় অসম্ভব পাকিস্তান দলের । ছ’টি ম্যাচের মধ্যে চারটি হেরে তাদের সংগ্রহ মাত্র চার পয়েন্ট । ফলে সেমিফাইনালের পথ খোলা রাখতে প্রত্যেকটি ম্যাচকেই পাখির চোখ করতে বদ্ধপরিকর বাবর আজমরা ৷

Last Updated : Oct 28, 2023, 6:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.