ETV Bharat / sports

Matthew Hayden: রামিজের হাত ধরে পাকিস্তানের কোচ হলেন হেডেন

author img

By

Published : Sep 13, 2021, 6:20 PM IST

পিসিবি চেয়ারম্যানের চেয়ারে বসেই চমক দিলেন রামিজ রাজা ৷ ঘোষণা করলেন বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিচ্ছেন ম্যাথু হেডেন ৷ মিসবা-উল-হকের উত্তরসূরি হিসেবে কাজ করবেন বিখ্যাত বাঁ-হাতি অজি ওপেনার ৷

Matthew Hayden
পাকিস্তানের কোচ হলেন হেডেন

লাহোর, 13 সেপ্টেম্বর: পাকিস্তান ক্রিকেট বোর্ডের মসনদে বসেই চমক দিলেন রামিজ রাজা ৷ তাঁর হাত ধরেই আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তানের কোচ হলেন ম্যাথু হেডেন ৷ বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ভার্নন ফিল্যান্ডার ৷

গত সপ্তাহে টি-20 বিশ্বকাপের দল ঘোষণার পরই কোচের পদ থেকে সরে দাঁড়ান প্রাক্তন পাক অধিনায়ক মিসবা-উল হক ৷ তাঁর দেখানো পথেই হাঁটেন বোলিং কোচ ওয়াকার ইউনিসও ৷ কিন্তু পিসিবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েই প্রাক্তন অজি ওপেনার হেডেনকে কোচ করে চমক দিলেন রামিজ ৷ সোমবারই প্রাক্তন পাক অধিনায়ককে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান ঘোষণা করে পিসিবি ৷ এর কিছুক্ষণ পর হক ও ওয়াকারের উত্তরসূরি বেছে নেন রামিজ ৷

পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে রামিজ বলেন, "পাকিস্তান দলকে নতুন দিশা দেখাতে হবে ৷ এই কারণে বিশ্বকাপের জন্য আমরা হেডেন ও ফিল্যান্ডারকে কোচ হিসেবে নিযুক্ত করলাম ৷ এদের হাত ধরে আমাদের এগিয়ে যেতে হবে ৷" তবে এই প্রথম নয়, এর আগও পাকিস্তান দলকে কোচিং করিয়েছেন বিদেশিরা ৷ রিচার্ড পাইবাস, বব উলমার, জেফ লসন, ড্যাভ হোয়াটমোর ও মিকি আর্থাররা পাক দলের কোচিংয়ের দায়িত্ব সামলান ৷

আরও পড়ুন: পিসিবি চেয়ারম্যান হলেন ইমরানের পছন্দের রামিজ রাজা

রামিজ আরও বলেন, "ম্যাথু হেডেন দুর্দান্ত খেলোয়াড় ছিলেন ৷ বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে ৷ ড্রেসিংরুমে একজন অস্ট্রেলিয়ান থাকলে আমাদের ছেলেরা উপকৃত হবে ৷ পাকিস্তান দল বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখে ৷ আমাদের পারফরম্যান্সে অতিরিক্ত 10 শতাংশ বৃদ্ধি দরকার ৷ এছাড়া ভার্নন ফিল্যান্ডারকে আমি বক্তিগতভাবে চিনি ৷ অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে ওর দারুণ রেকর্ড রয়েছে ৷"

তবে বিশ্বকাপের আগে অন্তবর্তী কোচ হিসেবে পাকিস্তান দলের দায়িত্ব সামলাবেন সাকলিন মুস্তাক ও আবদুল রজ্জাক ৷ ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে বাবর নিজামদের কোচের দায়িত্ব সামলাবেন এই দুই পাকিস্তানি ৷

লাহোর, 13 সেপ্টেম্বর: পাকিস্তান ক্রিকেট বোর্ডের মসনদে বসেই চমক দিলেন রামিজ রাজা ৷ তাঁর হাত ধরেই আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তানের কোচ হলেন ম্যাথু হেডেন ৷ বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ভার্নন ফিল্যান্ডার ৷

গত সপ্তাহে টি-20 বিশ্বকাপের দল ঘোষণার পরই কোচের পদ থেকে সরে দাঁড়ান প্রাক্তন পাক অধিনায়ক মিসবা-উল হক ৷ তাঁর দেখানো পথেই হাঁটেন বোলিং কোচ ওয়াকার ইউনিসও ৷ কিন্তু পিসিবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েই প্রাক্তন অজি ওপেনার হেডেনকে কোচ করে চমক দিলেন রামিজ ৷ সোমবারই প্রাক্তন পাক অধিনায়ককে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান ঘোষণা করে পিসিবি ৷ এর কিছুক্ষণ পর হক ও ওয়াকারের উত্তরসূরি বেছে নেন রামিজ ৷

পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে রামিজ বলেন, "পাকিস্তান দলকে নতুন দিশা দেখাতে হবে ৷ এই কারণে বিশ্বকাপের জন্য আমরা হেডেন ও ফিল্যান্ডারকে কোচ হিসেবে নিযুক্ত করলাম ৷ এদের হাত ধরে আমাদের এগিয়ে যেতে হবে ৷" তবে এই প্রথম নয়, এর আগও পাকিস্তান দলকে কোচিং করিয়েছেন বিদেশিরা ৷ রিচার্ড পাইবাস, বব উলমার, জেফ লসন, ড্যাভ হোয়াটমোর ও মিকি আর্থাররা পাক দলের কোচিংয়ের দায়িত্ব সামলান ৷

আরও পড়ুন: পিসিবি চেয়ারম্যান হলেন ইমরানের পছন্দের রামিজ রাজা

রামিজ আরও বলেন, "ম্যাথু হেডেন দুর্দান্ত খেলোয়াড় ছিলেন ৷ বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে ৷ ড্রেসিংরুমে একজন অস্ট্রেলিয়ান থাকলে আমাদের ছেলেরা উপকৃত হবে ৷ পাকিস্তান দল বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখে ৷ আমাদের পারফরম্যান্সে অতিরিক্ত 10 শতাংশ বৃদ্ধি দরকার ৷ এছাড়া ভার্নন ফিল্যান্ডারকে আমি বক্তিগতভাবে চিনি ৷ অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে ওর দারুণ রেকর্ড রয়েছে ৷"

তবে বিশ্বকাপের আগে অন্তবর্তী কোচ হিসেবে পাকিস্তান দলের দায়িত্ব সামলাবেন সাকলিন মুস্তাক ও আবদুল রজ্জাক ৷ ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে বাবর নিজামদের কোচের দায়িত্ব সামলাবেন এই দুই পাকিস্তানি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.