ETV Bharat / sports

On this day in 1983: প্রথম বিশ্ব জয়ের 38 বছরে কোহলির কপিল হওয়া হল না - ভারতের প্রথম বিশ্বকাপ ট্রফি

প্রথমে ব্যাটিং করে 54.5 ওভারে 183 রানে শেষ হয় ভারতীয়দের ইনিংস ৷ দলের সর্বোচ্চ 38 রান করেন কৃষ্ণামাচারি শ্রীকান্ত ৷ সেই সময়কার বিধ্বংসী ক্যারিবিয়ান ব্যাটিংয়ের কাছে যা এই লক্ষ্যমাত্রা ছিল নিছকই জলভাত ৷ কিন্তু কয়েকজন দামাল ভারতীয় বোলারের সামনে 140 রানেই শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস ৷ তিনটি করে উইকেট নেন মহিন্দর অমরনাথ ও মদনলাল ৷

38 বছরে কোহলির কপিল হওয়া হল না
38 বছরে কোহলির কপিল হওয়া হল না
author img

By

Published : Jun 25, 2021, 11:53 AM IST

Updated : Jun 26, 2021, 7:30 PM IST

নয়াদিল্লি, 25 জুন : বুধবার স্বপ্নভঙ্গ হয়েছে 130 কোটি ভারতীয়র ৷ প্রায় ড্র হওয়া ম্যাচ অপ্রত্যাশিত ভাবে হেরে যায় ভারতীয় দল ৷ তবে 2021-র যে দিন কোহলির স্বপ্নভঙ্গ হল, 1983 সালে এর ঠিক এক দিন পর অর্থাৎ 25 জুন গর্বে বুক ফুলেছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ৷ কোনও এক 24 বছরের তরুণ কপিল দেবের হাতে উঠেছিল ভারতের প্রথম বিশ্বকাপ ট্রফি ৷ কাকতালীয়ভাবে সেদিনের ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে কপিলরা ফাইনাল খেলতে নেমেছিলেন এই ইংল্যান্ডেই ৷

38 বছর আগে কপিল দেব হন ভারতের বিশ্বকাপজয়ী প্রথম অধিনায়ক ৷ গ্রুপ বি-র 6টি ম্যাচের 4টিতে জয় তুলে নেয় ভারত ৷ সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড ৷ কিন্তু অকুতোভয় ভারতের কাছে দাঁড়াতে পারেনি ব্রিটিশ সিংহরা ৷ তবে ফাইনালে ভারতের জন্য অপেক্ষা করছিল দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ় ৷ যাঁরা ট্রফি জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ছিল ৷ কিন্তু সেদিন বিশ্বকে চমকে দিয়েছিল কপিল দেব, মহিন্দর অমরনাথ, রজার বিনি সমৃদ্ধ ভারতীয় বোলাররা ৷

প্রথমে ব্যাটিং করে 54.5 ওভারে 183 রানে শেষ হয় ভারতীয়দের ইনিংস ৷ দলের সর্বোচ্চ 38 রান করেন কৃষ্ণামাচারি শ্রীকান্ত ৷ সেই সময়কার বিধ্বংসী ক্যারিবিয়ান ব্যাটিংয়ের কাছে এই লক্ষ্যমাত্রা ছিল নিছকই জলভাত ৷ কিন্তু কয়েকজন দামাল ভারতীয় বোলারের সামনে 140 রানেই শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস ৷ তিনটি করে উইকেট নেন মহিন্দর অমরনাথ ও মদনলাল ৷

আরও পড়ুন : নিউজ়িল্যান্ড, বৃষ্টি, রিজার্ভ-ডে আর স্বপ্নভঙ্গ

38 বছর আগের কপিল দেব হয়ে ওঠা হল না বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলির ৷ শামি, ইশান্ত, অশ্বিনরাও হতে পারলেন না মহিন্দর অমরনাথ, মদনলাল বা রজার বিনি ৷ 38 বছর আগে ভারতীয় ক্রিকেটের যে ধ্বজা কপিল দেব লর্ডসের মাটিতে উড়িয়েছিলেন, ইংল্যান্ডের বন্দর শহরে সেই ধ্বজা ধরে রাখতে পারলেন না কোহলি-রোহিতরা ৷

নয়াদিল্লি, 25 জুন : বুধবার স্বপ্নভঙ্গ হয়েছে 130 কোটি ভারতীয়র ৷ প্রায় ড্র হওয়া ম্যাচ অপ্রত্যাশিত ভাবে হেরে যায় ভারতীয় দল ৷ তবে 2021-র যে দিন কোহলির স্বপ্নভঙ্গ হল, 1983 সালে এর ঠিক এক দিন পর অর্থাৎ 25 জুন গর্বে বুক ফুলেছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ৷ কোনও এক 24 বছরের তরুণ কপিল দেবের হাতে উঠেছিল ভারতের প্রথম বিশ্বকাপ ট্রফি ৷ কাকতালীয়ভাবে সেদিনের ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে কপিলরা ফাইনাল খেলতে নেমেছিলেন এই ইংল্যান্ডেই ৷

38 বছর আগে কপিল দেব হন ভারতের বিশ্বকাপজয়ী প্রথম অধিনায়ক ৷ গ্রুপ বি-র 6টি ম্যাচের 4টিতে জয় তুলে নেয় ভারত ৷ সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড ৷ কিন্তু অকুতোভয় ভারতের কাছে দাঁড়াতে পারেনি ব্রিটিশ সিংহরা ৷ তবে ফাইনালে ভারতের জন্য অপেক্ষা করছিল দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ় ৷ যাঁরা ট্রফি জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ছিল ৷ কিন্তু সেদিন বিশ্বকে চমকে দিয়েছিল কপিল দেব, মহিন্দর অমরনাথ, রজার বিনি সমৃদ্ধ ভারতীয় বোলাররা ৷

প্রথমে ব্যাটিং করে 54.5 ওভারে 183 রানে শেষ হয় ভারতীয়দের ইনিংস ৷ দলের সর্বোচ্চ 38 রান করেন কৃষ্ণামাচারি শ্রীকান্ত ৷ সেই সময়কার বিধ্বংসী ক্যারিবিয়ান ব্যাটিংয়ের কাছে এই লক্ষ্যমাত্রা ছিল নিছকই জলভাত ৷ কিন্তু কয়েকজন দামাল ভারতীয় বোলারের সামনে 140 রানেই শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস ৷ তিনটি করে উইকেট নেন মহিন্দর অমরনাথ ও মদনলাল ৷

আরও পড়ুন : নিউজ়িল্যান্ড, বৃষ্টি, রিজার্ভ-ডে আর স্বপ্নভঙ্গ

38 বছর আগের কপিল দেব হয়ে ওঠা হল না বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলির ৷ শামি, ইশান্ত, অশ্বিনরাও হতে পারলেন না মহিন্দর অমরনাথ, মদনলাল বা রজার বিনি ৷ 38 বছর আগে ভারতীয় ক্রিকেটের যে ধ্বজা কপিল দেব লর্ডসের মাটিতে উড়িয়েছিলেন, ইংল্যান্ডের বন্দর শহরে সেই ধ্বজা ধরে রাখতে পারলেন না কোহলি-রোহিতরা ৷

Last Updated : Jun 26, 2021, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.