ETV Bharat / sports

1983 World Cup : ঘরে এসেছিল প্রথম বিশ্বকাপ, লর্ডসে ভারতের বাজিমাতের 39 বছর পার - লর্ডসে ভারতের বাজিমাতের 39 বছর পার

1983 সালের এই দিনের ক্রিকেটের মক্কায় বাজিমাত করেছিল ‘কপিল অ্যান্ড কোং’ ৷ প্রুডেনশিয়াল কাপ জিতে ক্রিকেট মক্কায় নতুন যুগের শিরোনাম লিখেছিল ভারতীয় দল (Team India captured its maiden Cricket World Cup title) ৷

1983 World Cup News
লর্ডসে ভারতের বাজিমাতের 39 বছর পার
author img

By

Published : Jun 25, 2022, 7:05 PM IST

লন্ডন, 25 জুন : হাতে পুঁজি মাত্র 183 রান, তায় সামনে ক্যারিবিয়ান দৈত্যরা ৷ 39 বছর আগের বিকেলে অতি বড় সমর্থক স্বপ্নেও ভাবেননি, ইতিহাস গড়বেন অমরনাথ, গাভাসকররা ৷ গর্ডন গ্রিনিচ, ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েড, ল্যারি গোমস সম্বলিত ব্যাটিং লাইন-আপ যে ‘মাত্র’ কয়েকটা রান করার আগেই মাটি ধরবে, সেদিন ম্যাচ শেষের আগে ভাবেননি স্বয়ং কপিলদেবও ৷ ‘হরিয়ানা হ্যারিকেন’ পরে বেশ কিছু সাক্ষাৎকারে তা স্বীকারও করেছেন (Team India captured its maiden Cricket World Cup title) ৷

যদিও ক্রিকেটের মক্কায় শেষ পর্যন্ত বাজিমাত করেছিল ‘কপিল অ্যান্ড কোং’ ৷ প্রুডেনশিয়াল কাপ জিতে ক্রিকেট মক্কায় নতুন যুগের শিরোনাম লিখেছিল ভারতীয় দল ৷ তারপর কেটে গিয়েছে প্রায় চার যুগ ৷ 28 বছর পর ফের বিশ্বকাপ ঘরে এলেও ভারতীয় ক্রিকেটের আকাশে নতুন সূর্যের উদয় বলতে 39 বছর আগের ওই দিনটিকেই বোঝেন ক্রিকেটপ্রেমীরা ৷

1975, 1979 ৷ পরপর দু'বার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত ৷ ফলে 83’তে কপিলদের আন্ডারডগের তকমাটাও দেননি ক্রিকেটবোদ্ধারাও ৷ চারটি জয়, দু’টি হারের পর গ্রুপ পর্বের গেরো টপকেছিলেন মদনলাল, অমরনাথরা ৷ প্রাথমিক পর্বে কপিলরা হারিয়েছিলেন জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়াকে ৷ ফলে কোনও সমীকরণে না-থাকা ভারত অচিরেই হয়ে উঠেছিল জায়ান্ট কিলার ৷

1983 World Cup News
বিশ্বকাপজয়ী ভারতীয় দল

শেষ চারের লড়াইয়ে আয়োজক ইংল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট জমিয়ে দিয়েছিল ‘কপিল অ্যান্ড কোং’ ৷ তারপরেও লর্ডসে নামার আগে রানার্স হিসেবে ভারতের নাম একপ্রকার খোদাই হয়ে গিয়েছিল ৷ ফাইনালে শুরুতেই ক্রিজ ছাড়েন গাভাসকর ৷ শ্রীকান্ত-অমরনাথ জুটি খানিক চেষ্টা করলেও বেশিক্ষণ অ্যান্ডি রবার্টস, ম্যালকম মার্শালদের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি ৷ মাঝে যশপাল শর্মা উইকেটে থিতু হওয়ার চেষ্টা করলেও পরপর প্যাভিলিয়নে ফেরেন কপিলদেব, কীর্তি আজাদরা ৷ শেষ পর্যন্ত মাত্র 183 রানে গুঁটিয়ে যায় ভারতের ইনিংস ৷

আরও পড়ুন : চুলের বিজ্ঞাপনে ‘প্রয়াত’ ওয়ার্ন, ক্ষিপ্ত ভক্তরা

সেমিফাইনালে পাকিস্তানের দেওয়া 188 রানের টার্গেট মাত্র 2 উইকেটে তুলে দিয়েছিল ক্যারিবিয়ানরা ৷ ফলে ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েডরা টানা তৃতীয়বার বিশ্বকাপ জয়ের উদযাপন প্রায় বুঁদ, তখনই খেল দেখাতে শুরু করেছিলেন মহিন্দর অমরনাথ ৷ লালা অমরনাথের সুযোগ্য-পুত্র 7 ওভারে খরচ করেন মাত্র 12 রান ৷ 3 উইকেট নিয়ে যোগ্য সঙ্গত দিয়েছিলেন মদনলাল ৷

বিশ্ব-ক্রিকেটের সুপার পাওয়ার হিসেবে উত্তরণের প্রথম ধাপ টপকেছিল ভারত ৷ বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড, আকাশসম সুযোগ-সুবিধা ছাড়াই টেমসের তীরে বাজিমাত করেছিলেন রজার বিনিরা ৷ 39 বছর পরেও সেই গর্ব, সেই স্মৃতি এখনও অটুট ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে ৷

লন্ডন, 25 জুন : হাতে পুঁজি মাত্র 183 রান, তায় সামনে ক্যারিবিয়ান দৈত্যরা ৷ 39 বছর আগের বিকেলে অতি বড় সমর্থক স্বপ্নেও ভাবেননি, ইতিহাস গড়বেন অমরনাথ, গাভাসকররা ৷ গর্ডন গ্রিনিচ, ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েড, ল্যারি গোমস সম্বলিত ব্যাটিং লাইন-আপ যে ‘মাত্র’ কয়েকটা রান করার আগেই মাটি ধরবে, সেদিন ম্যাচ শেষের আগে ভাবেননি স্বয়ং কপিলদেবও ৷ ‘হরিয়ানা হ্যারিকেন’ পরে বেশ কিছু সাক্ষাৎকারে তা স্বীকারও করেছেন (Team India captured its maiden Cricket World Cup title) ৷

যদিও ক্রিকেটের মক্কায় শেষ পর্যন্ত বাজিমাত করেছিল ‘কপিল অ্যান্ড কোং’ ৷ প্রুডেনশিয়াল কাপ জিতে ক্রিকেট মক্কায় নতুন যুগের শিরোনাম লিখেছিল ভারতীয় দল ৷ তারপর কেটে গিয়েছে প্রায় চার যুগ ৷ 28 বছর পর ফের বিশ্বকাপ ঘরে এলেও ভারতীয় ক্রিকেটের আকাশে নতুন সূর্যের উদয় বলতে 39 বছর আগের ওই দিনটিকেই বোঝেন ক্রিকেটপ্রেমীরা ৷

1975, 1979 ৷ পরপর দু'বার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত ৷ ফলে 83’তে কপিলদের আন্ডারডগের তকমাটাও দেননি ক্রিকেটবোদ্ধারাও ৷ চারটি জয়, দু’টি হারের পর গ্রুপ পর্বের গেরো টপকেছিলেন মদনলাল, অমরনাথরা ৷ প্রাথমিক পর্বে কপিলরা হারিয়েছিলেন জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়াকে ৷ ফলে কোনও সমীকরণে না-থাকা ভারত অচিরেই হয়ে উঠেছিল জায়ান্ট কিলার ৷

1983 World Cup News
বিশ্বকাপজয়ী ভারতীয় দল

শেষ চারের লড়াইয়ে আয়োজক ইংল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট জমিয়ে দিয়েছিল ‘কপিল অ্যান্ড কোং’ ৷ তারপরেও লর্ডসে নামার আগে রানার্স হিসেবে ভারতের নাম একপ্রকার খোদাই হয়ে গিয়েছিল ৷ ফাইনালে শুরুতেই ক্রিজ ছাড়েন গাভাসকর ৷ শ্রীকান্ত-অমরনাথ জুটি খানিক চেষ্টা করলেও বেশিক্ষণ অ্যান্ডি রবার্টস, ম্যালকম মার্শালদের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি ৷ মাঝে যশপাল শর্মা উইকেটে থিতু হওয়ার চেষ্টা করলেও পরপর প্যাভিলিয়নে ফেরেন কপিলদেব, কীর্তি আজাদরা ৷ শেষ পর্যন্ত মাত্র 183 রানে গুঁটিয়ে যায় ভারতের ইনিংস ৷

আরও পড়ুন : চুলের বিজ্ঞাপনে ‘প্রয়াত’ ওয়ার্ন, ক্ষিপ্ত ভক্তরা

সেমিফাইনালে পাকিস্তানের দেওয়া 188 রানের টার্গেট মাত্র 2 উইকেটে তুলে দিয়েছিল ক্যারিবিয়ানরা ৷ ফলে ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েডরা টানা তৃতীয়বার বিশ্বকাপ জয়ের উদযাপন প্রায় বুঁদ, তখনই খেল দেখাতে শুরু করেছিলেন মহিন্দর অমরনাথ ৷ লালা অমরনাথের সুযোগ্য-পুত্র 7 ওভারে খরচ করেন মাত্র 12 রান ৷ 3 উইকেট নিয়ে যোগ্য সঙ্গত দিয়েছিলেন মদনলাল ৷

বিশ্ব-ক্রিকেটের সুপার পাওয়ার হিসেবে উত্তরণের প্রথম ধাপ টপকেছিল ভারত ৷ বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড, আকাশসম সুযোগ-সুবিধা ছাড়াই টেমসের তীরে বাজিমাত করেছিলেন রজার বিনিরা ৷ 39 বছর পরেও সেই গর্ব, সেই স্মৃতি এখনও অটুট ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.