ETV Bharat / sports

টুইট বিতর্কে সবরকম আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাসপেন্ড ইংরেজ পেসার - টুইট বিতর্কে সাসপেন্ড ইংরেজ বোলার

বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলে অভিষেক হয় অলি রবিনসনের ৷ বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও স্বচ্ছন্দ তিনি ৷ প্রথম ইনিংসে 4টি উইকেট নেওয়ার পর ব্যাট হাতে নেমে 42 রান করেন ৷

Ollie Robinson
Ollie Robinson
author img

By

Published : Jun 7, 2021, 7:33 AM IST

Updated : Jun 7, 2021, 7:40 AM IST

লন্ডন, 7 মে : সবরকম আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাসপেন্ড করা হল ইংল্যান্ডের পেসার অলি রবিনসনকে ৷ আজ বিবৃতি দিয়ে একথা জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ৷ ইসিবি জানিয়েছে, "ইংল্যান্ড এবং সাসেক্স বোলার অলি রবিনসনকে সমস্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাসপেন্ড করা হল ৷ 2012 এবং 2013 সালের টুইটে শৃঙ্খলাভঙ্গের তদন্তের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷"

একেই বলে খ্যাতির বিড়ম্বনা ৷ সেই 2012 সালে বর্ণবিদ্বেষমূলক এবং যৌনতামূলক টুইট করেছিলেন ৷ এতদিন বিষয়টি সেভাবে চোখে পড়েনি ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে স্বপ্নের টেস্ট অভিষেকের পর শিরোনামে উঠে এল 9 বছর আগের সেই বিতর্কিত টুইট ৷ মাঠের পারফরম্যান্সকে ম্লান করে টুইট বিতর্কে জড়িয়ে এখন বড়সড় শাস্তি পেলেন ইংল্যান্ডের পেসার অলি রবিনসন ৷

2013 সালে কেন্ট ছেড়ে ইয়র্কশায়ারে যান অলি রবিনসন ৷ টুইটটি তার আগের ৷ বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলে অভিষেক হয় অলি রবিনসনের ৷ বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও স্বচ্ছন্দ তিনি ৷ প্রথম ইনিংসে 4টি উইকেট নেওয়ার পর ব্যাট হাতে নেমে 42 রান করেন ৷ 27 বছরের অলি এরপর প্রশংসায় ভেসে গিয়েছিলেন ৷ ক্রিকেট অনুরাগীরা তাঁর টুইটার ঘেঁটে দেখতে শুরু করেছিলেন ৷ আর তাতেই বিপত্তি ৷ 2012 সালের বর্ণবিদ্বেষ এবং যৌনতামূলক পুরানো টুইট ভাইরাল হয়ে যায় নিমেষে ৷ বিষয়টি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নজরে এলে অলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তোড়জোড় শুরু হয়ে যায় ৷ শোনা গিয়েছিল 10 জুন থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়তে পারেন এই পেসার ৷ জরিমানাও হতে পারে ৷ তার থেকেও বড় শাস্তি জুটল তাঁর ভাগ্যে ৷

আরও পড়ুন : WTC Final 2021 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি রাহানের অ্যাসিড টেস্ট ?

অলি যখন টুইটটি করেছিলেন তখন তাঁর বয়স ছিল 18 বছর ৷ কমবয়সে এমন বিতর্কিত টুইট করায় নিজেও অনুতপ্ত তিনি ৷ বিতর্ক শুরু হলে এর জন্য ক্ষমাও চেয়ে নেন ৷ কিন্তু তাতে কাজ হল না ৷ ইসিবি জানিয়েছে, যেকোনও বৈষম্যের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি নিয়ে চলে ৷ তবে ব্রিটেনে কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, অলিকে শুধুমাত্র মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিতে পারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ৷ কিন্তু সেদিকে না হেঁটে সদ্য জাতীয় দলে পা রাখা প্রতিভাবান এই বোলারকে ভালোমতো শাস্তি দিল ইসিবি ৷

লন্ডন, 7 মে : সবরকম আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাসপেন্ড করা হল ইংল্যান্ডের পেসার অলি রবিনসনকে ৷ আজ বিবৃতি দিয়ে একথা জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ৷ ইসিবি জানিয়েছে, "ইংল্যান্ড এবং সাসেক্স বোলার অলি রবিনসনকে সমস্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাসপেন্ড করা হল ৷ 2012 এবং 2013 সালের টুইটে শৃঙ্খলাভঙ্গের তদন্তের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷"

একেই বলে খ্যাতির বিড়ম্বনা ৷ সেই 2012 সালে বর্ণবিদ্বেষমূলক এবং যৌনতামূলক টুইট করেছিলেন ৷ এতদিন বিষয়টি সেভাবে চোখে পড়েনি ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে স্বপ্নের টেস্ট অভিষেকের পর শিরোনামে উঠে এল 9 বছর আগের সেই বিতর্কিত টুইট ৷ মাঠের পারফরম্যান্সকে ম্লান করে টুইট বিতর্কে জড়িয়ে এখন বড়সড় শাস্তি পেলেন ইংল্যান্ডের পেসার অলি রবিনসন ৷

2013 সালে কেন্ট ছেড়ে ইয়র্কশায়ারে যান অলি রবিনসন ৷ টুইটটি তার আগের ৷ বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলে অভিষেক হয় অলি রবিনসনের ৷ বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও স্বচ্ছন্দ তিনি ৷ প্রথম ইনিংসে 4টি উইকেট নেওয়ার পর ব্যাট হাতে নেমে 42 রান করেন ৷ 27 বছরের অলি এরপর প্রশংসায় ভেসে গিয়েছিলেন ৷ ক্রিকেট অনুরাগীরা তাঁর টুইটার ঘেঁটে দেখতে শুরু করেছিলেন ৷ আর তাতেই বিপত্তি ৷ 2012 সালের বর্ণবিদ্বেষ এবং যৌনতামূলক পুরানো টুইট ভাইরাল হয়ে যায় নিমেষে ৷ বিষয়টি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নজরে এলে অলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তোড়জোড় শুরু হয়ে যায় ৷ শোনা গিয়েছিল 10 জুন থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়তে পারেন এই পেসার ৷ জরিমানাও হতে পারে ৷ তার থেকেও বড় শাস্তি জুটল তাঁর ভাগ্যে ৷

আরও পড়ুন : WTC Final 2021 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি রাহানের অ্যাসিড টেস্ট ?

অলি যখন টুইটটি করেছিলেন তখন তাঁর বয়স ছিল 18 বছর ৷ কমবয়সে এমন বিতর্কিত টুইট করায় নিজেও অনুতপ্ত তিনি ৷ বিতর্ক শুরু হলে এর জন্য ক্ষমাও চেয়ে নেন ৷ কিন্তু তাতে কাজ হল না ৷ ইসিবি জানিয়েছে, যেকোনও বৈষম্যের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি নিয়ে চলে ৷ তবে ব্রিটেনে কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, অলিকে শুধুমাত্র মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিতে পারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ৷ কিন্তু সেদিকে না হেঁটে সদ্য জাতীয় দলে পা রাখা প্রতিভাবান এই বোলারকে ভালোমতো শাস্তি দিল ইসিবি ৷

Last Updated : Jun 7, 2021, 7:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.