ETV Bharat / sports

India vs England: পোপের ব্য়াটে ভর করে ভারতকে টপকে গেল ইংল্য়ান্ড - ওলি পোপ

শুক্রবার দিনের শুরুটা ভারতের হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ম্য়াচের রাশ নিজেদের হাতে নেয় ইংল্য়ান্ড ব্য়াটসম্য়ানরা ৷ ওলি পোপের দুরন্ত হাফ-সেঞ্চুরিতে ম্য়াচে ফেরে ইংল্য়ান্ড ৷

Ind-Eng test
IndvsEng
author img

By

Published : Sep 3, 2021, 8:10 PM IST

লন্ডন, 3 সেপ্টেম্বর: 62 রানে পাঁচ উইকেট তুলে নিয়েও জো রুটদের বাগে আনতে পারল না কোহলি অ্য়ান্ড কোং ৷ ওলি পোপ ও জনি বেয়ারস্টোর দুরন্ত ব্য়াটে ঘুরে দাঁড়াল ইংল্য়ান্ড ৷ তারপর মাত্র এক উইকেট হারিয়ে ভারতের রান টপকে গেল ইংল্য়ান্ড ৷ 61.4 ওভারে ভারতের 191 রান টপকে যায় রুট-বাহিনী ৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোপ 64 ও মইন আলি 18 রানে ব্য়াট করছেন ৷

ষষ্ঠ উইকেটে বেয়ারস্টো ও পোপের 89 রানের পার্টনারশিপে ম্য়াচে কামব্য়াক করে ইংল্য়ান্ড ৷ বেয়ারস্টো ব্য়ক্তিগত 37 রানে প্য়াভিলিয়নে ফিরলেও দুরন্ত হাফ-সেঞ্চুরি করে দলকে টানেন পোপ ৷ বেয়ারস্টো আউট হলেও সপ্তম উইকেটে মইন আলিকে নিয়ে লড়াই করে চলেছেন ৷ টেস্টে এদিন তাঁর ষষ্ঠ হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইংল্য়ান্ডের এই মিডল অর্ডার ব্য়াটসম্য়ান ৷ ইংরেজ উইকেটকিপার-ব্য়াটসম্য়ান বেয়ারস্টোকে ফেরান মহম্মদ সিরাজ ৷

শুক্রবার ম্য়াচের দ্বিতীয় দিনের শুরুটা অবশ্য় দারুণ করেছিল ভারত ৷ শুরুতেই দু'উইকেট তুলে নিয়ে ইংল্য়ান্ডকে ব্য়াকফুটে ঠেলে দিয়েছিলেন উমেশ যাদব ৷ নিজের প্রথম ওভারেই ক্রেগ ওভারটনকে প্য়াভিলিয়নের রাস্তা দেখান বিদর্ভের এই বোলার ৷ গতদিনের ব্য়ক্তিগত এক রানেই আউট হন ওভারটন ৷ তারপর তিন নম্বরে ব্য়াট করতে নামা ডেভিড মালানও যাদবের শিকার হন ৷ ব্য়ক্তিগত 31 রানে ইশান্ত শর্মার হাতে ক্য়াচ দিয়ে প্য়াভিলিয়নের রাস্তা ধরেন মালান ৷ কিন্তু এর পর পোপ ও বেয়ারস্টোর দুরন্ত লড়াইয়ে ম্য়াচে ফেরে ইংল্য়ান্ড ৷

দিনের শুরুতেই এদিন দু' উইকেট তুলে নিয়ে টেস্ট ক্রিকেটে দেড়শো উইকেটের মাইলস্টোন টপকে যান ভারতের এই ডানহাতি পেসার ৷ ভারতের ষষ্ঠ পেসার হিসেবে টেস্টে 150 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন উমেশ ৷ এর আগে ভারতের পেস বেলার হিসেবে টেস্টে দেড়শো উইকেটের মাইলস্টোন টপকেছেন কপিল দেব, জাভাগল শ্রীনাথ, জাহির খান, ইশান্ত শর্মা ও মহম্মদ শামি ৷

লন্ডন, 3 সেপ্টেম্বর: 62 রানে পাঁচ উইকেট তুলে নিয়েও জো রুটদের বাগে আনতে পারল না কোহলি অ্য়ান্ড কোং ৷ ওলি পোপ ও জনি বেয়ারস্টোর দুরন্ত ব্য়াটে ঘুরে দাঁড়াল ইংল্য়ান্ড ৷ তারপর মাত্র এক উইকেট হারিয়ে ভারতের রান টপকে গেল ইংল্য়ান্ড ৷ 61.4 ওভারে ভারতের 191 রান টপকে যায় রুট-বাহিনী ৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোপ 64 ও মইন আলি 18 রানে ব্য়াট করছেন ৷

ষষ্ঠ উইকেটে বেয়ারস্টো ও পোপের 89 রানের পার্টনারশিপে ম্য়াচে কামব্য়াক করে ইংল্য়ান্ড ৷ বেয়ারস্টো ব্য়ক্তিগত 37 রানে প্য়াভিলিয়নে ফিরলেও দুরন্ত হাফ-সেঞ্চুরি করে দলকে টানেন পোপ ৷ বেয়ারস্টো আউট হলেও সপ্তম উইকেটে মইন আলিকে নিয়ে লড়াই করে চলেছেন ৷ টেস্টে এদিন তাঁর ষষ্ঠ হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইংল্য়ান্ডের এই মিডল অর্ডার ব্য়াটসম্য়ান ৷ ইংরেজ উইকেটকিপার-ব্য়াটসম্য়ান বেয়ারস্টোকে ফেরান মহম্মদ সিরাজ ৷

শুক্রবার ম্য়াচের দ্বিতীয় দিনের শুরুটা অবশ্য় দারুণ করেছিল ভারত ৷ শুরুতেই দু'উইকেট তুলে নিয়ে ইংল্য়ান্ডকে ব্য়াকফুটে ঠেলে দিয়েছিলেন উমেশ যাদব ৷ নিজের প্রথম ওভারেই ক্রেগ ওভারটনকে প্য়াভিলিয়নের রাস্তা দেখান বিদর্ভের এই বোলার ৷ গতদিনের ব্য়ক্তিগত এক রানেই আউট হন ওভারটন ৷ তারপর তিন নম্বরে ব্য়াট করতে নামা ডেভিড মালানও যাদবের শিকার হন ৷ ব্য়ক্তিগত 31 রানে ইশান্ত শর্মার হাতে ক্য়াচ দিয়ে প্য়াভিলিয়নের রাস্তা ধরেন মালান ৷ কিন্তু এর পর পোপ ও বেয়ারস্টোর দুরন্ত লড়াইয়ে ম্য়াচে ফেরে ইংল্য়ান্ড ৷

দিনের শুরুতেই এদিন দু' উইকেট তুলে নিয়ে টেস্ট ক্রিকেটে দেড়শো উইকেটের মাইলস্টোন টপকে যান ভারতের এই ডানহাতি পেসার ৷ ভারতের ষষ্ঠ পেসার হিসেবে টেস্টে 150 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন উমেশ ৷ এর আগে ভারতের পেস বেলার হিসেবে টেস্টে দেড়শো উইকেটের মাইলস্টোন টপকেছেন কপিল দেব, জাভাগল শ্রীনাথ, জাহির খান, ইশান্ত শর্মা ও মহম্মদ শামি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.