ETV Bharat / sports

Ravichandran Ashwin: ওয়ান-ডে ক্রিকেটে বদলেছে স্পিন বোলিংয়ের চরিত্র, প্রত্যাবর্তনে জানালেন অশ্বিন - আইসিসি বিশ্বকাপ

Ravichandran Ashwin ODI Comeback: ভারতের ওয়ান-ডে দলের রূপরেখায় ফের ঢুকে পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তাও আবার বিশ্বকাপের 2 সপ্তাহ আগে ৷ এই পরিস্থিতিতে ভারতীয় দলে ফিরে কীভাবে নিজেকে মানিয়ে নেবেন তিনি ? কী করবেন নিজেকে নতুন করে দলের পাকাপাকি সদস্য করতে ?

Ravichandran Ashwin
ওয়ান-ডে ক্রিকেটে বদলেছে স্পিন বোলিংয়ের চরিত্র
author img

By ANI

Published : Sep 22, 2023, 2:19 PM IST

মোহালি, 22 সেপ্টেম্বর: আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনম্যাচের সিরিজের প্রথম ওয়ান-ডে খেলতে নামছে ভারত ৷ মোহালির পাটা উইকেটে নামবে ভারত ৷ বিশ্বকাপের আগে এই সিরিজেই ভারতের ওয়ান-ডে দলে প্রত্যাবর্তন করছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ প্রত্যাবর্তনে ক্রিকেটের সীমিত ওভারের এই ফরম্যাট নিয়ে অশ্বিন জানালেন, ওডিআই-তে স্পিন বোলিং শুধুমাত্র বল স্পিন করানোর খেলা নয় ৷ এখন ওয়ান-ডে ক্রিকেটে কোন অ্যাংগেল থেকে বল স্পিন হচ্ছে ? সেটাও গুরুত্বপূর্ণ ৷

আজকের সম্ভাব্য একাদশে অশ্বিনকে অটোমেটিক চয়েস হিসেবেই ধরা হচ্ছে ৷ অন্তত অক্ষর প্যাটেল ফিট না হলে, বিশ্বকাপে তাঁকে দলে সামিল করতে হলে, এই সিরিজের তিনম্যাচে অভিজ্ঞ অফ স্পিনারকে দেখে নিতেই হবে টিম ম্যানেজমেন্টের ৷ আর সেক্ষেত্রে অশ্বিনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোহালির উইকেট ৷ মরশুমের শুরুতে মোহালির ফ্রেশ উইকেটে অজিদের সামনে উইকেট তোলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাঁর সামনে ৷ আর তাই প্রত্যাবর্তনে কী বিশেষত্ব আনছেন অশ্বিন ? যা তাঁকে এই সিরিজে সাফল্য এনে দিতে পারে ৷

বিসিসিআই টিভি-কে অফ স্পিনার বলেন, ‘‘এটা আমার কাছে বড় একটা সুযোগ ৷ আমি নতুন কিছু নিয়ে আসছি ক্রিকেট মাঠে ৷ যেটা আমার ক্ষেত্রেও একেবারে নতুন হতে চলেছে ৷ আমি বিভিন্ন দিক থেকে আমার বোলিং নিয়ে কাজ করেছিল ৷ কারণ, ওয়ান-ডে ক্রিকেটে এখন আর শুধুমাত্র বল স্পিন করালেই হয় না ৷ স্পিন করানো অ্যাংগেল বা কোণ ও অন্যান্য বিষয়ও খুব জরুরি হয়ে পড়েছে ৷’’

আরও পড়ুন: ‘ব্লু-প্রিন্ট কষেই বিশ্রামে রোহিত-কোহলি’, বিশ্বকাপের আগে বড় বার্তা দ্রাবিড়ের

উল্লেখ্য, ভারতীয় দলে নির্বাচন হওয়া আগে এনসিএ-তে রাউন্ড দ্য-উইকেট বল করতে দেখা গিয়েছিল অশ্বিনকে ৷ রাউন্ড দ্য-উইকেটে বল অফ-স্টাম্পের বাইরে থেকে ভিতরে স্পিন করাচ্ছিলেন অশ্বিন ৷ তবে শুধু স্পিন নয়, সেই সঙ্গে নতুন সংযোজন ছিল বলের ‘ড্রিফট’ ৷ সেই ‘ড্রিফট’-এর সঙ্গে বলের স্পিন আজকের ম্যাচে দেখার অপেক্ষায় সকলে ৷ তবে, ভারতীয় ক্রিকেট এবং দলের প্রতি অশ্বিনের ভালোবাসা কতটা ? সেটাও জানিয়েছেন তিনি ৷

রবিচন্দ্রন অশ্বিন বলেন, ‘‘ভারতীয় ক্রিকেট আমার খুব হৃদয়ের কাছে রয়েছে ৷ আমি ট্যাটু করানোর লোক নই ৷ কিন্তু, আমার হৃদয়ে সারাজীবন ভারতীয় দলের ট্যাটু থেকে যাবে ৷ আমি এই দলের সঙ্গে থাকি বা না থাকি, সবসময় একটা ইতিবাচক পরিবেশে খেলতে এবং অপরের খেলা দেখতে পছন্দ করি ৷ সেখানে যদি নিজের অবদান রাখার সুযোগ পাই, তবে একশো শতাংশ উজার করে দিতে তৈরি ৷’’ উল্লেখ্য, গতকাল সাংবাদিক বৈঠকে রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, অশ্বিন সবসময়ই টিম ম্যানেজমেন্টের ওয়ান-ডে ভাবনায় ছিলেন ৷

মোহালি, 22 সেপ্টেম্বর: আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনম্যাচের সিরিজের প্রথম ওয়ান-ডে খেলতে নামছে ভারত ৷ মোহালির পাটা উইকেটে নামবে ভারত ৷ বিশ্বকাপের আগে এই সিরিজেই ভারতের ওয়ান-ডে দলে প্রত্যাবর্তন করছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ প্রত্যাবর্তনে ক্রিকেটের সীমিত ওভারের এই ফরম্যাট নিয়ে অশ্বিন জানালেন, ওডিআই-তে স্পিন বোলিং শুধুমাত্র বল স্পিন করানোর খেলা নয় ৷ এখন ওয়ান-ডে ক্রিকেটে কোন অ্যাংগেল থেকে বল স্পিন হচ্ছে ? সেটাও গুরুত্বপূর্ণ ৷

আজকের সম্ভাব্য একাদশে অশ্বিনকে অটোমেটিক চয়েস হিসেবেই ধরা হচ্ছে ৷ অন্তত অক্ষর প্যাটেল ফিট না হলে, বিশ্বকাপে তাঁকে দলে সামিল করতে হলে, এই সিরিজের তিনম্যাচে অভিজ্ঞ অফ স্পিনারকে দেখে নিতেই হবে টিম ম্যানেজমেন্টের ৷ আর সেক্ষেত্রে অশ্বিনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোহালির উইকেট ৷ মরশুমের শুরুতে মোহালির ফ্রেশ উইকেটে অজিদের সামনে উইকেট তোলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাঁর সামনে ৷ আর তাই প্রত্যাবর্তনে কী বিশেষত্ব আনছেন অশ্বিন ? যা তাঁকে এই সিরিজে সাফল্য এনে দিতে পারে ৷

বিসিসিআই টিভি-কে অফ স্পিনার বলেন, ‘‘এটা আমার কাছে বড় একটা সুযোগ ৷ আমি নতুন কিছু নিয়ে আসছি ক্রিকেট মাঠে ৷ যেটা আমার ক্ষেত্রেও একেবারে নতুন হতে চলেছে ৷ আমি বিভিন্ন দিক থেকে আমার বোলিং নিয়ে কাজ করেছিল ৷ কারণ, ওয়ান-ডে ক্রিকেটে এখন আর শুধুমাত্র বল স্পিন করালেই হয় না ৷ স্পিন করানো অ্যাংগেল বা কোণ ও অন্যান্য বিষয়ও খুব জরুরি হয়ে পড়েছে ৷’’

আরও পড়ুন: ‘ব্লু-প্রিন্ট কষেই বিশ্রামে রোহিত-কোহলি’, বিশ্বকাপের আগে বড় বার্তা দ্রাবিড়ের

উল্লেখ্য, ভারতীয় দলে নির্বাচন হওয়া আগে এনসিএ-তে রাউন্ড দ্য-উইকেট বল করতে দেখা গিয়েছিল অশ্বিনকে ৷ রাউন্ড দ্য-উইকেটে বল অফ-স্টাম্পের বাইরে থেকে ভিতরে স্পিন করাচ্ছিলেন অশ্বিন ৷ তবে শুধু স্পিন নয়, সেই সঙ্গে নতুন সংযোজন ছিল বলের ‘ড্রিফট’ ৷ সেই ‘ড্রিফট’-এর সঙ্গে বলের স্পিন আজকের ম্যাচে দেখার অপেক্ষায় সকলে ৷ তবে, ভারতীয় ক্রিকেট এবং দলের প্রতি অশ্বিনের ভালোবাসা কতটা ? সেটাও জানিয়েছেন তিনি ৷

রবিচন্দ্রন অশ্বিন বলেন, ‘‘ভারতীয় ক্রিকেট আমার খুব হৃদয়ের কাছে রয়েছে ৷ আমি ট্যাটু করানোর লোক নই ৷ কিন্তু, আমার হৃদয়ে সারাজীবন ভারতীয় দলের ট্যাটু থেকে যাবে ৷ আমি এই দলের সঙ্গে থাকি বা না থাকি, সবসময় একটা ইতিবাচক পরিবেশে খেলতে এবং অপরের খেলা দেখতে পছন্দ করি ৷ সেখানে যদি নিজের অবদান রাখার সুযোগ পাই, তবে একশো শতাংশ উজার করে দিতে তৈরি ৷’’ উল্লেখ্য, গতকাল সাংবাদিক বৈঠকে রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, অশ্বিন সবসময়ই টিম ম্যানেজমেন্টের ওয়ান-ডে ভাবনায় ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.