ETV Bharat / sports

ICC World Cup 2023: ধোনির মতো ম্যাচ-রিডিং ক্ষমতা কারও নেই, মত বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়কের ছোটবেলার বন্ধুর

MSD's Childhood Friend Shabbir Hussain on His Match Reading Ability: ক্রিকেট বিশ্বকাপের আসর বসেছে ভারতের মাটিতে ৷ আর 12 বছর আগের বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ককে নিয়ে আলোচনা হবে না, তা হতে পারে না ৷ ইটিভি ভারতের রাজেশ কুমার সিং ধোনির ছোটবেলার বন্ধু সাব্বিরের সঙ্গে বিশেষ আলাপচারিতায় শুনলেন সেই সব কথা ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 5:54 PM IST

রাঁচি, 6 অক্টোবর: চলতি ক্রিকেট বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলকে নিয়ে আশায় বুক বাঁধছে ভারতীয় অনুরাগীরা ৷ অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞও ভারতের সম্ভাবনা নিয়ে নিজেদের মত প্রকাশ করেছেন ৷ তেমনি 2011 বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছোটবেলার বন্ধু সাব্বির হুসেনও এই বিশ্বকাপ নিয়ে নিজের মত প্রকাশ করলেন ৷ ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ভারতের বিশ্বকাপ অভিযান নিয়ে কথা বললেন তিনি ৷

হুসেন প্রথমেই ক্রিকেটের প্রতি ধোনির আবেগ নিয়ে কথা বলেন ৷ তিনি জানান, ধোনি ভারতের হয়ে খেলা প্রতিটি ম্যাচে সমান আবেগ এবং একাগ্রতা নিয়ে খেলেছেন ৷ তাঁর মতে, ‘‘মহেন্দ্র সিং ধোনির তুলনা কারও সঙ্গে করা যায় না ৷ ভারতের অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁরা কেরিয়ারের শুরুতে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেননি বা দেন না ৷ কিন্তু, সেখানেই ধোনি সবার থেকে আলাদা ৷ ঘরোয়া ক্রিকেটে ধোনি সব ম্যাচ সমান গুরুত্ব দিয়ে খেলতেন ৷ এমনকী আইপিএল জেতার আগেই পায়ে চোট পেয়েছিলেন ৷ কিন্তু, খেতাব জয়ের আগে পর্যন্ত দলকে ছেড়ে আসেননি ৷ আইপিএল ট্রফি জিতে তারপরেই হাঁটুর অস্ত্রোপচার করিয়েছিলেন ৷ ক্রিকেটের প্রতি এমন আবেগ কারও মধ্যে দেখা যায় না ৷’’

আর ভারতীয় দলের সম্ভাবনা নিয়ে সাব্বির হুসেনের মত, ‘‘ভারত এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার ৷ কারণ, ভারতীয় দল অনেক গোছানো ৷ তবে, বিসিসিআই এই দলের সঙ্গে মহেন্দ্র সিং ধোনিকে জুড়ে দিতে পারত ৷ তাঁর অভিজ্ঞতা ভারতকে অনেক সাহায্য করত ৷ আর ভারতের বিশ্বকাপ অভিযানে কে সেরা পারফর্মার হবেন, সেটা এখনই বলা কঠিন ৷ কারণ, ভারতীয় দলের সবাই এখন ফর্মে রয়েছেন ৷’’

আরও পড়ুন: শুভমনের অসুস্থতায় বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই নজরে রিজার্ভ বেঞ্চ

তবে, ভারতের বিশ্বকাপ অভিযানের থেকেও, সাব্বির হুসেনের আগ্রহ এদিন মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর রেকর্ড নিয়ে বেশি নজরে এসেছে ৷ সেই প্রসঙ্গে তিনি স্কুল ক্রিকেটে তাঁর সঙ্গে ধোনির রেকর্ড পার্টনারশিপের কথা তুলে ধরেন ৷ কেভি হিনু ট্রফিতে সাব্বির এবং ধোনি 376 রানের পার্টনারশিপ করেছিলেন ৷ যে ম্যাচে ধোনি ওপেন করতে নেমেছিলেন ৷

রাঁচি, 6 অক্টোবর: চলতি ক্রিকেট বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলকে নিয়ে আশায় বুক বাঁধছে ভারতীয় অনুরাগীরা ৷ অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞও ভারতের সম্ভাবনা নিয়ে নিজেদের মত প্রকাশ করেছেন ৷ তেমনি 2011 বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছোটবেলার বন্ধু সাব্বির হুসেনও এই বিশ্বকাপ নিয়ে নিজের মত প্রকাশ করলেন ৷ ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ভারতের বিশ্বকাপ অভিযান নিয়ে কথা বললেন তিনি ৷

হুসেন প্রথমেই ক্রিকেটের প্রতি ধোনির আবেগ নিয়ে কথা বলেন ৷ তিনি জানান, ধোনি ভারতের হয়ে খেলা প্রতিটি ম্যাচে সমান আবেগ এবং একাগ্রতা নিয়ে খেলেছেন ৷ তাঁর মতে, ‘‘মহেন্দ্র সিং ধোনির তুলনা কারও সঙ্গে করা যায় না ৷ ভারতের অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁরা কেরিয়ারের শুরুতে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেননি বা দেন না ৷ কিন্তু, সেখানেই ধোনি সবার থেকে আলাদা ৷ ঘরোয়া ক্রিকেটে ধোনি সব ম্যাচ সমান গুরুত্ব দিয়ে খেলতেন ৷ এমনকী আইপিএল জেতার আগেই পায়ে চোট পেয়েছিলেন ৷ কিন্তু, খেতাব জয়ের আগে পর্যন্ত দলকে ছেড়ে আসেননি ৷ আইপিএল ট্রফি জিতে তারপরেই হাঁটুর অস্ত্রোপচার করিয়েছিলেন ৷ ক্রিকেটের প্রতি এমন আবেগ কারও মধ্যে দেখা যায় না ৷’’

আর ভারতীয় দলের সম্ভাবনা নিয়ে সাব্বির হুসেনের মত, ‘‘ভারত এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার ৷ কারণ, ভারতীয় দল অনেক গোছানো ৷ তবে, বিসিসিআই এই দলের সঙ্গে মহেন্দ্র সিং ধোনিকে জুড়ে দিতে পারত ৷ তাঁর অভিজ্ঞতা ভারতকে অনেক সাহায্য করত ৷ আর ভারতের বিশ্বকাপ অভিযানে কে সেরা পারফর্মার হবেন, সেটা এখনই বলা কঠিন ৷ কারণ, ভারতীয় দলের সবাই এখন ফর্মে রয়েছেন ৷’’

আরও পড়ুন: শুভমনের অসুস্থতায় বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই নজরে রিজার্ভ বেঞ্চ

তবে, ভারতের বিশ্বকাপ অভিযানের থেকেও, সাব্বির হুসেনের আগ্রহ এদিন মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর রেকর্ড নিয়ে বেশি নজরে এসেছে ৷ সেই প্রসঙ্গে তিনি স্কুল ক্রিকেটে তাঁর সঙ্গে ধোনির রেকর্ড পার্টনারশিপের কথা তুলে ধরেন ৷ কেভি হিনু ট্রফিতে সাব্বির এবং ধোনি 376 রানের পার্টনারশিপ করেছিলেন ৷ যে ম্যাচে ধোনি ওপেন করতে নেমেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.