দুবাই, 3 নভেম্বর : আফগানদের বিরুদ্ধে মাঠে নামার আগে দুবাইয়ে নিউজিল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচে নজর ছিল বিরাটদের ৷ কারণ স্কটিশরা কোনওভাবে অঘটন ঘটালে টি-20 বিশ্বকাপে নতুন করে অক্সিজেন পেত টিম ইন্ডিয়া ৷ বাস্তবে সেটা না হলেও উইলিয়ামসনদের বিরুদ্ধে এদিন যথেষ্ট লড়াই করে হারল স্কটিশরা ৷ নিউজিল্যান্ডের দেওয়া 171 রানের লক্ষ্যমাত্রা তাড়া করে 156 রানে আটকে গেল তারা ৷
কাজে এল না মাইকেন লিস্কের 20 বলে 42 রানের ক্যামিও ইনিংস ৷ মার্টিন গাপটিলের 56 বলে 93 রানের বিধ্বংসী ইনিংসের সৌজন্যে এদিন প্রথমে ব্যাট করে 170 রান তোলে 'ব্ল্যাক ক্যাপস' ৷ বিধ্বংসী ইনিংস খেলার পথে এদিন আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 3 হাজার রান পূর্ণ করেন এই ওপেনিং ব্যাটার ৷ কিউয়ি ওপেনিং ব্যাটারের ঝোড়ো ইনিংসে এদিন ছিল 6টি চার এবং 7টি ছয় ৷
আরও পড়ুন : নামিবিয়াকে পর্যুদস্ত করে সেমিফাইনালে পাকিস্তান
জবাবে ঝড়ের গতিতে রান তোলা শুরু করে স্কটল্যান্ড ৷ কিন্তু 15.4 ওভারে 106 রানে 5 উইকেট হারানো স্কটিশরা লিস্কের ব্যাটে শেষ চেষ্টা করেও ব্যর্থ হয় ৷ 20 ওভারে 5 উইকেট হারিয়ে 156 রানে আটকে যায় কোয়েটজারের দল ৷ 3টি চার, 3টি ছয়ে 20 বলে 42 রানে অপরাজিত থেকে যান লিস্ক ৷ টানা 2 ম্যাচ জিতে শেষ চারের দিকে এক ধাপ এগল কিউয়িরা ৷