ETV Bharat / sports

WTC Final : ফিরলেন উইলিয়ামসন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধে দল ঘোষণা নিউজ়িল্যান্ডের - ভারতের বিরুদ্ধে কতটা শক্তিশালী নিউজ়িল্যান্ড দল ?

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 দলে ডাক পেয়েছেন ডাগ বার্সওয়েল, জেকব ডাফি, ডারেল মিচেল, রাচিন রবীন্দ্রর ও মিচেল স্যান্টনার ৷ তাই ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে নেই তাঁরা ৷

নিউজ়িল্যান্ড দল
নিউজ়িল্যান্ড দল
author img

By

Published : Jun 15, 2021, 1:07 PM IST

সাউদাম্পটন, 15 জুন : আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য 15 সদস্যের দল ঘোষণা করে দিল নিউজ়িল্যান্ড ক্রিকেট বোর্ড ৷ দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও উইকেটরক্ষক বিজে ওয়াটলিং ৷ এছাড়া দলে জায়গা পেয়েছেন স্পেশালিস্ট স্পিনার অজাজ প্যাটেল ৷

চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ টেস্টে প্রথম এগারোতে ছিলেন না উইলিয়ামসন ও ওয়াটলিং ৷ যদিও তাতে সিরিজ় জেতা আটকায়নি কিউয়িদের ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 দলে ডাক পেয়েছেন ডাগ বার্সওয়েল, জেকব ডাফি, ডারেল মিচেল, রাচিন রবীন্দ্রর ও মিচেল স্যান্টনার ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে নেই ৷

নিউজ়িল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেন, ‘‘আমরা আজাজকে দলে নিয়েছি ৷ এজবাস্টনে দারুন বোলিংয়ের পুরস্কার পেল আজাজ ৷ আমরা আশাবাদী অ্যাজ়েস বোলে আজাজ একটি বড় ভূমিকা নিতে চলেছে ৷’’

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন আজাজ প্যাটেল ৷ ম্যাচে চারটি উইকেট নিয়েছিলেন তিনি ৷ এছাড়া অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকে রাখা হয়েছে 15 সদস্যের দলে ৷

এক নজরে নিউজ়িল্যান্ডের 15 সদস্যের দল-

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম বান্ডেল, ডেভন কনওয়ে, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, টিম সাউদি, রস টেলর, নেল ওয়াগনার, বিজে ওয়াটলিং ও উইল ইয়ং ৷

সাউদাম্পটন, 15 জুন : আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য 15 সদস্যের দল ঘোষণা করে দিল নিউজ়িল্যান্ড ক্রিকেট বোর্ড ৷ দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও উইকেটরক্ষক বিজে ওয়াটলিং ৷ এছাড়া দলে জায়গা পেয়েছেন স্পেশালিস্ট স্পিনার অজাজ প্যাটেল ৷

চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ টেস্টে প্রথম এগারোতে ছিলেন না উইলিয়ামসন ও ওয়াটলিং ৷ যদিও তাতে সিরিজ় জেতা আটকায়নি কিউয়িদের ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 দলে ডাক পেয়েছেন ডাগ বার্সওয়েল, জেকব ডাফি, ডারেল মিচেল, রাচিন রবীন্দ্রর ও মিচেল স্যান্টনার ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে নেই ৷

নিউজ়িল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেন, ‘‘আমরা আজাজকে দলে নিয়েছি ৷ এজবাস্টনে দারুন বোলিংয়ের পুরস্কার পেল আজাজ ৷ আমরা আশাবাদী অ্যাজ়েস বোলে আজাজ একটি বড় ভূমিকা নিতে চলেছে ৷’’

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন আজাজ প্যাটেল ৷ ম্যাচে চারটি উইকেট নিয়েছিলেন তিনি ৷ এছাড়া অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকে রাখা হয়েছে 15 সদস্যের দলে ৷

এক নজরে নিউজ়িল্যান্ডের 15 সদস্যের দল-

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম বান্ডেল, ডেভন কনওয়ে, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, টিম সাউদি, রস টেলর, নেল ওয়াগনার, বিজে ওয়াটলিং ও উইল ইয়ং ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.