ETV Bharat / sports

Bangladesh vs New Zealand 2nd Test : দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র নিউজিল্যান্ডের, টেলরের কেরিয়ারের মধুরেণ সমাপয়েৎ

author img

By

Published : Jan 11, 2022, 11:42 AM IST

Updated : Jan 11, 2022, 12:42 PM IST

বাংলাদেশকে এক ইনিংস এবং 117 রানে হারিয়ে সিরিজ ড্র করল নিউজিল্যান্ড (New Zealand Wins the 2nd test vs Bangladesh ) ৷ একইসঙ্গে উইকেট শিকার করে হাসিমুখে নিজের দীর্ঘ কেরিয়ার শেষ করলেন রস টেলর ৷

Bangladesh vs New Zealand 2nd Test
সিরিজে সমতা ফেরাল দল, মধুরেন সমাপয়েৎ রসের কেরিয়ার

ক্রাইস্টচার্চ, 11 জানুয়ারি : প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠের হারের বদলা দ্বিতীয় ম্যাচেই নিল নিউজিল্যান্ড ৷ বাংলাদেশকে এক ইনিংস এবং 117 রানে হারিয়ে সিরিজ ড্র করল তারা (New Zealand Wins the 2nd test vs Bangladesh and draw the series )৷ একইসঙ্গে মঙ্গলবার এক দীর্ঘ কেরিয়ার শেষে নিজের ব্যাট তুলে রাখলেন রস টেলর (Ross Taylor Retires) ৷ জয় নিয়ে শুধু যে হাসি মুখে মাঠ ছাড়লেন তাই নয়, বল হাতে তুলে নিলেন একটি উইকেটও ৷

ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসেই 526 রানের বিশাল পাহাড় করে লিটন দাসেদের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিয়েছিলেন টম লাথাম এবং ডেভন কনওয়েরা ৷ একদিকে একাই দলের প্রায় অর্ধেক রান করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে 252 রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন লাথাম ৷ তেমনি অন্যদিকে 109 রানের ইনিংস যোগ্য সঙ্গত দিয়েছিলেন কনওয়েও ৷ যদিও নিজের শেষ টেস্টে ব্যাট হাতে তেমন বড় যোগদান রাখতে পারেননি রস টেলর ৷ 28 রান করেই এবাদতের বলে সরিফুলের হাতে ক্যাচ দেন তিনি ৷

তবে ব্যাট হাতে না হলেও বল হাতে ক্রিকেটের দুই কিংবদন্তীর সঙ্গে এক তালিকায় নিজের নাম তুলে ফেললেন তিনি ৷ মাত্র তিন বল হাত ঘুরিয়েই মঙ্গলবার এবাদত হোসনকে সাজঘরে ফিরিয়ে দেন রস ৷ আর তার সঙ্গেই 278 রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস ৷ প্রথম ইনিংসে 126 রানে আত্মসমর্পণ করার পর দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় বাংলা টাইগাররা ৷

আরও পড়ুন : ঘরোয়া মরসুম শেষেই অবসর, ঘোষণা রস টেলরের

টেস্টে উইকেট শিকার করে ক্রিকেট জীবন শেষ করার কৃতিত্ব এর আগে অর্জন করেছেন মাত্র দু‘জন ক্রিকেটার ৷ তাঁদের একজন হলেন মুথাইয়া মুরলীধরণ এবং অন্যজন গ্লেন ম্যাকগ্রাথ ৷ নিজের ক্রিকেট কেরিয়ারে মোট 112টি টেস্ট খেলেছেন রস, সংগ্রহ করেছেন 7683 রান ৷ যার মধ্যে রয়েছে 19টি শতরান ও 35টি অর্ধশতরান ৷ এছাড়া টেস্ট জীবনে তিনি শিকার করেছেন তিনটি উইকেট ৷

ক্রাইস্টচার্চ, 11 জানুয়ারি : প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠের হারের বদলা দ্বিতীয় ম্যাচেই নিল নিউজিল্যান্ড ৷ বাংলাদেশকে এক ইনিংস এবং 117 রানে হারিয়ে সিরিজ ড্র করল তারা (New Zealand Wins the 2nd test vs Bangladesh and draw the series )৷ একইসঙ্গে মঙ্গলবার এক দীর্ঘ কেরিয়ার শেষে নিজের ব্যাট তুলে রাখলেন রস টেলর (Ross Taylor Retires) ৷ জয় নিয়ে শুধু যে হাসি মুখে মাঠ ছাড়লেন তাই নয়, বল হাতে তুলে নিলেন একটি উইকেটও ৷

ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসেই 526 রানের বিশাল পাহাড় করে লিটন দাসেদের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিয়েছিলেন টম লাথাম এবং ডেভন কনওয়েরা ৷ একদিকে একাই দলের প্রায় অর্ধেক রান করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে 252 রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন লাথাম ৷ তেমনি অন্যদিকে 109 রানের ইনিংস যোগ্য সঙ্গত দিয়েছিলেন কনওয়েও ৷ যদিও নিজের শেষ টেস্টে ব্যাট হাতে তেমন বড় যোগদান রাখতে পারেননি রস টেলর ৷ 28 রান করেই এবাদতের বলে সরিফুলের হাতে ক্যাচ দেন তিনি ৷

তবে ব্যাট হাতে না হলেও বল হাতে ক্রিকেটের দুই কিংবদন্তীর সঙ্গে এক তালিকায় নিজের নাম তুলে ফেললেন তিনি ৷ মাত্র তিন বল হাত ঘুরিয়েই মঙ্গলবার এবাদত হোসনকে সাজঘরে ফিরিয়ে দেন রস ৷ আর তার সঙ্গেই 278 রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস ৷ প্রথম ইনিংসে 126 রানে আত্মসমর্পণ করার পর দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় বাংলা টাইগাররা ৷

আরও পড়ুন : ঘরোয়া মরসুম শেষেই অবসর, ঘোষণা রস টেলরের

টেস্টে উইকেট শিকার করে ক্রিকেট জীবন শেষ করার কৃতিত্ব এর আগে অর্জন করেছেন মাত্র দু‘জন ক্রিকেটার ৷ তাঁদের একজন হলেন মুথাইয়া মুরলীধরণ এবং অন্যজন গ্লেন ম্যাকগ্রাথ ৷ নিজের ক্রিকেট কেরিয়ারে মোট 112টি টেস্ট খেলেছেন রস, সংগ্রহ করেছেন 7683 রান ৷ যার মধ্যে রয়েছে 19টি শতরান ও 35টি অর্ধশতরান ৷ এছাড়া টেস্ট জীবনে তিনি শিকার করেছেন তিনটি উইকেট ৷

Last Updated : Jan 11, 2022, 12:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.