ETV Bharat / sports

কোহলির কপালে ভাঁজ, ক্রাইস্টচার্চে অনিশ্চিত ইশান্ত - India vs Newzeland 2nd test

ক্রাইস্টচার্চ টেস্ট ম্যাচে হয়ত পাওয়া যাবে না ইশান্ত শর্মাকে ৷ গোড়ালির চোটের কারণে দ্বিতীয় টেস্টে নাও খেলতে পারেন দুরন্ত ফর্মে থাকা এই ফাস্ট বোলার ৷

Ishant Sharma
ইশান্ত
author img

By

Published : Feb 28, 2020, 2:57 PM IST

ক্রাইস্টচার্চ, 28 ফেব্রুয়ারি: টেস্ট সিরিজ়েও হোয়াইটওয়াশের খাঁড়া ঝুলছে ৷ ওয়েলিংটনে হারের পর ক্রাইস্টচার্চে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত ৷ তার মধ্যেই খারাপ খবর এল ভারতীয় শিবিরে ৷ চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যেতে পারেন ইশান্ত শর্মা ৷ তেমনটা হলে প্রথম একাদশে অন্তর্ভুক্তি হতে পারে উমেশ যাদবের ৷

নিউজ়িল্যান্ডে এইমুহূর্তে ভারতীয় পেস অ্যাটাকের প্রধান ভরসা ইশান্ত ৷ জসপ্রীত বুমরার অফ ফর্ম, ছন্দে পাওয়া যায়নি মহম্মদ শামিকেও ৷ তবে বেসিন রিজ়ার্ভে পাঁচটি উইকেট নিয়ে পেস ব্রিগেডের ব্যর্থতা একাই পুষিয়ে দিয়েছিলেন ইশান্ত ৷ প্রথম ইনিংসে 22.2 ওভার হাত ঘুরিয়ে 68 রান দিয়ে পাঁচটি উইকেট নেন ৷ তার মধ্যে 6 ওভার মেডেন নেন ৷ কিন্তু দ্বিতীয় ম্যাচের একদিন আগে ক্যাপ্টেন কোহলির কপালে ভাঁজ ফেলেছে ইশান্তের গোড়ালির চোট ৷

বুধবার ওয়েলিংটন টেস্ট শেষ হওয়ার পর থেকে অনুশীলনে দেখা যায়নি ইশান্তকে ৷ যদিও নেটে উপস্থিত ছিলেন তিনি ৷ শুক্রবার ম্যাচের আগের দিন বিরাটদের অনুশীলনেও দেখা যায়নি ইশান্তকে ৷ জানা গেছে, বৃহস্পতিবারই টিম ম্যানেজমেন্টকে গোড়ালির ব্যথার কথা জানিয়েছিলেন ৷ গোড়ালির পরীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷

ক্রাইস্টচার্চে পৃথ্বী শ-কে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় ছিল ৷ পায়ের গোড়ালি ফুলে গেছিল মুম্বইয়ের ব্যাটসম্যানের ৷ তবে হ্যাগলে ওভালে পৃথ্বী খেলবেন শনিবার তা স্পষ্ট করে দিয়েছেন কোচ রবি শাস্ত্রী ৷

ক্রাইস্টচার্চ, 28 ফেব্রুয়ারি: টেস্ট সিরিজ়েও হোয়াইটওয়াশের খাঁড়া ঝুলছে ৷ ওয়েলিংটনে হারের পর ক্রাইস্টচার্চে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত ৷ তার মধ্যেই খারাপ খবর এল ভারতীয় শিবিরে ৷ চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যেতে পারেন ইশান্ত শর্মা ৷ তেমনটা হলে প্রথম একাদশে অন্তর্ভুক্তি হতে পারে উমেশ যাদবের ৷

নিউজ়িল্যান্ডে এইমুহূর্তে ভারতীয় পেস অ্যাটাকের প্রধান ভরসা ইশান্ত ৷ জসপ্রীত বুমরার অফ ফর্ম, ছন্দে পাওয়া যায়নি মহম্মদ শামিকেও ৷ তবে বেসিন রিজ়ার্ভে পাঁচটি উইকেট নিয়ে পেস ব্রিগেডের ব্যর্থতা একাই পুষিয়ে দিয়েছিলেন ইশান্ত ৷ প্রথম ইনিংসে 22.2 ওভার হাত ঘুরিয়ে 68 রান দিয়ে পাঁচটি উইকেট নেন ৷ তার মধ্যে 6 ওভার মেডেন নেন ৷ কিন্তু দ্বিতীয় ম্যাচের একদিন আগে ক্যাপ্টেন কোহলির কপালে ভাঁজ ফেলেছে ইশান্তের গোড়ালির চোট ৷

বুধবার ওয়েলিংটন টেস্ট শেষ হওয়ার পর থেকে অনুশীলনে দেখা যায়নি ইশান্তকে ৷ যদিও নেটে উপস্থিত ছিলেন তিনি ৷ শুক্রবার ম্যাচের আগের দিন বিরাটদের অনুশীলনেও দেখা যায়নি ইশান্তকে ৷ জানা গেছে, বৃহস্পতিবারই টিম ম্যানেজমেন্টকে গোড়ালির ব্যথার কথা জানিয়েছিলেন ৷ গোড়ালির পরীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷

ক্রাইস্টচার্চে পৃথ্বী শ-কে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় ছিল ৷ পায়ের গোড়ালি ফুলে গেছিল মুম্বইয়ের ব্যাটসম্যানের ৷ তবে হ্যাগলে ওভালে পৃথ্বী খেলবেন শনিবার তা স্পষ্ট করে দিয়েছেন কোচ রবি শাস্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.