ETV Bharat / sports

IND vs NZ T20: মাউন্ট মংগানুইতে সূর্যোদয় ! কিউয়িদের বড় রানের টার্গেট টিম ইন্ডিয়ার - টিম সাউদি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 (New Zealand vs India 2nd T-20I) ম্যাচে সেঞ্চুরি করলেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav Scores 2nd Century) ৷ তাঁর ব্যাট ভর করে কিউয়িদের বড় রানের টার্গেট দিল ভারত ৷

new-zealand-vs-india-2nd-t-20i-surya-kumar-yadav-scores-2nd-century
new-zealand-vs-india-2nd-t-20i-surya-kumar-yadav-scores-2nd-century
author img

By

Published : Nov 20, 2022, 3:12 PM IST

Updated : Nov 20, 2022, 3:18 PM IST

মাউন্ট মংগানুই, 20 নভেম্বর: ওয়েলিংটনে সিরিজের প্রথম ম্যাচে থাবা বসিয়ে ছিল বৃষ্টি ৷ তবে মাউন্ট মংগানুইতে সিরিজের দ্বিতীয় ম্যাচে সূর্যোদয় ৷ প্রকৃতির সাহচর্যে সূর্যোদয় হল ভারতীয় ব্যাটারের ব্যাটে ৷ সেঞ্চুরি এল সূর্যকুমার যাদবের ব্যাটে (Surya Kumar Yadav Scores Century) ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে (New Zealand vs India 2nd T-20I) 49 বলে সেঞ্চুরি করলেন স্কাই ৷ 51 বলে 111 রানে অপরাজিত থাকেন তিনি ৷ আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে এটি দ্বিতীয় সেঞ্চুরি সূর্যকুমারের ৷ এদিন তাঁর ব্যাটে ভর করেই 6 উইকেট হারিয়ে 191 রান তুলেছে ভারত ৷ অন্যদিকে, শেষ ওভারে হ্যাটট্রিক করেন কিউয়ি মিডিয়াম পেসার টিম সাউদি (Tim Southee) ৷

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ ব্যাট হাতে স্বপ্নের ফর্ম জারি সূর্যকুমার যাদবের ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-20 কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করলেন তিনি ৷ তাঁর 111 রানের অপরাজিত ইনিংসে 11টি বাউন্ডারি ও 7টি ওভার বাউন্ডারি ছিল ৷ অন্যদিকে, ওপেন করতে নেমে 31 বলে 36 রানের ইনিংস খেলেন ঈশান কিষান ৷ তবে, বিশ্বকাপের পর দ্বিপাক্ষিক সিরিজেও ব্যর্থ হলেন ঋষভ পন্থ ৷ এদিন ঋষভকে ওপেন করতে পাঠায় টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, পাওয়ার প্লে-তে 13 বল খেলে মাত্র 6 রান করেন উইকেট-কিপার ব্যাটার ৷

আরও পড়ুন: আজ শুরু কাতার বিশ্বকাপ, কোথায়-কখন দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ ?

ভারতীয় দলে কামব্যাক করা শ্রেয়স আইয়ার এদিন 9 বলে 13 রান করেন ৷ অধিনায়ক হার্দিক 13 বলে 13 রান করেছেন ৷ কিউয়ি মিডিয়াম পেসার টিম সাউদি 20 তম ওভার করতে এসে হ্যাটট্রিক করেন ৷ হার্দিক, দীপক হুডা এবং ওয়াশিংটন সুন্দর তাঁর হ্যাটট্রিকের শিকার ৷ নিউজিল্যান্ডের হয়ে 49 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন লকি ফার্গুসন ৷ ইশ সোধি 1টি উইকেট নিয়েছেন ৷

মাউন্ট মংগানুই, 20 নভেম্বর: ওয়েলিংটনে সিরিজের প্রথম ম্যাচে থাবা বসিয়ে ছিল বৃষ্টি ৷ তবে মাউন্ট মংগানুইতে সিরিজের দ্বিতীয় ম্যাচে সূর্যোদয় ৷ প্রকৃতির সাহচর্যে সূর্যোদয় হল ভারতীয় ব্যাটারের ব্যাটে ৷ সেঞ্চুরি এল সূর্যকুমার যাদবের ব্যাটে (Surya Kumar Yadav Scores Century) ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে (New Zealand vs India 2nd T-20I) 49 বলে সেঞ্চুরি করলেন স্কাই ৷ 51 বলে 111 রানে অপরাজিত থাকেন তিনি ৷ আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে এটি দ্বিতীয় সেঞ্চুরি সূর্যকুমারের ৷ এদিন তাঁর ব্যাটে ভর করেই 6 উইকেট হারিয়ে 191 রান তুলেছে ভারত ৷ অন্যদিকে, শেষ ওভারে হ্যাটট্রিক করেন কিউয়ি মিডিয়াম পেসার টিম সাউদি (Tim Southee) ৷

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ ব্যাট হাতে স্বপ্নের ফর্ম জারি সূর্যকুমার যাদবের ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-20 কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করলেন তিনি ৷ তাঁর 111 রানের অপরাজিত ইনিংসে 11টি বাউন্ডারি ও 7টি ওভার বাউন্ডারি ছিল ৷ অন্যদিকে, ওপেন করতে নেমে 31 বলে 36 রানের ইনিংস খেলেন ঈশান কিষান ৷ তবে, বিশ্বকাপের পর দ্বিপাক্ষিক সিরিজেও ব্যর্থ হলেন ঋষভ পন্থ ৷ এদিন ঋষভকে ওপেন করতে পাঠায় টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, পাওয়ার প্লে-তে 13 বল খেলে মাত্র 6 রান করেন উইকেট-কিপার ব্যাটার ৷

আরও পড়ুন: আজ শুরু কাতার বিশ্বকাপ, কোথায়-কখন দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ ?

ভারতীয় দলে কামব্যাক করা শ্রেয়স আইয়ার এদিন 9 বলে 13 রান করেন ৷ অধিনায়ক হার্দিক 13 বলে 13 রান করেছেন ৷ কিউয়ি মিডিয়াম পেসার টিম সাউদি 20 তম ওভার করতে এসে হ্যাটট্রিক করেন ৷ হার্দিক, দীপক হুডা এবং ওয়াশিংটন সুন্দর তাঁর হ্যাটট্রিকের শিকার ৷ নিউজিল্যান্ডের হয়ে 49 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন লকি ফার্গুসন ৷ ইশ সোধি 1টি উইকেট নিয়েছেন ৷

Last Updated : Nov 20, 2022, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.