ETV Bharat / sports

NZ vs IND 1st T-20: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-20

author img

By

Published : Nov 18, 2022, 2:44 PM IST

Updated : Nov 18, 2022, 3:17 PM IST

বৃষ্টির কারণে ভেস্তে গেল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টি-20 ম্যাচ (New Zealand vs India 1st T20 Abandoned Without A Ball Bowl) ৷ লাগাতার বৃষ্টিতে এদিন টস করা যায়নি ৷ পরের ম্যাচে আগামী রবিবার ৷

new-zealand-vs-india-1st-t-20-abandoned-without-a-ball-bowl-in-wellington
new-zealand-vs-india-1st-t-20-abandoned-without-a-ball-bowl-in-wellington

ওয়েলিংটন, 18 নভেম্বর: অনবরত বৃষ্টিতে ভেস্তে গেল নিউজিল্যান্ড বনাম ভারত (New Zealand vs India 1st T20 Abandoned Without A Ball Bowl) প্রথম টি-20 ম্যাচ ৷ এ দিন দুপুর থেকে লাগাতার বৃষ্টির জেরে টস পর্যন্ত করা যায়নি ৷ ফলে তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-20 সিরিজে পরবর্তী ম্যাচ হবে আগামী রবিবার মাউন্ট মংগানুইতে ৷

এ দিন আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করার পর, ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, ‘‘ছেলেরা খেলার জন্য মুখীয়ে ছিল ৷ নিউজিল্যান্ড খুব সুন্দর দেশ ৷ সেরা জায়গা ক্রিকেট খেলার জন্য ৷ দুর্ভাগ্য ম্যাচ হল না ৷ অনেক দর্শক মাঠে আগে থেকে এসেছিলেন ৷ কিন্তু, দুঃখের বিষয় একটা বলও খেলা গেল না ৷ কঠিন হলেও, পেশাদার ক্রিকেটার হিসেবে এই কঠিন পরিস্থিতিটাকে আমাদের মেনে নিতে হবে ৷ আর আমি জানি, অধিনায়ক এবং ম্যানেজমেন্ট যা বলবে, দেলর বাকি ক্রিকেটাররা তা মেনে নেবে ৷ কারণ তাঁরাও পেশাদার ক্রিকেটার ৷’’

অন্যদিকে, নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘‘একটা বড় টুর্নামেন্টের পর খুব তাড়াতাড়ি এই সিরিজ ৷ অতীতের সেই টি-20’র ছন্দে আমার আছি ৷ ভারতের বিরুদ্ধে খেলার জন্য আমরাও মুখীয়ে ছিলাম ৷ পরবর্তী বড় টুর্নামেন্ট খুব দূরে নেই ৷ তাই একদিনের ক্রিকেটে নিজেদের তুলে ধরতে প্লেয়ারদের সামনে সুযোগ রয়েছে ৷ আমি নিশ্চিত এখানে দলের সব ক্রিকেটারদের সামনে নিজেদের মেলে ধরার একটা বড় সুযোগ রয়েছে ৷’’

আরও পড়ুন: অনুরাগীদের নাগাল এড়িয়ে নীম করৌলি ধামে পুজো, জমজমাট 'বিরুষ্কা'র নৈনিতাল সফর

প্রসঙ্গত, টি-20 বিশ্বকাপের আসর শেষ হওয়ার 5 দিনের মাথায় ভারত বনাম নিউজিল্যান্ডের এই সিরিজ শুরু হওয়ার কথা ছিল আজ থেকে ৷ কিন্তু, সকাল থেকে ওয়েলিংটনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকলেও, বেলা গড়াতেই বৃষ্টি নামে ৷ এই সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কেএল রাহুলের মতো সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে ৷ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁরা দলে ফিরবেন ৷ নিউজিল্যান্ডে সফরকারী ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন হার্দিক পান্ডিয়া এবং দলের কোচ হিসেবে কিউয়িদের দেশে গিয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান ভিভিএস লক্ষ্মণ ৷

ওয়েলিংটন, 18 নভেম্বর: অনবরত বৃষ্টিতে ভেস্তে গেল নিউজিল্যান্ড বনাম ভারত (New Zealand vs India 1st T20 Abandoned Without A Ball Bowl) প্রথম টি-20 ম্যাচ ৷ এ দিন দুপুর থেকে লাগাতার বৃষ্টির জেরে টস পর্যন্ত করা যায়নি ৷ ফলে তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-20 সিরিজে পরবর্তী ম্যাচ হবে আগামী রবিবার মাউন্ট মংগানুইতে ৷

এ দিন আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করার পর, ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, ‘‘ছেলেরা খেলার জন্য মুখীয়ে ছিল ৷ নিউজিল্যান্ড খুব সুন্দর দেশ ৷ সেরা জায়গা ক্রিকেট খেলার জন্য ৷ দুর্ভাগ্য ম্যাচ হল না ৷ অনেক দর্শক মাঠে আগে থেকে এসেছিলেন ৷ কিন্তু, দুঃখের বিষয় একটা বলও খেলা গেল না ৷ কঠিন হলেও, পেশাদার ক্রিকেটার হিসেবে এই কঠিন পরিস্থিতিটাকে আমাদের মেনে নিতে হবে ৷ আর আমি জানি, অধিনায়ক এবং ম্যানেজমেন্ট যা বলবে, দেলর বাকি ক্রিকেটাররা তা মেনে নেবে ৷ কারণ তাঁরাও পেশাদার ক্রিকেটার ৷’’

অন্যদিকে, নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘‘একটা বড় টুর্নামেন্টের পর খুব তাড়াতাড়ি এই সিরিজ ৷ অতীতের সেই টি-20’র ছন্দে আমার আছি ৷ ভারতের বিরুদ্ধে খেলার জন্য আমরাও মুখীয়ে ছিলাম ৷ পরবর্তী বড় টুর্নামেন্ট খুব দূরে নেই ৷ তাই একদিনের ক্রিকেটে নিজেদের তুলে ধরতে প্লেয়ারদের সামনে সুযোগ রয়েছে ৷ আমি নিশ্চিত এখানে দলের সব ক্রিকেটারদের সামনে নিজেদের মেলে ধরার একটা বড় সুযোগ রয়েছে ৷’’

আরও পড়ুন: অনুরাগীদের নাগাল এড়িয়ে নীম করৌলি ধামে পুজো, জমজমাট 'বিরুষ্কা'র নৈনিতাল সফর

প্রসঙ্গত, টি-20 বিশ্বকাপের আসর শেষ হওয়ার 5 দিনের মাথায় ভারত বনাম নিউজিল্যান্ডের এই সিরিজ শুরু হওয়ার কথা ছিল আজ থেকে ৷ কিন্তু, সকাল থেকে ওয়েলিংটনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকলেও, বেলা গড়াতেই বৃষ্টি নামে ৷ এই সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কেএল রাহুলের মতো সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে ৷ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁরা দলে ফিরবেন ৷ নিউজিল্যান্ডে সফরকারী ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন হার্দিক পান্ডিয়া এবং দলের কোচ হিসেবে কিউয়িদের দেশে গিয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান ভিভিএস লক্ষ্মণ ৷

Last Updated : Nov 18, 2022, 3:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.