ETV Bharat / sports

ICC World Cup 2023: ডাচদের বিরুদ্ধে ডুবল বাবরদের টপ-অর্ডার, প্রথম ম্যাচেই খাবি খাচ্ছে পাকিস্তান - Pakistan vs Netherlands Toss

Netherlands Captain Scott Edwards Chooses to Bowl First in Cricket WC Match: আজ হায়দরাবাদে পাকিস্তান এবং নেদারল্যান্ডস তাদের বিশ্বকাপ অভিযান শুরু করছে ৷ সেই ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত ডাচদের ৷

Image Courtesy: Pakistan Cricket Twitter/X
Image Courtesy: Pakistan Cricket Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 2:03 PM IST

Updated : Oct 6, 2023, 3:05 PM IST

হায়দরাবাদ, 6 অক্টোবর: নেদারল্যান্ডের বিরুদ্ধে শুরুতেই ধাক্কা বাবর আজমদের ৷ পাওয়ার-প্লে’র 10 ওভারের মধ্যে দুই ওপেনার এবং অধিনায়ক বাবর আজমের উইকেট হারিয়ে চাপে পাকিস্তান ৷ ম্যাচের চতুর্থ ওভারে পাকিস্তানের 15 রানের মাথায় আউট হন ফখর ৷ অন্যদিকে, অধিনায়ক বাবর আজম এবং ইমাম-উল-হক সাবধানি ইনিংস খেললেও ৷ 9 নম্বর ওভারে বাবর মাত্র 5 রান করে আউট হন ৷ ইমাম-উল-হক মাত্র 15 রান করে আউট ৷ 10 ওভার শেষে পাকিস্তান 3 উইকেট হারিয়ে 43 রান করেছে ৷

পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস ৷ 2011 সালের পর ফের বিশ্বকাপে নেদারল্যান্ডস খেলতে নেমেছে ৷ তবে, বিশ্বকাপের আগে অন্যতম ফেভারিট হিসেবে মনে হওয়া পাকিস্তান, এই টুর্নামেন্ট শুরু হতে হতে দূর্বল দলগুলির একটি হিসেবে দেখা দিয়েছে ৷ বিশেষত, ব্যাটিং-অর্ডারে অতিরিক্ত বাবর এবং মহম্মদ রিজওয়ানের প্রতি নির্ভরশীলতা পাকিস্তানকে সবচেয়ে বেশি ভোগাবে বলে মনে করছে ৷

এ দিনও ম্যাচের শুরুতেই দলের ওপেনিংয়ের ব্যর্থতা সেটাই প্রমাণ করল ৷ বিশেষত, নেদারল্যান্ডসের বিরুদ্ধেও রান পেলেন না ফখর জামান (12) ৷ অন্যদিকে, পাকিস্তানের অন্যতম ভরসা বাবর আজমও 18 বল খেলে মাত্র 5 রানে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন ৷ তার পরের ওভারে ওপেনার ইমামও আউট হয়ে যান ৷ এই মুহূর্তে ক্রিজে রয়েছেন উইকেট-কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান এবং সাউদ শাকিল ৷

আরও পড়ুন: ডেঙ্গিতে আক্রান্ত শুভমন, অস্ট্রেলিয়া ম্যাচে অনিশ্চিত তারকা ওপেনার

এ দিন ডাচদের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই নেমেছে পাকিস্তান ৷ হ্যারিস রউফ, শাহিন আফ্রিদি, হাসান আলি, তিন পেসারকেই খেলিয়েছেন বাবররা ৷ আর স্পিনের দায়িত্বে মহম্মদ নওয়াজ এবং সহ-অধিনায়ক শাদাব খান রয়েছেন ৷ তবে, ব্যাটিংয়ে টপ-অর্ডারের ব্যর্থতায় বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে অঘটন না হয়ে দাঁড়ায় ৷

হায়দরাবাদ, 6 অক্টোবর: নেদারল্যান্ডের বিরুদ্ধে শুরুতেই ধাক্কা বাবর আজমদের ৷ পাওয়ার-প্লে’র 10 ওভারের মধ্যে দুই ওপেনার এবং অধিনায়ক বাবর আজমের উইকেট হারিয়ে চাপে পাকিস্তান ৷ ম্যাচের চতুর্থ ওভারে পাকিস্তানের 15 রানের মাথায় আউট হন ফখর ৷ অন্যদিকে, অধিনায়ক বাবর আজম এবং ইমাম-উল-হক সাবধানি ইনিংস খেললেও ৷ 9 নম্বর ওভারে বাবর মাত্র 5 রান করে আউট হন ৷ ইমাম-উল-হক মাত্র 15 রান করে আউট ৷ 10 ওভার শেষে পাকিস্তান 3 উইকেট হারিয়ে 43 রান করেছে ৷

পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস ৷ 2011 সালের পর ফের বিশ্বকাপে নেদারল্যান্ডস খেলতে নেমেছে ৷ তবে, বিশ্বকাপের আগে অন্যতম ফেভারিট হিসেবে মনে হওয়া পাকিস্তান, এই টুর্নামেন্ট শুরু হতে হতে দূর্বল দলগুলির একটি হিসেবে দেখা দিয়েছে ৷ বিশেষত, ব্যাটিং-অর্ডারে অতিরিক্ত বাবর এবং মহম্মদ রিজওয়ানের প্রতি নির্ভরশীলতা পাকিস্তানকে সবচেয়ে বেশি ভোগাবে বলে মনে করছে ৷

এ দিনও ম্যাচের শুরুতেই দলের ওপেনিংয়ের ব্যর্থতা সেটাই প্রমাণ করল ৷ বিশেষত, নেদারল্যান্ডসের বিরুদ্ধেও রান পেলেন না ফখর জামান (12) ৷ অন্যদিকে, পাকিস্তানের অন্যতম ভরসা বাবর আজমও 18 বল খেলে মাত্র 5 রানে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন ৷ তার পরের ওভারে ওপেনার ইমামও আউট হয়ে যান ৷ এই মুহূর্তে ক্রিজে রয়েছেন উইকেট-কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান এবং সাউদ শাকিল ৷

আরও পড়ুন: ডেঙ্গিতে আক্রান্ত শুভমন, অস্ট্রেলিয়া ম্যাচে অনিশ্চিত তারকা ওপেনার

এ দিন ডাচদের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই নেমেছে পাকিস্তান ৷ হ্যারিস রউফ, শাহিন আফ্রিদি, হাসান আলি, তিন পেসারকেই খেলিয়েছেন বাবররা ৷ আর স্পিনের দায়িত্বে মহম্মদ নওয়াজ এবং সহ-অধিনায়ক শাদাব খান রয়েছেন ৷ তবে, ব্যাটিংয়ে টপ-অর্ডারের ব্যর্থতায় বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে অঘটন না হয়ে দাঁড়ায় ৷

Last Updated : Oct 6, 2023, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.