ETV Bharat / sports

ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানে - ধর্ষণ

Sandeep Lamichhane: অবশেষে অভিযোগ প্রমাণিত হল ৷ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হল নেপাল ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিছানে ৷ শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করে কাঠমাণ্ডুর একটি আদালত ৷

দোষী সাব্যস্ত তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানে
Sandeep Lamichhane
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 7:38 AM IST

Updated : Dec 30, 2023, 7:45 AM IST

কাঠমাণ্ডু, 30 ডিসেম্বর: নাবালিকাকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানে ৷ শুক্রবার কাঠমাণ্ডুর এক জেলা আদালত ধর্ষণের দায়ে তাকে দোষী সাব্যস্ত করেছে। গত রবিবার এই মামলার চূড়ান্ত শুনানি হয় ৷ গতকাল, শুক্রবার শুনানি শেষে বিচারক শিশির রাজ ঢাকলের সিঙ্গল বেঞ্চ এই রায় দেয়। মামলার পরবর্তী শুনানিতে কারাদণ্ডের মেয়াদ নির্ধারণ করা হবে বলে জানা গিয়েছে। ক্রিকেটার সন্দীপ লামিছানেকে কত দিন জেলে থাকতে হবে তা সাজা ঘোষণার পর ঠিক হবে।

অতীতে এই ক্রিকেটার দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও খেলেছেন। 23 বছর বয়সি লামিছানে 2022 সালের 12 জানুয়ারি থেকে জামিনে জেলের বাইরে ৷ জামিনের জন্য রিভিউ পিটিশন দায়ের করেছিলেন ক্রিকটারের আইনজীবী। তাতে হাইকোর্টের বিচারপতি ধ্রুব রাজ নন্দা এবং রমেশ দাহালের যৌথ বেঞ্চ শর্ত-সহ ভারতীয় টাকায় 20 লাখের বন্ডে স্পিনারকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ এবার মূল মামলার শুনানি শেষে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন সন্দীপ। নেপালের জাতীয় দলের তারকা ক্রিকেটারের বিরুদ্ধে 2022 সালের 21 অগস্ট কাঠমাণ্ডুর একটি হোটেল রুমে এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে। এর কিছুদিন পর তাকে গ্রেফতার করা হয়। পরে জামিনও পায় সে। এই মামলার রায় ঘোষণা হল প্রায় 1 বছর বাদে।

এই ঘটনায় ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস লামিছানের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করে। যার জেরে হাজতবাসের পাশাপাশি নেপালের জাতীয় দল থেকে তাকে নির্বাসিতও করা হয়েছে অতীতে। তবে জামিনে ছাড়া পাওয়ার পর সে ফের জাতীয় দলে ঢোকে ৷ লামিছানে নেপালের হয়ে 51টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। সংগ্রহ করেছে 112টি উইকেট। সেই সঙ্গে দেশের জার্সিতে 52টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে মাঠে নেমে সে 98টি উইকেট সংগ্রহ করে। অর্থাৎ, দুই ফর্ম্যাট মিলিয়ে লামিছানের দখলে রয়েছে 210টি আন্তর্জাতিক উইকেট ৷

এদিকে 2018 ও 2019 দু'টি মরশুমে আইপিএলের মোট 9টি ম্যাচ খেলে এই ক্রিকেটার। সংগ্রহে আছে 13টি উইকেট। শুধু ইন্ডিয়ান প্রিমিয়র লিগেই নয়, সন্দীপ কার্যত সারা বিশ্বজুড়ে ঘরোয়া টি-10 ও টি-20 লিগ খেলে । হবার্ট হ্যারিকেনস, মেলবোর্ন স্টার্স, লাহোর কালান্দার্স, ওভাল ইনভিন্সিবলস, বার্বাডোজ ট্রাইডেন্টস, জামাইকা তালাওয়াজের মতো প্রথমসারির দলগুলির হয়েও মাঠে নেমেছে।

আরও পড়ুন:

  1. নাবালিকা ছাত্রীকে ধর্ষণ, গৃহশিক্ষককে 21 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল পকসো আদালত
  2. নাবালিকা পরিচারিকাকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার 3
  3. নাবালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল বারুইপুর আদালত

কাঠমাণ্ডু, 30 ডিসেম্বর: নাবালিকাকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানে ৷ শুক্রবার কাঠমাণ্ডুর এক জেলা আদালত ধর্ষণের দায়ে তাকে দোষী সাব্যস্ত করেছে। গত রবিবার এই মামলার চূড়ান্ত শুনানি হয় ৷ গতকাল, শুক্রবার শুনানি শেষে বিচারক শিশির রাজ ঢাকলের সিঙ্গল বেঞ্চ এই রায় দেয়। মামলার পরবর্তী শুনানিতে কারাদণ্ডের মেয়াদ নির্ধারণ করা হবে বলে জানা গিয়েছে। ক্রিকেটার সন্দীপ লামিছানেকে কত দিন জেলে থাকতে হবে তা সাজা ঘোষণার পর ঠিক হবে।

অতীতে এই ক্রিকেটার দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও খেলেছেন। 23 বছর বয়সি লামিছানে 2022 সালের 12 জানুয়ারি থেকে জামিনে জেলের বাইরে ৷ জামিনের জন্য রিভিউ পিটিশন দায়ের করেছিলেন ক্রিকটারের আইনজীবী। তাতে হাইকোর্টের বিচারপতি ধ্রুব রাজ নন্দা এবং রমেশ দাহালের যৌথ বেঞ্চ শর্ত-সহ ভারতীয় টাকায় 20 লাখের বন্ডে স্পিনারকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ এবার মূল মামলার শুনানি শেষে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন সন্দীপ। নেপালের জাতীয় দলের তারকা ক্রিকেটারের বিরুদ্ধে 2022 সালের 21 অগস্ট কাঠমাণ্ডুর একটি হোটেল রুমে এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে। এর কিছুদিন পর তাকে গ্রেফতার করা হয়। পরে জামিনও পায় সে। এই মামলার রায় ঘোষণা হল প্রায় 1 বছর বাদে।

এই ঘটনায় ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস লামিছানের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করে। যার জেরে হাজতবাসের পাশাপাশি নেপালের জাতীয় দল থেকে তাকে নির্বাসিতও করা হয়েছে অতীতে। তবে জামিনে ছাড়া পাওয়ার পর সে ফের জাতীয় দলে ঢোকে ৷ লামিছানে নেপালের হয়ে 51টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। সংগ্রহ করেছে 112টি উইকেট। সেই সঙ্গে দেশের জার্সিতে 52টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে মাঠে নেমে সে 98টি উইকেট সংগ্রহ করে। অর্থাৎ, দুই ফর্ম্যাট মিলিয়ে লামিছানের দখলে রয়েছে 210টি আন্তর্জাতিক উইকেট ৷

এদিকে 2018 ও 2019 দু'টি মরশুমে আইপিএলের মোট 9টি ম্যাচ খেলে এই ক্রিকেটার। সংগ্রহে আছে 13টি উইকেট। শুধু ইন্ডিয়ান প্রিমিয়র লিগেই নয়, সন্দীপ কার্যত সারা বিশ্বজুড়ে ঘরোয়া টি-10 ও টি-20 লিগ খেলে । হবার্ট হ্যারিকেনস, মেলবোর্ন স্টার্স, লাহোর কালান্দার্স, ওভাল ইনভিন্সিবলস, বার্বাডোজ ট্রাইডেন্টস, জামাইকা তালাওয়াজের মতো প্রথমসারির দলগুলির হয়েও মাঠে নেমেছে।

আরও পড়ুন:

  1. নাবালিকা ছাত্রীকে ধর্ষণ, গৃহশিক্ষককে 21 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল পকসো আদালত
  2. নাবালিকা পরিচারিকাকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার 3
  3. নাবালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল বারুইপুর আদালত
Last Updated : Dec 30, 2023, 7:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.