ETV Bharat / sports

India Squad for Zimbabwe ODIs: জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নেতৃত্বে ধাওয়ান, দলে ফিরলেন দীপক-ওয়াশিংটন

জিম্বাবোয়ে সফরের দল ঘোষণা করল বিসিসিআই ৷ 15 জনের স্কোয়াডের নেতৃত্বে থাকবেন শিখর ধাওয়ান (National Selection Committee of BCCI Announces India Squad for Zimbabwe ODIs) ৷ সেই সঙ্গে ভারতীয় দলে ফিরলেন দীপক চাহার এবং ওয়াশিংটন সুন্দর ৷

national-selection-committee-of-bcci-announces-india-squad-for-zimbabwe-odis
national-selection-committee-of-bcci-announces-india-squad-for-zimbabwe-odis
author img

By

Published : Jul 31, 2022, 3:50 PM IST

মুম্বই, 31 জুলাই: 18 অগস্ট থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত ৷ শনিবার রাতে সেই সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই (National Selection Committee of BCCI Announces India Squad for Zimbabwe ODIs) ৷ 15 জনের দলের নেতৃত্বে রাখা হয়েছে শিখর ধাওয়ানকে ৷ যে সিরিজে ভারতীয় দলে কামব্যাক করলেন মিডিয়াম পেসার দীপক চাহার ৷ চোটের কারণে এ বার পুরো আইপিএল থেকেই ছিটকে গিয়েছিলেন তিনি ৷ এই সিরিজেও ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারজদের বিশ্রাম দেওয়া হয়েছে ৷

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজ 3-0 ফলাফলে জেতে ভারত ৷ যেখানে রোহিত-কোহলি-বুমরাদের অনুপস্থিতিতে তরুণ ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন শিখর ধাওয়ান ৷ সেই সাফল্যের কথা মাথায় রেখেই ফের একবার তাঁকে জিম্বাবোয়ে সফরকারী ভারতীয় দলের অধিনায়ক করা হল ৷

কিন্তু, সিনিয়র ক্রিকেটারদের সিরিজের পর সিরিজ বিশ্রাম দেওয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছে ৷ কারণ, সাম্প্রতিককালে ভারতের একাধিক সিনিয়র ক্রিকেটার অনেক সিরিজ খেলেননি বা চোটের কারণে বাইরে থেকেছেন ৷ জিম্বাবোয়ে সফরে দুর্বল প্রতিপক্ষ ভেবে তাঁদের বিশ্রাম দেওয়া নিয়েও উঠছে প্রশ্ন ৷ বিশেষ করে, অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ম্যাচ ফিটনেস ও প্র্যাকটিসকে মাথায় রেখে, নির্বাচক কমিটির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে ৷ বিশেষ করে, বিরাট কোহলির মতো ক্রিকেটার যেখানে গত 3 বছর ধরে নিজের ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন ৷ ওয়েস্ট ইন্ডিজের পর এখানেও তাঁকে বিশ্রাম দেওয়া সিদ্ধান্তে আপত্তি রয়েছে বিশেষজ্ঞ মহলের ৷

আরও পড়ুন: WI vs IND 1st T20I: ব্যাটে-বলে দাপট, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টি-20তে 68 রানে জয় ভারতের

তবে, এই সিরিজে একাধিক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে ৷ যেমন রুতুরাজ গায়কোয়াড়, রাহুল ত্রিপাঠী এই সফরে ভারতীয় দলে রয়েছেন ৷ ওয়েস্ট ইন্ডিজ সফরে সফল হওয়ার পর শুভমান গিলকেও দলে রাখা হয়েছে ৷ রয়েছেন দীপক হুডা ৷ উইকেটরক্ষক ব্যাটার হিসাবে দলে রয়েছেন ঈশান কিষাণ এবং সঞ্জু স্যামসন ৷ ওয়াশিংটন সুন্দরও এই সফরে ভারতীয় দলে কামব্যাক করছেন ৷ পেস বোলিং অ্যাটাকে রয়েছেন মহম্মদ সিরাজ, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, দীপক চাহার এবং শার্দূল ঠাকুর ৷ সুন্দর ছাড়া স্পিনার রয়েছেন কুলদীপ এবং অক্ষর ৷

মুম্বই, 31 জুলাই: 18 অগস্ট থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত ৷ শনিবার রাতে সেই সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই (National Selection Committee of BCCI Announces India Squad for Zimbabwe ODIs) ৷ 15 জনের দলের নেতৃত্বে রাখা হয়েছে শিখর ধাওয়ানকে ৷ যে সিরিজে ভারতীয় দলে কামব্যাক করলেন মিডিয়াম পেসার দীপক চাহার ৷ চোটের কারণে এ বার পুরো আইপিএল থেকেই ছিটকে গিয়েছিলেন তিনি ৷ এই সিরিজেও ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারজদের বিশ্রাম দেওয়া হয়েছে ৷

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজ 3-0 ফলাফলে জেতে ভারত ৷ যেখানে রোহিত-কোহলি-বুমরাদের অনুপস্থিতিতে তরুণ ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন শিখর ধাওয়ান ৷ সেই সাফল্যের কথা মাথায় রেখেই ফের একবার তাঁকে জিম্বাবোয়ে সফরকারী ভারতীয় দলের অধিনায়ক করা হল ৷

কিন্তু, সিনিয়র ক্রিকেটারদের সিরিজের পর সিরিজ বিশ্রাম দেওয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছে ৷ কারণ, সাম্প্রতিককালে ভারতের একাধিক সিনিয়র ক্রিকেটার অনেক সিরিজ খেলেননি বা চোটের কারণে বাইরে থেকেছেন ৷ জিম্বাবোয়ে সফরে দুর্বল প্রতিপক্ষ ভেবে তাঁদের বিশ্রাম দেওয়া নিয়েও উঠছে প্রশ্ন ৷ বিশেষ করে, অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ম্যাচ ফিটনেস ও প্র্যাকটিসকে মাথায় রেখে, নির্বাচক কমিটির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে ৷ বিশেষ করে, বিরাট কোহলির মতো ক্রিকেটার যেখানে গত 3 বছর ধরে নিজের ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন ৷ ওয়েস্ট ইন্ডিজের পর এখানেও তাঁকে বিশ্রাম দেওয়া সিদ্ধান্তে আপত্তি রয়েছে বিশেষজ্ঞ মহলের ৷

আরও পড়ুন: WI vs IND 1st T20I: ব্যাটে-বলে দাপট, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টি-20তে 68 রানে জয় ভারতের

তবে, এই সিরিজে একাধিক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে ৷ যেমন রুতুরাজ গায়কোয়াড়, রাহুল ত্রিপাঠী এই সফরে ভারতীয় দলে রয়েছেন ৷ ওয়েস্ট ইন্ডিজ সফরে সফল হওয়ার পর শুভমান গিলকেও দলে রাখা হয়েছে ৷ রয়েছেন দীপক হুডা ৷ উইকেটরক্ষক ব্যাটার হিসাবে দলে রয়েছেন ঈশান কিষাণ এবং সঞ্জু স্যামসন ৷ ওয়াশিংটন সুন্দরও এই সফরে ভারতীয় দলে কামব্যাক করছেন ৷ পেস বোলিং অ্যাটাকে রয়েছেন মহম্মদ সিরাজ, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, দীপক চাহার এবং শার্দূল ঠাকুর ৷ সুন্দর ছাড়া স্পিনার রয়েছেন কুলদীপ এবং অক্ষর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.