ETV Bharat / sports

Ashes 2021-22 Brisbane Test : লিয়নের দাপটে গাব্বায় ধরাশায়ী ইংল্যান্ড, 9 উইকেটে জয় অস্ট্রেলিয়ার - Lyon became the the third Australian after Shane Warne and Glenn McGrath to achieve the feat

গাব্বায় দ্বিতীয় ইনিংসেও মাত্র 297 রানে গুটিয়ে গেল ইংল্যান্ড (England All Out in Brisbane Test) ৷ অ্যাসেজ সিরিজের (Ashes Series 2021-22) প্রথম ম্যাচের চতুর্থ দিনে দাপট দেখালেন নাথান লিয়ন ৷ 4 উইকেট নিলেন অজি স্পিনার ৷

Brisbane Test
চতুর্থদিনে দাপট দেখালেন নাথান লিয়ন
author img

By

Published : Dec 11, 2021, 8:26 AM IST

Updated : Dec 11, 2021, 10:14 AM IST

ব্রিসবেন, 11 ডিসেম্বর : অ্যাসেজ সিরিজে (Ashes Series 2021-22) ব্রিসবেনে প্রথম টেস্টের চতুর্থ দিনে দাপট অজিদের ৷ দ্বিতীয় ইনিংসে মাত্র 297 রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড ৷ দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র 20 রান করতে হত ৷ অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করতে নামেন অ্যালেক্স কেরি ও মার্কাস হ্যারিস ৷ এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া ৷

প্রথম টেস্টে চতুর্থ দিনে দাপট দেখালেন নাথান লিয়ন ৷ একইসঙ্গে টেস্টে 400 উইকেটের মালিক হলেন অজি স্পিনার ৷ শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রার পর তৃতীয় অস্ট্রেলীয় হিসেবে এই নজির গড়লেন তিনি (Lyon became the the third Australian after Shane Warne and Glenn McGrath to achieve the feat) ৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে 17তম বোলার হিসেবে 400 উইকেটের মাইলফলক ছুঁলেন তিনি ৷ যদিও সপ্তম স্পিনার হিসেবে নিজের নামের পাশে 400তম উইকেটের রেকর্ড জুড়তে লিয়নকে অপেক্ষা করতে হল 326 দিন ৷ চলতি বছরের জানুয়ারিতে ভারতের বিরুদ্ধে এই ব্রিসবেনেই শেষ টেস্ট উইকেট পেয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন : Joe Root in Ashes : ভনকে টপকে সচিন, গাভাসকরদের তাড়া করছেন রুট

ট্রেভিস হেডের 152 এবং ডেভিড ওয়ার্নারের 94 রানের সুবাদে প্রথম ইনিংসেই রানের পাহাড় গড়ে অস্টেলিয়া ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে মাত্র 2 উইকেট হারিয়ে 220 তুলে ফেলেছিল ইংল্যান্ড ৷ সেখান থেকে মাত্র 77 রানে বাকি 8 উইকেট হারাল জো রুট, জস বাটলাররা ৷ ম্যাচের সেরা হয়েছেন ট্রেভিস হেড ৷

অস্ট্রেলিয়ার শীর্ষ টেস্ট উইকেট সংগ্রাহক :

শেন ওয়ার্ন (708)

গ্লেন ম্যাকগ্রা (563)

নাথান লিয়ন (401*)

ডেনিস লিলি (355)

মিচেল জনসন (313)

  • 400 of the very best from Nathan Lyon! 🐐

    He becomes the 17th player to achieve the milestone in men's Test cricket, joining Shane Warne and Glenn McGrath as the only other Australian players #Ashes pic.twitter.com/hbdIjXVr6F

    — Cricket Australia (@CricketAus) December 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

*এখনও খেলছেন

ব্রিসবেন, 11 ডিসেম্বর : অ্যাসেজ সিরিজে (Ashes Series 2021-22) ব্রিসবেনে প্রথম টেস্টের চতুর্থ দিনে দাপট অজিদের ৷ দ্বিতীয় ইনিংসে মাত্র 297 রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড ৷ দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র 20 রান করতে হত ৷ অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করতে নামেন অ্যালেক্স কেরি ও মার্কাস হ্যারিস ৷ এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া ৷

প্রথম টেস্টে চতুর্থ দিনে দাপট দেখালেন নাথান লিয়ন ৷ একইসঙ্গে টেস্টে 400 উইকেটের মালিক হলেন অজি স্পিনার ৷ শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রার পর তৃতীয় অস্ট্রেলীয় হিসেবে এই নজির গড়লেন তিনি (Lyon became the the third Australian after Shane Warne and Glenn McGrath to achieve the feat) ৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে 17তম বোলার হিসেবে 400 উইকেটের মাইলফলক ছুঁলেন তিনি ৷ যদিও সপ্তম স্পিনার হিসেবে নিজের নামের পাশে 400তম উইকেটের রেকর্ড জুড়তে লিয়নকে অপেক্ষা করতে হল 326 দিন ৷ চলতি বছরের জানুয়ারিতে ভারতের বিরুদ্ধে এই ব্রিসবেনেই শেষ টেস্ট উইকেট পেয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন : Joe Root in Ashes : ভনকে টপকে সচিন, গাভাসকরদের তাড়া করছেন রুট

ট্রেভিস হেডের 152 এবং ডেভিড ওয়ার্নারের 94 রানের সুবাদে প্রথম ইনিংসেই রানের পাহাড় গড়ে অস্টেলিয়া ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে মাত্র 2 উইকেট হারিয়ে 220 তুলে ফেলেছিল ইংল্যান্ড ৷ সেখান থেকে মাত্র 77 রানে বাকি 8 উইকেট হারাল জো রুট, জস বাটলাররা ৷ ম্যাচের সেরা হয়েছেন ট্রেভিস হেড ৷

অস্ট্রেলিয়ার শীর্ষ টেস্ট উইকেট সংগ্রাহক :

শেন ওয়ার্ন (708)

গ্লেন ম্যাকগ্রা (563)

নাথান লিয়ন (401*)

ডেনিস লিলি (355)

মিচেল জনসন (313)

  • 400 of the very best from Nathan Lyon! 🐐

    He becomes the 17th player to achieve the milestone in men's Test cricket, joining Shane Warne and Glenn McGrath as the only other Australian players #Ashes pic.twitter.com/hbdIjXVr6F

    — Cricket Australia (@CricketAus) December 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

*এখনও খেলছেন

Last Updated : Dec 11, 2021, 10:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.