ETV Bharat / sports

Ashes 2021-22 Brisbane Test : লিয়নের দাপটে গাব্বায় ধরাশায়ী ইংল্যান্ড, 9 উইকেটে জয় অস্ট্রেলিয়ার

গাব্বায় দ্বিতীয় ইনিংসেও মাত্র 297 রানে গুটিয়ে গেল ইংল্যান্ড (England All Out in Brisbane Test) ৷ অ্যাসেজ সিরিজের (Ashes Series 2021-22) প্রথম ম্যাচের চতুর্থ দিনে দাপট দেখালেন নাথান লিয়ন ৷ 4 উইকেট নিলেন অজি স্পিনার ৷

Brisbane Test
চতুর্থদিনে দাপট দেখালেন নাথান লিয়ন
author img

By

Published : Dec 11, 2021, 8:26 AM IST

Updated : Dec 11, 2021, 10:14 AM IST

ব্রিসবেন, 11 ডিসেম্বর : অ্যাসেজ সিরিজে (Ashes Series 2021-22) ব্রিসবেনে প্রথম টেস্টের চতুর্থ দিনে দাপট অজিদের ৷ দ্বিতীয় ইনিংসে মাত্র 297 রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড ৷ দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র 20 রান করতে হত ৷ অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করতে নামেন অ্যালেক্স কেরি ও মার্কাস হ্যারিস ৷ এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া ৷

প্রথম টেস্টে চতুর্থ দিনে দাপট দেখালেন নাথান লিয়ন ৷ একইসঙ্গে টেস্টে 400 উইকেটের মালিক হলেন অজি স্পিনার ৷ শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রার পর তৃতীয় অস্ট্রেলীয় হিসেবে এই নজির গড়লেন তিনি (Lyon became the the third Australian after Shane Warne and Glenn McGrath to achieve the feat) ৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে 17তম বোলার হিসেবে 400 উইকেটের মাইলফলক ছুঁলেন তিনি ৷ যদিও সপ্তম স্পিনার হিসেবে নিজের নামের পাশে 400তম উইকেটের রেকর্ড জুড়তে লিয়নকে অপেক্ষা করতে হল 326 দিন ৷ চলতি বছরের জানুয়ারিতে ভারতের বিরুদ্ধে এই ব্রিসবেনেই শেষ টেস্ট উইকেট পেয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন : Joe Root in Ashes : ভনকে টপকে সচিন, গাভাসকরদের তাড়া করছেন রুট

ট্রেভিস হেডের 152 এবং ডেভিড ওয়ার্নারের 94 রানের সুবাদে প্রথম ইনিংসেই রানের পাহাড় গড়ে অস্টেলিয়া ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে মাত্র 2 উইকেট হারিয়ে 220 তুলে ফেলেছিল ইংল্যান্ড ৷ সেখান থেকে মাত্র 77 রানে বাকি 8 উইকেট হারাল জো রুট, জস বাটলাররা ৷ ম্যাচের সেরা হয়েছেন ট্রেভিস হেড ৷

অস্ট্রেলিয়ার শীর্ষ টেস্ট উইকেট সংগ্রাহক :

শেন ওয়ার্ন (708)

গ্লেন ম্যাকগ্রা (563)

নাথান লিয়ন (401*)

ডেনিস লিলি (355)

মিচেল জনসন (313)

  • 400 of the very best from Nathan Lyon! 🐐

    He becomes the 17th player to achieve the milestone in men's Test cricket, joining Shane Warne and Glenn McGrath as the only other Australian players #Ashes pic.twitter.com/hbdIjXVr6F

    — Cricket Australia (@CricketAus) December 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

*এখনও খেলছেন

ব্রিসবেন, 11 ডিসেম্বর : অ্যাসেজ সিরিজে (Ashes Series 2021-22) ব্রিসবেনে প্রথম টেস্টের চতুর্থ দিনে দাপট অজিদের ৷ দ্বিতীয় ইনিংসে মাত্র 297 রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড ৷ দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র 20 রান করতে হত ৷ অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করতে নামেন অ্যালেক্স কেরি ও মার্কাস হ্যারিস ৷ এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া ৷

প্রথম টেস্টে চতুর্থ দিনে দাপট দেখালেন নাথান লিয়ন ৷ একইসঙ্গে টেস্টে 400 উইকেটের মালিক হলেন অজি স্পিনার ৷ শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রার পর তৃতীয় অস্ট্রেলীয় হিসেবে এই নজির গড়লেন তিনি (Lyon became the the third Australian after Shane Warne and Glenn McGrath to achieve the feat) ৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে 17তম বোলার হিসেবে 400 উইকেটের মাইলফলক ছুঁলেন তিনি ৷ যদিও সপ্তম স্পিনার হিসেবে নিজের নামের পাশে 400তম উইকেটের রেকর্ড জুড়তে লিয়নকে অপেক্ষা করতে হল 326 দিন ৷ চলতি বছরের জানুয়ারিতে ভারতের বিরুদ্ধে এই ব্রিসবেনেই শেষ টেস্ট উইকেট পেয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন : Joe Root in Ashes : ভনকে টপকে সচিন, গাভাসকরদের তাড়া করছেন রুট

ট্রেভিস হেডের 152 এবং ডেভিড ওয়ার্নারের 94 রানের সুবাদে প্রথম ইনিংসেই রানের পাহাড় গড়ে অস্টেলিয়া ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে মাত্র 2 উইকেট হারিয়ে 220 তুলে ফেলেছিল ইংল্যান্ড ৷ সেখান থেকে মাত্র 77 রানে বাকি 8 উইকেট হারাল জো রুট, জস বাটলাররা ৷ ম্যাচের সেরা হয়েছেন ট্রেভিস হেড ৷

অস্ট্রেলিয়ার শীর্ষ টেস্ট উইকেট সংগ্রাহক :

শেন ওয়ার্ন (708)

গ্লেন ম্যাকগ্রা (563)

নাথান লিয়ন (401*)

ডেনিস লিলি (355)

মিচেল জনসন (313)

  • 400 of the very best from Nathan Lyon! 🐐

    He becomes the 17th player to achieve the milestone in men's Test cricket, joining Shane Warne and Glenn McGrath as the only other Australian players #Ashes pic.twitter.com/hbdIjXVr6F

    — Cricket Australia (@CricketAus) December 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

*এখনও খেলছেন

Last Updated : Dec 11, 2021, 10:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.