দুবাই, 31 ডিসেম্বর: ভয়ঙ্কর দুর্ঘটনার জন্য 2023 সালে মাঠে নামতে পারেননি তারকা ক্রিকেটার ঋষভ পন্ত। 2024 সালেই প্যাড গ্লাভস পরে ফের একবার মাঠে নামতে চলেছেন তিনি। আর এতে তাঁকে নিয়ে আশাবাদী প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন। তিনি মনে করেন, ঋষভ পন্থ যখন খেলতেন সেই সময়ও বিধ্বংসী ছিলেন। মাঝে একটা বছর তিনি খেলতে পারেননি ঠিকই। তাই ঝষভ বাইশ গজে ফিরবে পুরনো ফর্ম ধরেই ৷ ইংল্যান্ডের তারকা ক্রিকেটার শুভমন গিলেরও প্রশংসা করেছেন ৷ তাঁর মতে, 'শুভমন নেক্সট বিগ থিং ইন ইন্ডিয়ান ক্রিকেট' ৷
2022 সালের 30 ডিসেম্বর গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার ঋষভ। এরপর থেকেই আর মাঠে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। বহুদিন ধরেই অবশ্য এনসিএ-তে রিহ্যাব চালাচ্ছেন এই তারকা ক্রিকেটার। এসবের মাঝেই কলকাতায় এসেছিলেন ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই শুরু হয়ে গিয়ছিল নানা জল্পনা। বেশ কয়েকদিন আগে তাঁকে ক্রাচ ছাড়া হাঁটতে শুরু করেছিলেন ঋষভ ৷ কয়েকদিন আগে তাঁর জিম সেশনের একটি ভিডিয়োতে দেখা গিয়েছিল তিনি প্রস্তুতিও শুরু করে দিয়েছেন ৷ বলা যায়, চোট কাঁটা সারিয়ে আপাতত ফিট ঋষভ ৷ এখন শুধু মাঠে ফেরার অপেক্ষা ৷
নাসের হুসেন শুভমনকে নিয়ে বলেন, "যে যাই বলুক না কেন আমি মনে করি, আসন্ন বছরগুলিতে শুভমন গিল সবাইকে ছাপিয়ে যাবে ৷ একটা টেস্টে খারাপ খেলেছে বলে এভাবে তো বিচার করা যায় না ৷ আর যদি এই খেলার কারণে তাঁকে কিছু বলা হয় তাহলে তা বোকামি ৷ ওর মতো সুপার ট্যালেন্টেড ভারতীয় ক্রিকেটে খুব কম এসেছে ৷" নাসের হুসেন আরও বলেন, "শুভমনের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হল ওকে দেখার মতো বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো তারকা আছে ৷ তাই ওকে আটকে রাখা সম্ভব নয় ৷ উল্লেখ্য, চলতি বছরে শুভমান ওয়ান-ডে ক্রিকেটে সর্বোচ্চ রানের সংগ্রাহক ৷ 24 বছরের ওপেনার 29টি একদিনের ম্যাচে রান করেছেন 1 হাজার 584 ৷
আরও পড়ুন: