ETV Bharat / sports

T20 World Cup: অঘটনে শুরু টি20 বিশ্বকাপ, নামিবিয়ার কাছে 55 রানে ধরাশায়ী এশিয়া সেরা শ্রীলঙ্কা - নামিবিয়ার কাছে 55 রানে ধরাশায়ী শ্রীলঙ্কা

টি20 বিশ্বকাপ কোয়ালিফায়ারের (T20 World Cup Qualifiers) প্রথম ম্যাচে অঘটন ৷ নামিবিয়ার বিরুদ্ধে 55 রানে হারল শ্রীলঙ্কা (Sri Lanka Losses 1st Match Against Namibia) ৷ ফলে মূলপর্বে ওঠার অঙ্কটা কিছুটা কঠিন হল দসুন শনাকাদের জন্য ৷

sri-lanka-losses-1st-match-against-namibia-in-t20-world-cup-qualifiers
sri-lanka-losses-1st-match-against-namibia-in-t20-world-cup-qualifierssri-lanka-losses-1st-match-against-namibia-in-t20-world-cup-qualifiers
author img

By

Published : Oct 16, 2022, 3:10 PM IST

Updated : Oct 17, 2022, 9:10 AM IST

গিলং (অস্ট্রেলিয়া), 16 অক্টোবর: নামিবিয়ার বিরুদ্ধে ধরাশায়ী এশিয়া সেরা শ্রীলঙ্কা ৷ টি20 বিশ্বকাপের গ্রুপ পর্বের (T20 World Cup Qualifiers) প্রথম ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে 55 রানে হারলেন দাসুন শানাকারা (Sri Lanka Losses 1st Match Against Namibia) ৷ এ দিন প্রথমে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 163 রান করে নামিবিয়া ৷ 164 রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তেই 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কাবাহিনী ৷ শেষ পর্যন্ত 19 ওভারে মাত্র 108 রানে অল আউট হয়ে যায় পাকিস্তানকে হারিয়ে সদ্য এশিয়া কাপ জেতা দল ৷

এদিন নামিবিয়ার হয়ে সর্বোচ্চ 44 রান করেন জান ফ্রাইলিঙ্ক ৷ জেজে স্মিথ 16 বলে 31 রানে অপরাজিত থাকেন ৷ শেষ 5 ওভারে 63 রান তোলে নামিবিয়া ৷ বল হাতে কেবল মহেশ তিকশনা এবং হাসারঙ্গা ছয় বা তার সামান্য বেশি ইকনমিতে রান দেন ৷ বাকি শ্রীলঙ্কান বোলাররা সকলেই নয়ের বেশি প্রতি ওভারে রান দিয়েছেন ৷ 164 রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কান ব্যাটাররা ৷ কিন্তু, দ্বিতীয় ওভারে প্রথম উইকেট পড়তেই একের পর এক ব্যাটার ডাগ-আউটে ফিরতে শুরু করেন ৷

আরও পড়ুন: সিএবি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি সৌরভের

এদিন শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ 23 বলে 29 রান করেন অধিনায়ক দাসুন শনাকা ৷ তিনি এবং ভানুকা রাজাপক্ষ মাঝে 34 রানের একটা পার্টনারশিপ করেন ৷ বাকি ইনিংসে নির্দিষ্ট ব্যবধানে উইকেট হারায় শ্রীলঙ্কা ৷ নামিবিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার প্রাক্তন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেভিড ভিসে ৷ তিনি 4 ওভারে 16 রান 2 উইকেট নিয়েছেন ৷ বার্নাড স্কল্টজ, বেন শিকনগো এবং জান ফ্রাইলিঙ্কও 2টি করে ইউকেট নিয়েছেন ৷ প্রথম ম্যাচ হারার পর শ্রীলঙ্কার মূলপর্ব বা সুপার 12-এ পৌঁছানো বেশ কঠিন হয়ে গিয়েছে ৷ নেদারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে বাকি দু’টি ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে শ্রীলঙ্কান দলকে ৷

গিলং (অস্ট্রেলিয়া), 16 অক্টোবর: নামিবিয়ার বিরুদ্ধে ধরাশায়ী এশিয়া সেরা শ্রীলঙ্কা ৷ টি20 বিশ্বকাপের গ্রুপ পর্বের (T20 World Cup Qualifiers) প্রথম ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে 55 রানে হারলেন দাসুন শানাকারা (Sri Lanka Losses 1st Match Against Namibia) ৷ এ দিন প্রথমে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 163 রান করে নামিবিয়া ৷ 164 রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তেই 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কাবাহিনী ৷ শেষ পর্যন্ত 19 ওভারে মাত্র 108 রানে অল আউট হয়ে যায় পাকিস্তানকে হারিয়ে সদ্য এশিয়া কাপ জেতা দল ৷

এদিন নামিবিয়ার হয়ে সর্বোচ্চ 44 রান করেন জান ফ্রাইলিঙ্ক ৷ জেজে স্মিথ 16 বলে 31 রানে অপরাজিত থাকেন ৷ শেষ 5 ওভারে 63 রান তোলে নামিবিয়া ৷ বল হাতে কেবল মহেশ তিকশনা এবং হাসারঙ্গা ছয় বা তার সামান্য বেশি ইকনমিতে রান দেন ৷ বাকি শ্রীলঙ্কান বোলাররা সকলেই নয়ের বেশি প্রতি ওভারে রান দিয়েছেন ৷ 164 রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কান ব্যাটাররা ৷ কিন্তু, দ্বিতীয় ওভারে প্রথম উইকেট পড়তেই একের পর এক ব্যাটার ডাগ-আউটে ফিরতে শুরু করেন ৷

আরও পড়ুন: সিএবি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি সৌরভের

এদিন শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ 23 বলে 29 রান করেন অধিনায়ক দাসুন শনাকা ৷ তিনি এবং ভানুকা রাজাপক্ষ মাঝে 34 রানের একটা পার্টনারশিপ করেন ৷ বাকি ইনিংসে নির্দিষ্ট ব্যবধানে উইকেট হারায় শ্রীলঙ্কা ৷ নামিবিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার প্রাক্তন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেভিড ভিসে ৷ তিনি 4 ওভারে 16 রান 2 উইকেট নিয়েছেন ৷ বার্নাড স্কল্টজ, বেন শিকনগো এবং জান ফ্রাইলিঙ্কও 2টি করে ইউকেট নিয়েছেন ৷ প্রথম ম্যাচ হারার পর শ্রীলঙ্কার মূলপর্ব বা সুপার 12-এ পৌঁছানো বেশ কঠিন হয়ে গিয়েছে ৷ নেদারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে বাকি দু’টি ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে শ্রীলঙ্কান দলকে ৷

Last Updated : Oct 17, 2022, 9:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.