ETV Bharat / sports

MS Dhoni New Record : 'বিরাট' নজির ছুঁয়ে সিএসকে জার্সিতে 200তম ম্যাচ 'মাহি'র - IPL 2022

একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে 200টি আইপিএল ম্যাচ খেলার নজির গড়লেন 'মাহি' ৷ ধোনি ছাড়া যে নজির রয়েছে কেবল বিরাট কোহলির ঝুলিতে (MS Dhoni plays 200th IPL match for CSK and joins Virat Kohli in elite list) ৷ মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টস করতে নামার সঙ্গে সঙ্গেই নয়া মাইলস্টোন স্পর্শ করেন ধোনি ৷

MS Dhoni New Record
'বিরাট' নজির ছুঁয়ে চেন্নাই জার্সিতে 200তম ম্যাচ 'মাহি'-র
author img

By

Published : May 4, 2022, 8:42 PM IST

মুম্বই, 4 মে : 15 বছরের আইপিএল কেরিয়ারে মুকুটে শোভা পেয়েছে প্রচুর মণিমাণিক্য ৷ বুধবার মহেন্দ্র সিং ধোনির মুকুটে যোগ হল আরও একটি পালক ৷ একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে 200টি আইপিএল ম্যাচ খেলার নজির গড়লেন 'মাহি' ৷ ধোনি ছাড়া যে নজির রয়েছে কেবল বিরাট কোহলির ঝুলিতে (MS Dhoni plays 200th IPL match for CSK and joins Virat Kohli in elite list) ৷

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টস করতে নামার সঙ্গে সঙ্গেই নয়া মাইলস্টোন স্পর্শ করেন ধোনি ৷ ইয়েলো জার্সিতে 200তম ম্যাচ হলেও বুধবার আইপিএল কেরিয়ারে 230তম ম্যাচ খেলছেন মাহি ৷ চেন্নাই নির্বাসনে থাকার কারণে 2016 এবং 2017 রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেছিলেন বিশ্বজয়ী ভারত অধিনায়ক ৷

অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স জার্সি গায়ে বুধবার 218তম ম্যাচ খেলতে নেমেছেন বিরাট কোহলি ৷ একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে 200টি ম্যাচ খেলার নজির যিনি গত মরশুমেই স্পর্শ করেছিলেন ৷ অর্থাৎ, একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে 200টি ম্যাচ খেলার নিরিখে কোহলির পরে থাকলেও আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলার নজির 'ক্যাপ্টেন কুল'-এর দখলেই ৷

আরও পড়ুন : নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছিল জাদেজা : ধোনি

একই ফ্র্যাঞ্চাইজির হয়ে সর্বাধিক ম্যাচ খেলার নিরিখে ধোনির পরের স্থানটি সুরেশ রায়নার ৷ যিনি চেন্নাই সুপার কিংসের জার্সিতে 176টি ম্যাচ খেলেছিলেন ৷ সবমিলিয়ে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে 200টি ম্যাচ খেলার দৌড়ে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে তৃতীয় স্থানটি রবীন্দ্র জাদেজার ৷ যদিও কোহলি-ধোনির চেয়ে অনেকটাই পিছিয়ে 'জাড্ডু' ৷ সিএসকে জার্সিতে আপাতত 142টি ম্যাচ খেলেছেন তিনি ৷

মুম্বই, 4 মে : 15 বছরের আইপিএল কেরিয়ারে মুকুটে শোভা পেয়েছে প্রচুর মণিমাণিক্য ৷ বুধবার মহেন্দ্র সিং ধোনির মুকুটে যোগ হল আরও একটি পালক ৷ একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে 200টি আইপিএল ম্যাচ খেলার নজির গড়লেন 'মাহি' ৷ ধোনি ছাড়া যে নজির রয়েছে কেবল বিরাট কোহলির ঝুলিতে (MS Dhoni plays 200th IPL match for CSK and joins Virat Kohli in elite list) ৷

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টস করতে নামার সঙ্গে সঙ্গেই নয়া মাইলস্টোন স্পর্শ করেন ধোনি ৷ ইয়েলো জার্সিতে 200তম ম্যাচ হলেও বুধবার আইপিএল কেরিয়ারে 230তম ম্যাচ খেলছেন মাহি ৷ চেন্নাই নির্বাসনে থাকার কারণে 2016 এবং 2017 রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেছিলেন বিশ্বজয়ী ভারত অধিনায়ক ৷

অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স জার্সি গায়ে বুধবার 218তম ম্যাচ খেলতে নেমেছেন বিরাট কোহলি ৷ একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে 200টি ম্যাচ খেলার নজির যিনি গত মরশুমেই স্পর্শ করেছিলেন ৷ অর্থাৎ, একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে 200টি ম্যাচ খেলার নিরিখে কোহলির পরে থাকলেও আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলার নজির 'ক্যাপ্টেন কুল'-এর দখলেই ৷

আরও পড়ুন : নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছিল জাদেজা : ধোনি

একই ফ্র্যাঞ্চাইজির হয়ে সর্বাধিক ম্যাচ খেলার নিরিখে ধোনির পরের স্থানটি সুরেশ রায়নার ৷ যিনি চেন্নাই সুপার কিংসের জার্সিতে 176টি ম্যাচ খেলেছিলেন ৷ সবমিলিয়ে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে 200টি ম্যাচ খেলার দৌড়ে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে তৃতীয় স্থানটি রবীন্দ্র জাদেজার ৷ যদিও কোহলি-ধোনির চেয়ে অনেকটাই পিছিয়ে 'জাড্ডু' ৷ সিএসকে জার্সিতে আপাতত 142টি ম্যাচ খেলেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.