ETV Bharat / sports

MS Dhoni in Dressing room: ড্রেসিংরুমে মাহি ! প্রাক্তন নেতাকে পেয়ে উচ্ছ্বসিত হার্দিকরা - মহেন্দ্র সিং ধোনি

শুক্রবার রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত । তার আগেই ড্রেসিংরুমে আচমকা দেখা মিলল মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni pays a Surprise visit at Indian Dressing room) । তাঁর ঘরের মাঠে নামার আগে একসময়ের সতীর্থদের মূল্যবান পরামর্শও দিলেন তিনি ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 26, 2023, 7:55 PM IST

Updated : Jan 26, 2023, 10:50 PM IST

রাঁচি, 26 জানুয়ারি: মাহির ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার খেলতে নামছে ভারত (India will face New Zealand in T20) । ওডিআই সিরিজে কিউয়িদের পর্যুদস্ত করার পর এবার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে নামবে 'মেন ইন ব্লু' । তার আগেই 'পান্ডিয়া অ্যান্ড কোং'কে চমকে দিলেন তাদেরই প্রাক্তন নেতা (MS Dhoni pays a Surprise visit at Indian Dressing room) । ম্যাচের আগে এদিন ড্রেসিংরুমে হাজির হন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ।

এদিন একটি পোস্ট করা হয় ভারতীয় টিমের পক্ষ থেকে । বিসিসিআই-এর পোস্ট করা ওই ভিডিয়োতে ভারতীয় দলের ড্রেসিংরুমে দেখা মিলল ধোনির । ডাব হাতে হার্দিক পান্ডিয়া, ঈশান কিষাণ, মুকেশ কুমারদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন বিশ্বজয়ী অধিনায়ক । শুধু নিঁখাদ আড্ডাই নয়, একসময়ের সতীর্থদের মূল্যবান পরামর্শও দিলেন তিনি ।

আরও পড়ুন: 'অস্ত্র' বদলেছে, অস্ত্রচালনার ধরন বদলায়নি ! টেনিস কোর্টেও সপ্রতিভ ধোনি

এরই মধ্যে শোনা যাচ্ছে, ভারতীয় দলের সঙ্গে আবারও জুড়তে পারেন ধোনির নাম (MS Dhoni May Return in Team India) ৷ একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ধোনিকে আবারও ভারতীয় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে ৷ প্রসঙ্গত, টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ধরাশায়ী হয়ে গিয়েছিল ভারতীয় দল ৷ 10 উইকেটে হারতে হয়েছে রোহিত শর্মাদের ৷ একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ধোনিকে ভারতীয় দলে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে ৷ সেক্ষেত্রে ধোনিকে স্বার্থ সংঘাতের সম্ভাবনা এড়াতে আইপিএল থেকে সরে দাঁড়াতে হবে ৷ ওই রিপোর্টে দাবি করা হয়েছে, বিসিসিআই আধিকারিকরা মনে করছেন কোচ রাহুল দ্রাবিড়ের পক্ষে তিনটি ফরম্যাট একসঙ্গে সামলানো সম্ভব হচ্ছে না ৷ তাই কাজের চাপ কমাতে দায়িত্ব ভাগ করে দিতে চাইছে বিসিসিআই ৷

আরও পড়ুন: নাইট শিবিরে শার্দূল, আইপিএল থেকে সরে দাঁড়ালেন কামিন্স ও বিলিংস

ওই রিপোর্টেও এও উল্লেখ করা হয়েছে, বোর্ডের তরফে ভাবনাচিন্তা চলছে 2024 টি-20 বিশ্বকাপের আগে ধোনিকে দলের ডিরেক্টর করা হতে পারে ৷ তবে, ওই রিপোর্ট সত্যতা বোর্ডের তরফে কোনও কর্তা নিশ্চিত করেননি ৷ শোনা যাচ্ছে, নভেম্বর মাসের শেষে বিসিসিআই এর অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে ধোনিকে ভারতীয় দলের সঙ্গে জুড়ে দেওয়া বিষয়টি তোলা হতে পারে ৷

রাঁচি, 26 জানুয়ারি: মাহির ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার খেলতে নামছে ভারত (India will face New Zealand in T20) । ওডিআই সিরিজে কিউয়িদের পর্যুদস্ত করার পর এবার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে নামবে 'মেন ইন ব্লু' । তার আগেই 'পান্ডিয়া অ্যান্ড কোং'কে চমকে দিলেন তাদেরই প্রাক্তন নেতা (MS Dhoni pays a Surprise visit at Indian Dressing room) । ম্যাচের আগে এদিন ড্রেসিংরুমে হাজির হন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ।

এদিন একটি পোস্ট করা হয় ভারতীয় টিমের পক্ষ থেকে । বিসিসিআই-এর পোস্ট করা ওই ভিডিয়োতে ভারতীয় দলের ড্রেসিংরুমে দেখা মিলল ধোনির । ডাব হাতে হার্দিক পান্ডিয়া, ঈশান কিষাণ, মুকেশ কুমারদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন বিশ্বজয়ী অধিনায়ক । শুধু নিঁখাদ আড্ডাই নয়, একসময়ের সতীর্থদের মূল্যবান পরামর্শও দিলেন তিনি ।

আরও পড়ুন: 'অস্ত্র' বদলেছে, অস্ত্রচালনার ধরন বদলায়নি ! টেনিস কোর্টেও সপ্রতিভ ধোনি

এরই মধ্যে শোনা যাচ্ছে, ভারতীয় দলের সঙ্গে আবারও জুড়তে পারেন ধোনির নাম (MS Dhoni May Return in Team India) ৷ একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ধোনিকে আবারও ভারতীয় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে ৷ প্রসঙ্গত, টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ধরাশায়ী হয়ে গিয়েছিল ভারতীয় দল ৷ 10 উইকেটে হারতে হয়েছে রোহিত শর্মাদের ৷ একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ধোনিকে ভারতীয় দলে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে ৷ সেক্ষেত্রে ধোনিকে স্বার্থ সংঘাতের সম্ভাবনা এড়াতে আইপিএল থেকে সরে দাঁড়াতে হবে ৷ ওই রিপোর্টে দাবি করা হয়েছে, বিসিসিআই আধিকারিকরা মনে করছেন কোচ রাহুল দ্রাবিড়ের পক্ষে তিনটি ফরম্যাট একসঙ্গে সামলানো সম্ভব হচ্ছে না ৷ তাই কাজের চাপ কমাতে দায়িত্ব ভাগ করে দিতে চাইছে বিসিসিআই ৷

আরও পড়ুন: নাইট শিবিরে শার্দূল, আইপিএল থেকে সরে দাঁড়ালেন কামিন্স ও বিলিংস

ওই রিপোর্টেও এও উল্লেখ করা হয়েছে, বোর্ডের তরফে ভাবনাচিন্তা চলছে 2024 টি-20 বিশ্বকাপের আগে ধোনিকে দলের ডিরেক্টর করা হতে পারে ৷ তবে, ওই রিপোর্ট সত্যতা বোর্ডের তরফে কোনও কর্তা নিশ্চিত করেননি ৷ শোনা যাচ্ছে, নভেম্বর মাসের শেষে বিসিসিআই এর অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে ধোনিকে ভারতীয় দলের সঙ্গে জুড়ে দেওয়া বিষয়টি তোলা হতে পারে ৷

Last Updated : Jan 26, 2023, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.