মুম্বই, 15 নভেম্বর: ভারতীয় দলের সঙ্গে আবারও জুড়তে পারেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni May Return in Team India) ৷ একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ধোনিকে আবারও ভারতীয় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে ৷ প্রসঙ্গত, টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ধরাশায়ী হয়ে গিয়েছিল ভারতীয় দল ৷ 10 উইকেটে হারতে হয়েছে রোহিত শর্মাদের ৷ তবে, এটাই প্রথম নয় ৷ এর আগেও আইসিসি টুর্নামেন্টে নকআউট পর্ব থেকে অনেকবার ভারতকে বিদায় নিতে হয়েছে ৷
এই পরিস্থিতিতে একটিত রিপোর্টে দাবি করা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় দলে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে ৷ সেক্ষেত্রে ধোনিকে স্বার্থ সংঘাতের সম্ভাবনা এড়াতে আইপিএল থেকে সরে দাঁড়াতে হবে ৷ ওই রিপোর্টে দাবি করা হয়েছে, বিসিসিআই আধিকারিকরা মনে করছেন কোচ রাহুল দ্রাবিড়ের পক্ষে তিনটি ফরম্যাট একসঙ্গে সামলানো সম্ভব হচ্ছে না ৷ তাই কাজের চাপ কমাতে দায়িত্ব ভাগ করে দিতে চাইছে বিসিসিআই ৷
আরও পড়ুন: নাইট শিবিরে শার্দূল, আইপিএল থেকে সরে দাঁড়ালেন কামিন্স ও বিলিংস
ওই রিপোর্টেও এও উল্লেখ করা হয়েছে, বোর্ডের তরফে ভাবনাচিন্তা চলছে 2024 টি-20 বিশ্বকাপের আগে ধোনিকে দলের ডিরেক্টর করা হতে পারে ৷ তবে, ওই রিপোর্ট সত্যতা বোর্ডের তরফে কোনও কর্তা নিশ্চিত করেননি ৷ শোনা যাচ্ছে, নভেম্বর মাসের শেষে বিসিসিআই এর অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে ধোনিকে ভারতীয় দলের সঙ্গে জুড়ে দেওয়া বিষয়টি তোলা হতে পারে ৷