ETV Bharat / sports

MS Dhoni: অস্ট্রেলিয়ায় কাপযুদ্ধে রোহিতদের লাকি ম্যাসকট হতে চান মাহি, ফেরালেন 2011 বিশ্বকাপের হেয়ার স্টাইল়

অস্ট্রেলিয়ায় টি20 বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় দলের লাকি ম্যাসকট মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni Hoping to be Lucky Mascot for India) ৷ একটি বিস্কুট সংস্থার বিজ্ঞাপনে নিজেকে সেই ভাবেই তুলে ধরলেন এমএস ৷

ms-dhoni-hoping-to-be-lucky-mascot-for-india-in-t20-world-cup-brings-back-2011-hairstyle
ms-dhoni-hoping-to-be-lucky-mascot-for-india-in-t20-world-cup-brings-back-2011-hairstyle
author img

By

Published : Oct 4, 2022, 11:59 AM IST

Updated : Oct 4, 2022, 2:11 PM IST

কলকাতা, 4 অক্টোবর: টি20 বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় দলের 'সৌভাগ্য' হয়ে উঠতে চাইছেন প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni Hoping to be Lucky Mascot for India) ৷ আর তাই 2011 ক্রিকেট বিশ্বকাপের সময়কার হেয়ার স্টাইল ফিরিয়ে আনলেন মাহি ৷ ফেসবুকে সেই ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷ একটি কুকিজ সংস্থার বিজ্ঞাপনে এভাবেই নিজেকে তুলে ধরছেন এমএস ৷

কুকিজের প্রচারমূলক ওই ভিডিয়োতে হেয়ার স্টাইলিস্টকে নিজের 2011 সালের ছবি দেখিয়ে চুলের কাট করতে বলছেন ধোনি (2011 Hairstyle of MS Dhoni) ৷ যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে, ছবি মিলিয়ে হেয়ার ডিজাইনারকে নির্দেশ দিতে দেখা যাচ্ছে । আগামী 16 অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ ৷ টুর্নামেন্টে ভারতের প্রথম খেলা রয়েছে 23 অক্টোবর ৷ পাকিস্তানের বিরুদ্ধে মূলপর্বের প্রথম ম্যাচে খেলবে ভারত ৷

আরও পড়ুন: জল্পনা সত্যি করে টি20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরা

ভিডিয়োটিতে মাহিকে বলতে শোনা গিয়েছে, বিস্কুট ব্র্যান্ডটি 2011 সালে বাজারে এসেছিল ৷ আর সেই বছরেই ভারত বিশ্বকাপ জিতেছিল ৷ আর 11 বছর পর সেই সংস্থাটি নতুন করে তাঁদের প্রোডাক্ট লঞ্চ করছে ৷ তাই 2007 সালের পর টি20 বিশ্বকাপ ফের একবার ভারতে ফিরতে পারে ৷ এমনই যোগসূত্র তৈরি করা হয়েছে বিজ্ঞাপনটিতে ৷ প্রসঙ্গত, 2007 সালে ধোনির নেতৃত্বে ভারত যখন টি20 বিশ্বকাপ জিতেছিল, সেই সময় তাঁর বড় চুল ছিল ৷ তার পরেই একটি বিজ্ঞাপনের জন্য চুল ছোট করে ফেলেন তিনি ৷ এ বার টি20 বিশ্বকাপে 2011 সালের চুলের স্টাইল ফিরিয়ে এনে ভারতের লাকি চার্ম হয়ে উঠতে চাইছেন মহেন্দ্র সিং ধোনি ৷

কলকাতা, 4 অক্টোবর: টি20 বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় দলের 'সৌভাগ্য' হয়ে উঠতে চাইছেন প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni Hoping to be Lucky Mascot for India) ৷ আর তাই 2011 ক্রিকেট বিশ্বকাপের সময়কার হেয়ার স্টাইল ফিরিয়ে আনলেন মাহি ৷ ফেসবুকে সেই ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷ একটি কুকিজ সংস্থার বিজ্ঞাপনে এভাবেই নিজেকে তুলে ধরছেন এমএস ৷

কুকিজের প্রচারমূলক ওই ভিডিয়োতে হেয়ার স্টাইলিস্টকে নিজের 2011 সালের ছবি দেখিয়ে চুলের কাট করতে বলছেন ধোনি (2011 Hairstyle of MS Dhoni) ৷ যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে, ছবি মিলিয়ে হেয়ার ডিজাইনারকে নির্দেশ দিতে দেখা যাচ্ছে । আগামী 16 অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ ৷ টুর্নামেন্টে ভারতের প্রথম খেলা রয়েছে 23 অক্টোবর ৷ পাকিস্তানের বিরুদ্ধে মূলপর্বের প্রথম ম্যাচে খেলবে ভারত ৷

আরও পড়ুন: জল্পনা সত্যি করে টি20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরা

ভিডিয়োটিতে মাহিকে বলতে শোনা গিয়েছে, বিস্কুট ব্র্যান্ডটি 2011 সালে বাজারে এসেছিল ৷ আর সেই বছরেই ভারত বিশ্বকাপ জিতেছিল ৷ আর 11 বছর পর সেই সংস্থাটি নতুন করে তাঁদের প্রোডাক্ট লঞ্চ করছে ৷ তাই 2007 সালের পর টি20 বিশ্বকাপ ফের একবার ভারতে ফিরতে পারে ৷ এমনই যোগসূত্র তৈরি করা হয়েছে বিজ্ঞাপনটিতে ৷ প্রসঙ্গত, 2007 সালে ধোনির নেতৃত্বে ভারত যখন টি20 বিশ্বকাপ জিতেছিল, সেই সময় তাঁর বড় চুল ছিল ৷ তার পরেই একটি বিজ্ঞাপনের জন্য চুল ছোট করে ফেলেন তিনি ৷ এ বার টি20 বিশ্বকাপে 2011 সালের চুলের স্টাইল ফিরিয়ে এনে ভারতের লাকি চার্ম হয়ে উঠতে চাইছেন মহেন্দ্র সিং ধোনি ৷

Last Updated : Oct 4, 2022, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.