কলকাতা, 4 অক্টোবর: টি20 বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় দলের 'সৌভাগ্য' হয়ে উঠতে চাইছেন প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni Hoping to be Lucky Mascot for India) ৷ আর তাই 2011 ক্রিকেট বিশ্বকাপের সময়কার হেয়ার স্টাইল ফিরিয়ে আনলেন মাহি ৷ ফেসবুকে সেই ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷ একটি কুকিজ সংস্থার বিজ্ঞাপনে এভাবেই নিজেকে তুলে ধরছেন এমএস ৷
কুকিজের প্রচারমূলক ওই ভিডিয়োতে হেয়ার স্টাইলিস্টকে নিজের 2011 সালের ছবি দেখিয়ে চুলের কাট করতে বলছেন ধোনি (2011 Hairstyle of MS Dhoni) ৷ যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে, ছবি মিলিয়ে হেয়ার ডিজাইনারকে নির্দেশ দিতে দেখা যাচ্ছে । আগামী 16 অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ ৷ টুর্নামেন্টে ভারতের প্রথম খেলা রয়েছে 23 অক্টোবর ৷ পাকিস্তানের বিরুদ্ধে মূলপর্বের প্রথম ম্যাচে খেলবে ভারত ৷
আরও পড়ুন: জল্পনা সত্যি করে টি20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরা
ভিডিয়োটিতে মাহিকে বলতে শোনা গিয়েছে, বিস্কুট ব্র্যান্ডটি 2011 সালে বাজারে এসেছিল ৷ আর সেই বছরেই ভারত বিশ্বকাপ জিতেছিল ৷ আর 11 বছর পর সেই সংস্থাটি নতুন করে তাঁদের প্রোডাক্ট লঞ্চ করছে ৷ তাই 2007 সালের পর টি20 বিশ্বকাপ ফের একবার ভারতে ফিরতে পারে ৷ এমনই যোগসূত্র তৈরি করা হয়েছে বিজ্ঞাপনটিতে ৷ প্রসঙ্গত, 2007 সালে ধোনির নেতৃত্বে ভারত যখন টি20 বিশ্বকাপ জিতেছিল, সেই সময় তাঁর বড় চুল ছিল ৷ তার পরেই একটি বিজ্ঞাপনের জন্য চুল ছোট করে ফেলেন তিনি ৷ এ বার টি20 বিশ্বকাপে 2011 সালের চুলের স্টাইল ফিরিয়ে এনে ভারতের লাকি চার্ম হয়ে উঠতে চাইছেন মহেন্দ্র সিং ধোনি ৷