মোহালি, 18 সেপ্টেম্বর: করোনা আক্রান্ত মহম্মদ শামি । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-20 সিরিজে খেলতে পারবেন না বঙ্গ পেসার ৷ রবিবার মোহালিতে পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের সদস্যরা (Mohammed Shami ruled out of Australia Series) ৷ এই দলে সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল শামিরও । কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় সিরিজ থেকেই ছিটকে গেলেন ভারতের অন্যতম বোলিং ভরসা ৷ আপাতত সাতদিন নিভৃতবাসে থাকবেন তিনি ৷ তাঁর বদলে দলে এসেছেন উমেশ যাদব ৷ ইংল্যান্ডে কাউন্টি খেলতে ব্যস্ত ছিলেন তিনি ৷
আসন্ন টি-20 বিশ্বকাপের 15 জনের দলে তাঁকে রাখেননি নির্বাচকরা ৷ বাংলার বোলিং মায়েস্ত্রোর জায়গা হয়েছে রিজার্ভ দলে ৷ যদিও অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে রয়েছেন শামি । টি-20 বিশ্বকাপের পর এখনও নীল জার্সি গায়ে মাঠে নামেননি শামি ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে না-খেলায় শামির উপর চাপ আরও বাড়ল ৷
-
Update 🚨 - Mohd. Shami tests positive for COVID-19, Navdeep Saini ruled out of India ‘A’ series.
— BCCI (@BCCI) September 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
More details ⬇️https://t.co/XEhzkqh4FD
">Update 🚨 - Mohd. Shami tests positive for COVID-19, Navdeep Saini ruled out of India ‘A’ series.
— BCCI (@BCCI) September 18, 2022
More details ⬇️https://t.co/XEhzkqh4FDUpdate 🚨 - Mohd. Shami tests positive for COVID-19, Navdeep Saini ruled out of India ‘A’ series.
— BCCI (@BCCI) September 18, 2022
More details ⬇️https://t.co/XEhzkqh4FD
আরও পড়ুন: স্বর্গোদ্যানে এক ম্যাচে জোড়া শতরান, জমকালো বোধন লেজেন্ডস লিগের
আইপিলে গুজরাত টাইটান্সকে ট্রফি জেতানোর পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন শামি ৷ 16টি ম্যাচে ঝুলিতে পুরেছিলেন 20টি উইকেট । ফলে এশিয়া কাপে বোলারদের ব্যর্থতার পর শামিকে দলে ফেরানোর দাবি আরও বেড়েছে ৷ তারপরেই দুই সিরিজে তাঁকে দলে ফেরানো হয় ৷ সমস্ত কিছু ঠিক থাকলে প্রোটিয়াদের বিরুদ্ধে দলে ফিরবেন বাংলার জোরে বোলার ।