ETV Bharat / sports

Mohammed Shami: অজিদের বিরুদ্ধে শামি ‘শো’! বিশ্বকাপে থিঙ্কট্যাঙ্কের চিন্তা বাড়ালেন বঙ্গ পেসার - ক্রিকেট

এশিয়া কাপের ফাইনালে সিরাজের পারফর্ম্যান্স বিশ্বকাপের আগে বোলিং নিয়ে ‘মেন ইন ব্লু’র একাদশ নির্বাচনের চাপ কমিয়েছিল ৷ এবার বাংলার পেসারের পারফর্ম্যান্স দলের থিঙ্কট্যাঙ্কের কাজ ফের বাড়িয়ে দিল ৷ শামির শিকারের তালিকায় রয়েছেন মিশেল মার্শ, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিশরা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 7:35 PM IST

Updated : Sep 22, 2023, 10:59 PM IST

মোহালি, 22 সেপ্টেম্বর: এশিয়া কাপের ম্যাচে দলের থাকলেও গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে জায়গা হয়নি ৷ ফাইনালে মহম্মদ সিরাজের দুরন্ত পারফর্ম্যান্স একাদশের পথ আরও সংকীর্ণ করেছে ৷ টুর্নামেন্ট শেষে কলকাতা ফিরেই ছুটতে হয়েছিল আলিপুর আদালতে ৷ গার্হ্যস্থ হিংসা মামলায় তাঁকে সমন পাঠিয়েছিল আদালত ৷ সমস্ত বাধা পেরিয়ে ফের প্রত্যাবর্তন মহম্মদ শামির ৷ শুধু ফিরলেনই না, সবুজ গালিচার লড়াইয়ে বাংলার পেস-স্টার যেন এলেন, দেখলেন আর জয় করলেন ৷

অজিদের বিরুদ্ধে সিরিজে ফিরেই ঝকঝকে শামি ৷ তাঁর দাপটেই এদিন তিনশোর আগে গুটিয়ে গেল ‘কামিন্স অ্যান্ড কোং’ ৷ এটি শামির কেরিয়ারের এক ইনিংসে দ্বিতীয় 5 উইকেট ৷ এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেট পেয়েছিলেন বাংলার এই পেসার ৷ এদিন যেভাবে শামির বিষাক্ত ইনস্যুইঙ্গার স্টিভ স্মিথের উইকেট ছিটকে দিল, তা যে কোনও ব্যাটারের কাছেই দুঃস্বপ্ন ৷

ম্যাচের শুরুতেই ফিরিয়েছিলেন মিচেল মার্শকে ৷ বলের লাইন বুঝতে না-পেরে খোঁচা মেরে স্লিপে তুলে দেন অজি ব্যাটার ৷ দুরন্ত ইনস্যুইঙ্গারে স্মিথের উইকেট ছিটকে দেন ৷ তারপর একে একে ফেরান মার্কাস স্টয়নিশ, ম্যাথু শর্ট, শন অ্যাবটকে ৷ 93টি ম্যাচে 170টি উইকেট পাওয়া শামির এটাই কেরিয়ারের সেরা বোলিং ৷ বিশ্বকাপের আগে দলের অন্যতম ভরসার পেসারের পারফর্ম্যান্সে রাহুল দ্রাবিড়ের স্বস্তি বাড়াল ৷

এশিয়া কাপের ফাইনালে সিরাজের পারফর্ম্যান্স বিশ্বকাপের আগে বোলিং নিয়ে ‘মেন ইন ব্লু’র একাদশ নির্বাচনের চাপ কমিয়েছিল ৷ এবার বাংলার পেসারের পারফর্ম্যান্স দলের থিঙ্কট্যাঙ্কের কাজ ফের বাড়িয়ে দিল ৷ সিরাজের শ্রীলঙ্কার বিরুদ্ধে স্পেল পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে থাকলেও শামির শিকারের তালিকায় রয়েছেন মিশেল মার্শ, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিশরা ৷ যাদের সঙ্গে তুলনাতেই আসেন না পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিসরা ৷ ব্যাটিং পিচে অজি তারকাদের কাঁপিয়ে দিয়েছে শামির বহ্মাস্ত্র ৷ ফলে বিশ্বকাপে ‘মেন ইন ব্লু’র একাদশ গঠনের কাজ যে আরও কঠিন হয়ে গেল, তা বলাই বাহূল্য ৷

আরও পড়ুন: আলিপুর আদালতে সশরীরে হাজিরা, বিশ্বকাপের আগে জামিনে স্বস্তি শামির

মোহালি, 22 সেপ্টেম্বর: এশিয়া কাপের ম্যাচে দলের থাকলেও গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে জায়গা হয়নি ৷ ফাইনালে মহম্মদ সিরাজের দুরন্ত পারফর্ম্যান্স একাদশের পথ আরও সংকীর্ণ করেছে ৷ টুর্নামেন্ট শেষে কলকাতা ফিরেই ছুটতে হয়েছিল আলিপুর আদালতে ৷ গার্হ্যস্থ হিংসা মামলায় তাঁকে সমন পাঠিয়েছিল আদালত ৷ সমস্ত বাধা পেরিয়ে ফের প্রত্যাবর্তন মহম্মদ শামির ৷ শুধু ফিরলেনই না, সবুজ গালিচার লড়াইয়ে বাংলার পেস-স্টার যেন এলেন, দেখলেন আর জয় করলেন ৷

অজিদের বিরুদ্ধে সিরিজে ফিরেই ঝকঝকে শামি ৷ তাঁর দাপটেই এদিন তিনশোর আগে গুটিয়ে গেল ‘কামিন্স অ্যান্ড কোং’ ৷ এটি শামির কেরিয়ারের এক ইনিংসে দ্বিতীয় 5 উইকেট ৷ এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেট পেয়েছিলেন বাংলার এই পেসার ৷ এদিন যেভাবে শামির বিষাক্ত ইনস্যুইঙ্গার স্টিভ স্মিথের উইকেট ছিটকে দিল, তা যে কোনও ব্যাটারের কাছেই দুঃস্বপ্ন ৷

ম্যাচের শুরুতেই ফিরিয়েছিলেন মিচেল মার্শকে ৷ বলের লাইন বুঝতে না-পেরে খোঁচা মেরে স্লিপে তুলে দেন অজি ব্যাটার ৷ দুরন্ত ইনস্যুইঙ্গারে স্মিথের উইকেট ছিটকে দেন ৷ তারপর একে একে ফেরান মার্কাস স্টয়নিশ, ম্যাথু শর্ট, শন অ্যাবটকে ৷ 93টি ম্যাচে 170টি উইকেট পাওয়া শামির এটাই কেরিয়ারের সেরা বোলিং ৷ বিশ্বকাপের আগে দলের অন্যতম ভরসার পেসারের পারফর্ম্যান্সে রাহুল দ্রাবিড়ের স্বস্তি বাড়াল ৷

এশিয়া কাপের ফাইনালে সিরাজের পারফর্ম্যান্স বিশ্বকাপের আগে বোলিং নিয়ে ‘মেন ইন ব্লু’র একাদশ নির্বাচনের চাপ কমিয়েছিল ৷ এবার বাংলার পেসারের পারফর্ম্যান্স দলের থিঙ্কট্যাঙ্কের কাজ ফের বাড়িয়ে দিল ৷ সিরাজের শ্রীলঙ্কার বিরুদ্ধে স্পেল পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে থাকলেও শামির শিকারের তালিকায় রয়েছেন মিশেল মার্শ, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিশরা ৷ যাদের সঙ্গে তুলনাতেই আসেন না পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিসরা ৷ ব্যাটিং পিচে অজি তারকাদের কাঁপিয়ে দিয়েছে শামির বহ্মাস্ত্র ৷ ফলে বিশ্বকাপে ‘মেন ইন ব্লু’র একাদশ গঠনের কাজ যে আরও কঠিন হয়ে গেল, তা বলাই বাহূল্য ৷

আরও পড়ুন: আলিপুর আদালতে সশরীরে হাজিরা, বিশ্বকাপের আগে জামিনে স্বস্তি শামির

Last Updated : Sep 22, 2023, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.