ETV Bharat / sports

T20 World Cup: বিশ্বকাপের দল ঘোষণার পরই সরে দাঁড়ালেন মিসবা-ওয়াকার

author img

By

Published : Sep 6, 2021, 4:28 PM IST

টি-20 বিশ্বকাপে পাকিস্তানে নেতৃত্ব দেবেন বাবর আজম ৷ দলে ঠাঁই হয়নি দুই প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ ও শোয়েব মালিকের ৷ বিশ্বকাপের দল ঘোষণার পরই কোচের পদ থেকে সরে দাঁড়ান মিসবা-উল-হক এবং ওয়াকার ইউনিস ৷

Misbah and Waqar
সরে দাঁড়ালেন মিসবা-ওয়াকার

ইসলামাবাদ, 6 সেপ্টেম্বর: এই না-হলে পাকিস্তান ক্রিকেট ! বিশ্বকাপের 15 সদস্যের দল ঘোষণার পরই কোচের পদ থেকে ইস্তফা দিলেন মিসবা-উল-হক ও ওয়াকার ইউনিস ৷ এদিনই আসন্ন টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান ৷ কিন্তু 15 জনের দলে জায়গা হয়নি প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদের ৷ দলে জায়গা পাননি ফকর জামান ও ফাহিম আশরফের ৷ এছাড়াও প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিককেও দলে রাখেননি পাক নির্বাচকরা ৷ আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন বাবর আজম ৷

আরও পড়ুন : ওভালে ব্যাট হাতে ম্যাজিক, সোশ্যাল মিডিয়ায় 'লর্ড' হলেন ঠাকুর

টি-20 বিশ্বকাপের ঠিক আগেই পাকিস্তান ক্রিকেটে ডামাডোল ৷ অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ ৷ তার জন্য এদিনই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ কিন্তু এর পরই প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মিসবা-উল-হক ৷ সেই পথেই হাঁটেন বোলিং কোচ ওয়াকার ইউনিসও ৷ পিসিবি-র তরফে এমনটাই জানানো হয়েছে ৷ অন্তর্বর্তীকালীন সাপোর্ট স্টাফ হিসেবে দায়িত্ব সামলাবেন প্রাক্তন অফ-স্পিনার সাকলিন মুস্তাক ও প্রাক্তন অল-রাউন্ডার আবদ্দুল রাজ্জাক। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তান কোচের দায়িত্ব সামলাবেন এই দু'জনে ৷

আরও পড়ুন : রাহানের ফর্ম নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের ব্যাটিং কোচ

টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর মাস দেড়েক বাকি। এই অবস্থায় মিসবা ও ওয়াকার সরে দাঁড়ানোয় বেশ অস্বস্তিতে পিসিবি ৷ মিসবা ও ওয়াকার ২০১৯ সালের সেপ্টেম্বরে পাকিস্তান কোচের দায়িত্ব নিয়েছিলেন । দু'জনেরই চুক্তির মেয়াদ এখনও এক বছর বাকি ছিল। দু'জনেই বোর্ডকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন ৷ বিজ্ঞপ্তিতে বোলিং কোচ ওয়াকার সরে দাঁড়ানোর যে কারণ দেখিয়েছেন, তা নিতান্ত হাস্যকর ৷ একই সঙ্গে দুই কোচের পদত্যাগের পিছনে অন্য কোনও কারণ রয়েছে বলে মনা করা হচ্ছে ৷ ওয়াকার জানান, যেহেতু একই সঙ্গে দায়িত্ব নিয়েছিলেন, তাই মিসবা সরে দাঁড়ানোর সিদ্ধান্তে তিনিও পদত্যাগ করলেন।

ইসলামাবাদ, 6 সেপ্টেম্বর: এই না-হলে পাকিস্তান ক্রিকেট ! বিশ্বকাপের 15 সদস্যের দল ঘোষণার পরই কোচের পদ থেকে ইস্তফা দিলেন মিসবা-উল-হক ও ওয়াকার ইউনিস ৷ এদিনই আসন্ন টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান ৷ কিন্তু 15 জনের দলে জায়গা হয়নি প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদের ৷ দলে জায়গা পাননি ফকর জামান ও ফাহিম আশরফের ৷ এছাড়াও প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিককেও দলে রাখেননি পাক নির্বাচকরা ৷ আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন বাবর আজম ৷

আরও পড়ুন : ওভালে ব্যাট হাতে ম্যাজিক, সোশ্যাল মিডিয়ায় 'লর্ড' হলেন ঠাকুর

টি-20 বিশ্বকাপের ঠিক আগেই পাকিস্তান ক্রিকেটে ডামাডোল ৷ অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ ৷ তার জন্য এদিনই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ কিন্তু এর পরই প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মিসবা-উল-হক ৷ সেই পথেই হাঁটেন বোলিং কোচ ওয়াকার ইউনিসও ৷ পিসিবি-র তরফে এমনটাই জানানো হয়েছে ৷ অন্তর্বর্তীকালীন সাপোর্ট স্টাফ হিসেবে দায়িত্ব সামলাবেন প্রাক্তন অফ-স্পিনার সাকলিন মুস্তাক ও প্রাক্তন অল-রাউন্ডার আবদ্দুল রাজ্জাক। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তান কোচের দায়িত্ব সামলাবেন এই দু'জনে ৷

আরও পড়ুন : রাহানের ফর্ম নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের ব্যাটিং কোচ

টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর মাস দেড়েক বাকি। এই অবস্থায় মিসবা ও ওয়াকার সরে দাঁড়ানোয় বেশ অস্বস্তিতে পিসিবি ৷ মিসবা ও ওয়াকার ২০১৯ সালের সেপ্টেম্বরে পাকিস্তান কোচের দায়িত্ব নিয়েছিলেন । দু'জনেরই চুক্তির মেয়াদ এখনও এক বছর বাকি ছিল। দু'জনেই বোর্ডকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন ৷ বিজ্ঞপ্তিতে বোলিং কোচ ওয়াকার সরে দাঁড়ানোর যে কারণ দেখিয়েছেন, তা নিতান্ত হাস্যকর ৷ একই সঙ্গে দুই কোচের পদত্যাগের পিছনে অন্য কোনও কারণ রয়েছে বলে মনা করা হচ্ছে ৷ ওয়াকার জানান, যেহেতু একই সঙ্গে দায়িত্ব নিয়েছিলেন, তাই মিসবা সরে দাঁড়ানোর সিদ্ধান্তে তিনিও পদত্যাগ করলেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.