ETV Bharat / sports

সচিবের বারণ সত্ত্বেও ওয়েম্বলিতে ইউরো দর্শন , করোনা আক্রান্ত ঋষভ পন্থ ?

করোনা আক্রান্ত ঋষভ পন্থ ? এই বিষয়ে ইংল্যান্ড সফরকারী দল মুখে কুলুপ এঁটেছে । তবে তিনি যে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত তা পরিষ্কার । করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে দাপটে যুক্তরাজ্যে সংক্রমণ বৃদ্ধি হয়েছে ।

india team
india team
author img

By

Published : Jul 15, 2021, 11:43 AM IST

Updated : Jul 15, 2021, 12:46 PM IST

লন্ডন , 15 জুলাই : ভারতীয় দলে করোনার তাবা । কে করোনা আক্রান্ত বিসিসিআই তা খোলসা না করলেও সুত্রের খবর করোনা আক্রান্ত ঋষভ পন্থ । বিসিসিআই সুত্রে খবর ভারতীয় দলের এক জন করোনা আক্রান্ত । টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালের পর 21 দিনের বিরতি ছিল । এই সময় তাঁর করোনা পরীক্ষার ফল পজ়িটিভ আসে । বৃহস্পতিবার দলের সঙ্গে ডারহামে যাবেন না ওই সদস্য । এই বিষয়ে ইংল্যান্ড সফরকারী ভারতীয় দল মুখে কুলুপ এঁটেছে । তবে তিনি যে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত তা পরিষ্কার । করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে দাপটে যুক্তরাজ্যে সংক্রমণ বৃদ্ধি হয়েছে ।

বিসিসিআই সচিব জয় শাহ সম্প্রতি ইংল্যান্ডে সফররত ভারতীয় দলকে একটি ইমেল পাঠান । যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে ক্রিকেটারদের সতর্ক করেন তিনি । এর পরই খবর আসে ভারতীয় দলের এক সদস্য করোনা আক্রান্ত । 4 অগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে ডারহামে বায়ো বাবলে থাকবে ভারতীয় দল ।

বিসিসিআইর এক আধিকারিক বলেছেন ," এক ক্রিকেটার করোনা আক্রান্ত , তাঁর দেহে করোনার কোনও উপসর্গ নেই ৷ এক পরিচিতের বাড়িতে সে অন্তরণে রয়েছে ৷ বৃহস্পতিবার সে ডারহামে যাচ্ছে না ৷"

আরও পড়ুন : WTC 2021-23 : ইংল্যান্ড সিরিজ় দিয়ে ভারতের অভিযান শুরু

চিঠিতে জয় শাহ প্লেয়ারদের জনবহুল স্থান এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন । কারন কোভিশিল্ড শুধু মাত্র প্রতিরোধ গড়তে সক্ষম করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্পূর্ণ অনাক্রম্যতা তৈরিতে সক্ষম নয় । জয় শাহ পরিষ্কার ভাবে ক্রিকেটারদের ইউরো ও উইম্বলডনে যেতে বারণ করেছিলেন । সেই বারণ সত্ত্বেও উইম্বলডনে ম্যাচ দেখতে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন । ওয়েম্বলিতে ইউরোর ম্যাচ দেখতে গিয়েছিলেন ঋষভ পন্থ ।

লন্ডন , 15 জুলাই : ভারতীয় দলে করোনার তাবা । কে করোনা আক্রান্ত বিসিসিআই তা খোলসা না করলেও সুত্রের খবর করোনা আক্রান্ত ঋষভ পন্থ । বিসিসিআই সুত্রে খবর ভারতীয় দলের এক জন করোনা আক্রান্ত । টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালের পর 21 দিনের বিরতি ছিল । এই সময় তাঁর করোনা পরীক্ষার ফল পজ়িটিভ আসে । বৃহস্পতিবার দলের সঙ্গে ডারহামে যাবেন না ওই সদস্য । এই বিষয়ে ইংল্যান্ড সফরকারী ভারতীয় দল মুখে কুলুপ এঁটেছে । তবে তিনি যে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত তা পরিষ্কার । করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে দাপটে যুক্তরাজ্যে সংক্রমণ বৃদ্ধি হয়েছে ।

বিসিসিআই সচিব জয় শাহ সম্প্রতি ইংল্যান্ডে সফররত ভারতীয় দলকে একটি ইমেল পাঠান । যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে ক্রিকেটারদের সতর্ক করেন তিনি । এর পরই খবর আসে ভারতীয় দলের এক সদস্য করোনা আক্রান্ত । 4 অগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে ডারহামে বায়ো বাবলে থাকবে ভারতীয় দল ।

বিসিসিআইর এক আধিকারিক বলেছেন ," এক ক্রিকেটার করোনা আক্রান্ত , তাঁর দেহে করোনার কোনও উপসর্গ নেই ৷ এক পরিচিতের বাড়িতে সে অন্তরণে রয়েছে ৷ বৃহস্পতিবার সে ডারহামে যাচ্ছে না ৷"

আরও পড়ুন : WTC 2021-23 : ইংল্যান্ড সিরিজ় দিয়ে ভারতের অভিযান শুরু

চিঠিতে জয় শাহ প্লেয়ারদের জনবহুল স্থান এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন । কারন কোভিশিল্ড শুধু মাত্র প্রতিরোধ গড়তে সক্ষম করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্পূর্ণ অনাক্রম্যতা তৈরিতে সক্ষম নয় । জয় শাহ পরিষ্কার ভাবে ক্রিকেটারদের ইউরো ও উইম্বলডনে যেতে বারণ করেছিলেন । সেই বারণ সত্ত্বেও উইম্বলডনে ম্যাচ দেখতে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন । ওয়েম্বলিতে ইউরোর ম্যাচ দেখতে গিয়েছিলেন ঋষভ পন্থ ।

Last Updated : Jul 15, 2021, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.