ETV Bharat / sports

বাঁশের তৈরি ব্যাট বেআইনি বলে জানিয়ে দিল এমসিসি - মের্লিবোর্ন ক্রিকেট অ্যাসোসিয়েশন

বাঁশের তৈরি ব্যাটকে বেআইনি ঘোষণা করল মেলবোর্ন ক্রিকেট অ্যাসোসিয়েশন বা এমসিসি ৷ বর্তমান এমসিসি আইন অনুযায়ী, 5.3.2 ধারায় ক্রিকেটের ব্যাট হতে হবে একমাত্র কাঠের ৷ তবে, এই বিষয়টি নিয়ে আইনি সাব-কমিটির বৈঠকে আলোচনা করবে ৷

mcc-rejects-bamboo-bats-says-it-will-be-illegal
বাঁশের তৈরি ব্যাট বেআইনি বলে জানিয়ে দিল এমসিসি
author img

By

Published : May 11, 2021, 2:11 PM IST

লন্ডন, 11মে : বাঁশের তৈরি ব্যাটকে বেআইনি ঘোষণা করল মেলবোর্ন ক্রিকেট অ্যাসোসিয়েশন বা এমসিসি ৷ বর্তমানে যে নিয়ম ক্রিকেটা পরিচালনা করা হয়, এটি তার পরিপন্থী বলে জানিয়েছে এমসিসি ৷ প্রসঙ্গত, লন্ডনে অবস্থিত এমসিসি কমিটি ক্রিকেটের নিয়ম নির্ধারণ করে ৷ যে কমিটিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন ৷

ক্রিকেটার আইন নির্ধারক এই সংস্থা জানিয়েছে, তারা এই বিষয়টি নিয়ে আইনি সাব-কমিটির বৈঠকে আলোচনা করবে ৷ প্রসঙ্গত, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক দার্শিল শাহ এবং বেন টিঙ্কলার দাভিস গবেষণা করে দাবি করেছেন, বাঁশের তৈরি ব্যাট আর্থিকভাবে অনেক সস্তা এবং প্রথাগত উইলো কাঠের ব্য়াটের থেকে অনেক বেশি টেকসই ৷

আরও পড়ুন : উইলোর পরিবর্তে বাঁশের ক্রিকেট ব্যাট !

তবে, বিশ্ব ক্রিকেটের নিয়ম অনুযায়ী বাঁশের তৈরি ব্যাট ব্যবহার করা বেআইনি ৷ বর্তমান এমসিসি আইন অনুযায়ী, 5.3.2 ধারায় ক্রিকেটের ব্যাট হতে হবে একমাত্র কাঠের ৷ আর তাই বাঁশের তৈরি ব্যাটকে অনুমোদন দিতে হলে আইনে পরিবর্তন করতে হবে ৷

লন্ডন, 11মে : বাঁশের তৈরি ব্যাটকে বেআইনি ঘোষণা করল মেলবোর্ন ক্রিকেট অ্যাসোসিয়েশন বা এমসিসি ৷ বর্তমানে যে নিয়ম ক্রিকেটা পরিচালনা করা হয়, এটি তার পরিপন্থী বলে জানিয়েছে এমসিসি ৷ প্রসঙ্গত, লন্ডনে অবস্থিত এমসিসি কমিটি ক্রিকেটের নিয়ম নির্ধারণ করে ৷ যে কমিটিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন ৷

ক্রিকেটার আইন নির্ধারক এই সংস্থা জানিয়েছে, তারা এই বিষয়টি নিয়ে আইনি সাব-কমিটির বৈঠকে আলোচনা করবে ৷ প্রসঙ্গত, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক দার্শিল শাহ এবং বেন টিঙ্কলার দাভিস গবেষণা করে দাবি করেছেন, বাঁশের তৈরি ব্যাট আর্থিকভাবে অনেক সস্তা এবং প্রথাগত উইলো কাঠের ব্য়াটের থেকে অনেক বেশি টেকসই ৷

আরও পড়ুন : উইলোর পরিবর্তে বাঁশের ক্রিকেট ব্যাট !

তবে, বিশ্ব ক্রিকেটের নিয়ম অনুযায়ী বাঁশের তৈরি ব্যাট ব্যবহার করা বেআইনি ৷ বর্তমান এমসিসি আইন অনুযায়ী, 5.3.2 ধারায় ক্রিকেটের ব্যাট হতে হবে একমাত্র কাঠের ৷ আর তাই বাঁশের তৈরি ব্যাটকে অনুমোদন দিতে হলে আইনে পরিবর্তন করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.