ETV Bharat / sports

IND vs NZ Test : ওয়াংখেড়েতে ময়াঙ্কের সেঞ্চুরি ঢাকল ‘বিরাট’ ব্যর্থতা - ময়াঙ্কের সেঞ্চুরি

প্রথমে ব্যাটিং নিলেও দলের 80 রানের মাথায় পরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত ৷ সেখান থেকে ম্যাচের হাল ধরেন ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ৷ তাঁর সেঞ্চুরিতে (Mayank scored his 4th test ton) প্রথম দিনের শেষে ভারতের স্কোর 4 উইকেট হারিয়ে 221 ৷ 120 রান করে ক্রিজে রয়েছেন ময়াঙ্ক ৷ 25 রানে তাঁর সঙ্গী ঋদ্ধিমান সাহা ৷

IND vs NZ Mumbai Test
ওয়াংখেড়ে ময়াঙ্কের সেঞ্চুরিতে ঢাকল ‘বিরাট’ ব্যার্থতা
author img

By

Published : Dec 3, 2021, 5:49 PM IST

Updated : Dec 3, 2021, 7:22 PM IST

মুম্বই, 3 ডিসেম্বর : প্রথমে ব্যাটিং নিলেও দলের 80 রানের মাথায় পরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত ৷ সেখান থেকে ম্যাচের হাল ধরেন ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ৷ তাঁর সেঞ্চুরিতে (Mayank scored his 4th test ton) প্রথম দিনের শেষে ভারতের স্কোর 4 উইকেট হারিয়ে 221 ৷ 246 বলে 120 রান করে ক্রিজে রয়েছেন ময়াঙ্ক ৷ 25 রানে তাঁর সঙ্গী ঋদ্ধিমান সাহা ৷

দু'বছর পর টেস্টে সেঞ্চুরি করলেন এই কর্নাটকের ব্যাটার ৷ শেষবার 2019 সালে বাংলাদেশের বিরুদ্ধে 243 রানের ইনিংস খেলেছিলেন তিনি ৷ ভারতের হয়ে এদিন শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার ময়াঙ্ক আগরওয়াল-শুভমন গিল ৷ হাফসেঞ্চুরি থেকে মাত্র 6 রান দূরে থাকা অবস্থায় বাঁ-হাতি স্পিনার আজাজ পটেলের বলে রস টেলরের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন শুভমন ৷ তারপরেই কার্যত ব্যাটিং বিপর্যয় হয় ভারতীয় দলের ৷ শূন্য রানে ফেরেন পূজারা-কোহলি ৷ তারপরেই শ্রেয়স আইয়ারকে সঙ্গী করে দলের হাল ধরেন ময়াঙ্ক ৷

আরও পড়ুন : Kohli sets Unwanted Record : লজ্জার রেকর্ডে পতৌদিকে টপকালেন কোহলি

বৃষ্টি না হলেও দ্বিতীয় টেস্টের প্রথমদিনের প্রথম সেশনটাই ভেস্তে যায় ৷ বিগত দু'দিনের বৃষ্টির জেরে ভিজে ছিল ওয়াংখেড়ের আউটফিল্ড ৷ যার জেরে টসটাই সম্ভব হয়নি প্রথমদিন মর্নিং সেশনে (Toss was delayed due to wet outfield at wankhede) ৷ দফায়-দফায় আউটফিল্ড পরীক্ষা করে প্রথম সেশনের খেলা বাতিল করার সিদ্ধান্ত নেন ম্যাচ অফিসিয়ালরা ৷

মুম্বই, 3 ডিসেম্বর : প্রথমে ব্যাটিং নিলেও দলের 80 রানের মাথায় পরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত ৷ সেখান থেকে ম্যাচের হাল ধরেন ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ৷ তাঁর সেঞ্চুরিতে (Mayank scored his 4th test ton) প্রথম দিনের শেষে ভারতের স্কোর 4 উইকেট হারিয়ে 221 ৷ 246 বলে 120 রান করে ক্রিজে রয়েছেন ময়াঙ্ক ৷ 25 রানে তাঁর সঙ্গী ঋদ্ধিমান সাহা ৷

দু'বছর পর টেস্টে সেঞ্চুরি করলেন এই কর্নাটকের ব্যাটার ৷ শেষবার 2019 সালে বাংলাদেশের বিরুদ্ধে 243 রানের ইনিংস খেলেছিলেন তিনি ৷ ভারতের হয়ে এদিন শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার ময়াঙ্ক আগরওয়াল-শুভমন গিল ৷ হাফসেঞ্চুরি থেকে মাত্র 6 রান দূরে থাকা অবস্থায় বাঁ-হাতি স্পিনার আজাজ পটেলের বলে রস টেলরের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন শুভমন ৷ তারপরেই কার্যত ব্যাটিং বিপর্যয় হয় ভারতীয় দলের ৷ শূন্য রানে ফেরেন পূজারা-কোহলি ৷ তারপরেই শ্রেয়স আইয়ারকে সঙ্গী করে দলের হাল ধরেন ময়াঙ্ক ৷

আরও পড়ুন : Kohli sets Unwanted Record : লজ্জার রেকর্ডে পতৌদিকে টপকালেন কোহলি

বৃষ্টি না হলেও দ্বিতীয় টেস্টের প্রথমদিনের প্রথম সেশনটাই ভেস্তে যায় ৷ বিগত দু'দিনের বৃষ্টির জেরে ভিজে ছিল ওয়াংখেড়ের আউটফিল্ড ৷ যার জেরে টসটাই সম্ভব হয়নি প্রথমদিন মর্নিং সেশনে (Toss was delayed due to wet outfield at wankhede) ৷ দফায়-দফায় আউটফিল্ড পরীক্ষা করে প্রথম সেশনের খেলা বাতিল করার সিদ্ধান্ত নেন ম্যাচ অফিসিয়ালরা ৷

Last Updated : Dec 3, 2021, 7:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.