ETV Bharat / sports

Australia Squad for ICC CWC: লাবুশানকে বাদ দিয়ে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা অস্ট্রেলিয়ার - Marnus Labuschagne Out of Preliminary CWC Squad

Marnus Labuschagne Out of Preliminary CWC Squad: অক্টোবর থেকে শুরু হচ্ছে আইসিসি বিশ্বকাপ ৷ তার আগে প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল অস্ট্রেলিয়া ৷ কিন্তু, সেই স্কোয়াডে নাম নেই মার্নস লাবুশানের ৷ বরং জায়গা পেয়েছেন এখনও দেশের হয়ে একটিও ওয়ান ডে না খেলা তনবীর সাঙ্গা এবং অ্যারন হার্ডি ৷

Image Courtesy: ICC Twitter
Image Courtesy: ICC Twitter
author img

By

Published : Aug 7, 2023, 2:43 PM IST

Updated : Aug 7, 2023, 3:10 PM IST

দুবাই, 7 অগস্ট: আসন্ন বিশ্বকাপের জন্য 18 জনের প্রাথমিক দল বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ আশ্চর্যভাবে সেই দলে জায়গা পেলেন না মার্নাস লাবুশান ৷ আর লাবুশানের বাদ পড়া নিয়ে শুরু হয়েছে জোর চর্চা ৷ বদলে 18 জনের যে প্রাথমিক দল ঘোষণা হয়েছে, সেখানে আনক্যাপড লেগ-স্পিনার তনবীর সাঙ্গা এবং অলরাউন্ডার অ্যারন হার্ডিকে রাখা হয়েছে ৷ এই 18 জনের স্কোয়াড থেকে বিশ্বকাপের চূড়ান্ত 15 জনের দল বাছাই করবেন প্রাক্তন অজি অধিনায়ক তথা অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি ৷

দল বাছাই নিয়ে বেইলি জানিয়েছেন, বিশ্বকাপের এই স্কোয়াড গত কয়েক বছরে অস্ট্রেলিয়ার সেরা ৷ কিন্তু, মার্নাস লাবুশানকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি ৷ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম এগারোর নিয়মিত সদস্য় লাবুশান গত দু'বছরে ওয়ান ডে দলেও নিয়মিত ছিলেন ৷ তিনে ব্যাট করতে নেমেও সফল হয়েছিলেন ৷ কিন্তু হঠাৎ করে ফর্মে থাকা লাবুশানকে প্রাথমিক দল থেকে বাদ দেওয়ায় অবাক অস্ট্রেলিয়ার প্রাক্তনীরা ৷ উল্লেখ্য, লাবুশান 2020 সালে ওয়ান ডে দলে অভিষেকের পর থেকে মাত্র 8টি ম্যাচে দলের বাইরে থেকেছেন লাবুশেন ৷ তাও শুরুর দিকে ৷

অন্যদিকে, তনবীর সাঙ্গা এবং অ্যারন হার্ডির সংযোজন নিয়ে জর্জ বেইলি বলেন, ‘‘সাঙ্গাকে বিশ্বকাপের 15 জনের দলে জায়গা করতে অ্যাডাম জাম্পা এবং অ্যাশটন আগারের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে ৷’’ একইভাবে অনভিজ্ঞ অ্যারন হার্ডির লড়াই হবে মিচেল মার্শ, মার্কস স্টইনিস, ক্যামরন গ্রিন এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো প্লেয়ারদের সঙ্গে ৷ তবে এই দুই তরুণ ক্রিকেটার হয়তো অতিরিক্ত প্লেয়ারের তালিকাতেই থাকবেন ৷

আরও পড়ুন: মিলল সরকারি ছাড়পত্র, ভারতে বিশ্বকাপ খেলতে আসায় বাধা রইল না বাবরদের

তবে অস্ট্রেলিয়ার এই স্কোয়াডে সময়ের বিপরীতে ছুটছেন অধিনায়ক প্যাট কামিন্স ৷ তাঁর নন-বোলিং আর্ম অর্থাৎ, বাঁ-হাতের কবজিতে চিড় ধরেছে ৷ ওভাল টেস্টের প্রথমদিনেই চোট পেয়েছিলেন তিনি ৷ এ দিন নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, কামিন্সের চোট সারতে অন্তত 6 সপ্তাহ সময় লাগবে ৷ বাঁ-হাতের কবজিতে কোনওরকম চাপ না দিতে নিষেধ করা হয়েছে তাঁকে ৷ এই পরিস্থিতিতে বিশ্বকাপের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

বিশেষত, ফিট হলেও ম্যাচ প্র্যাকটিস পাবেন কি না, সেটাও দেখার ৷ সেক্ষেত্রে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে খেলতে পারেন কামিন্স ৷ তবে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে প্যাট কামিন্সের খেলার কোনও সম্ভাবনাই নেই ৷

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রাথমিক দল- প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন আগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হেজলউড, ট্রাভিস হেড, জশ ইঙ্গলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তনবীর সাঙ্গা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কস স্টইনিস , ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা ৷

দুবাই, 7 অগস্ট: আসন্ন বিশ্বকাপের জন্য 18 জনের প্রাথমিক দল বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ আশ্চর্যভাবে সেই দলে জায়গা পেলেন না মার্নাস লাবুশান ৷ আর লাবুশানের বাদ পড়া নিয়ে শুরু হয়েছে জোর চর্চা ৷ বদলে 18 জনের যে প্রাথমিক দল ঘোষণা হয়েছে, সেখানে আনক্যাপড লেগ-স্পিনার তনবীর সাঙ্গা এবং অলরাউন্ডার অ্যারন হার্ডিকে রাখা হয়েছে ৷ এই 18 জনের স্কোয়াড থেকে বিশ্বকাপের চূড়ান্ত 15 জনের দল বাছাই করবেন প্রাক্তন অজি অধিনায়ক তথা অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি ৷

দল বাছাই নিয়ে বেইলি জানিয়েছেন, বিশ্বকাপের এই স্কোয়াড গত কয়েক বছরে অস্ট্রেলিয়ার সেরা ৷ কিন্তু, মার্নাস লাবুশানকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি ৷ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম এগারোর নিয়মিত সদস্য় লাবুশান গত দু'বছরে ওয়ান ডে দলেও নিয়মিত ছিলেন ৷ তিনে ব্যাট করতে নেমেও সফল হয়েছিলেন ৷ কিন্তু হঠাৎ করে ফর্মে থাকা লাবুশানকে প্রাথমিক দল থেকে বাদ দেওয়ায় অবাক অস্ট্রেলিয়ার প্রাক্তনীরা ৷ উল্লেখ্য, লাবুশান 2020 সালে ওয়ান ডে দলে অভিষেকের পর থেকে মাত্র 8টি ম্যাচে দলের বাইরে থেকেছেন লাবুশেন ৷ তাও শুরুর দিকে ৷

অন্যদিকে, তনবীর সাঙ্গা এবং অ্যারন হার্ডির সংযোজন নিয়ে জর্জ বেইলি বলেন, ‘‘সাঙ্গাকে বিশ্বকাপের 15 জনের দলে জায়গা করতে অ্যাডাম জাম্পা এবং অ্যাশটন আগারের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে ৷’’ একইভাবে অনভিজ্ঞ অ্যারন হার্ডির লড়াই হবে মিচেল মার্শ, মার্কস স্টইনিস, ক্যামরন গ্রিন এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো প্লেয়ারদের সঙ্গে ৷ তবে এই দুই তরুণ ক্রিকেটার হয়তো অতিরিক্ত প্লেয়ারের তালিকাতেই থাকবেন ৷

আরও পড়ুন: মিলল সরকারি ছাড়পত্র, ভারতে বিশ্বকাপ খেলতে আসায় বাধা রইল না বাবরদের

তবে অস্ট্রেলিয়ার এই স্কোয়াডে সময়ের বিপরীতে ছুটছেন অধিনায়ক প্যাট কামিন্স ৷ তাঁর নন-বোলিং আর্ম অর্থাৎ, বাঁ-হাতের কবজিতে চিড় ধরেছে ৷ ওভাল টেস্টের প্রথমদিনেই চোট পেয়েছিলেন তিনি ৷ এ দিন নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, কামিন্সের চোট সারতে অন্তত 6 সপ্তাহ সময় লাগবে ৷ বাঁ-হাতের কবজিতে কোনওরকম চাপ না দিতে নিষেধ করা হয়েছে তাঁকে ৷ এই পরিস্থিতিতে বিশ্বকাপের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

বিশেষত, ফিট হলেও ম্যাচ প্র্যাকটিস পাবেন কি না, সেটাও দেখার ৷ সেক্ষেত্রে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে খেলতে পারেন কামিন্স ৷ তবে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে প্যাট কামিন্সের খেলার কোনও সম্ভাবনাই নেই ৷

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রাথমিক দল- প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন আগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হেজলউড, ট্রাভিস হেড, জশ ইঙ্গলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তনবীর সাঙ্গা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কস স্টইনিস , ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা ৷

Last Updated : Aug 7, 2023, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.