ETV Bharat / sports

Taylor on Warner: টেস্টে ওয়ার্নারের ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ টেলরের

এবার ডেভিড ওয়ার্নারের টেস্ট কেরিয়ার নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেলর (Mark Taylor on David Warner) ৷ এবছর অ্যাসেজের আগে এনিয়ে নির্বাচকদের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে জানান মার্ক ৷

Mark Taylor on David Warner ETV BHARAT
Mark Taylor on David Warner
author img

By

Published : Feb 26, 2023, 10:34 PM IST

সিডনি, 26 ফেব্রুয়ারি: গত কয়েকমাসে টেস্ট ক্রিকেটে সেভাবে প্রভাব ফেলতে পারেননি অস্ট্রেলিয়ান বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার ৷ এবার তাঁর প্রথম একাদশে থাকা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অজি অধিনায়ক তথা কিংবদন্তি মার্ক টেলর (Mark Taylor Urges Australian Selectors to Take Call on David Warner) ৷ অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচকদের উদ্দেশ্যে জানালেন, এবার ডেভিড ওয়ার্নারের টেস্ট কেরিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গিয়েছে ৷ বিশেষ করে চলতি বছর অ্যাসেজ সিরিজের আগে ৷

উল্লেখ্য, চলতি বর্ডার গাভাসকর ট্রফি থেকে চোটের কারণে ছিটকে যাওয়ার আগে প্রথম দু’টি টেস্টে তিনটি ইনিংসে ব্যাট করেছিলেন ওয়ার্নার ৷ কিন্তু দাগ কাটতে ব্যর্থ তিনি ৷ তাঁর এই অফ ফর্ম পিছু ছাড়ছে না ৷ নাগপুর টেস্টের দুই ইনিংসে 1 ও 10 রান করেন ডেভিড ওয়ার্নার ৷ আর দিল্লি টেস্টের প্রথম ইনিংসে মাত্র 15 রান করেছিলেন তিনি ৷ এই ইনিংসে সিরাজের বলে বাঁ-হাতের কনুইয়ে চিড় ধরায় পুরো সিরিজ থেকেই বাদ পড়ে যান তিনি ৷

সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী, অস্ট্রেলিয়ার প্রথমসারির একটি ক্রীড়া সংবাদমাধ্যমে মার্ক টেলর বলেছেন, ‘‘ডেভকে সামনে বলতে হবে যে ও 2024 সাল পর্যন্ত খেলতে চায় ৷ চলতি বছরের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে যেতে চায় ৷ ও অস্ট্রেলিয়ায় পরের গ্রীষ্মকালে খেলতে চায় ৷’’ তা না হলে, ডেভিড ওয়ার্নারকে জাতীয় নির্বাচক জর্জ বেইলি এবং টনি ডডমেইডের কোর্টেই বল ছেড়ে দিতে হবে ৷ সেইসঙ্গে নির্বাচক কমিটির সদস্য অধিনায়ক প্যাট কামিন্সের উপরেও , বলে জানান মার্ক টেলর ৷

আরও পড়ুন: আইসিসি টুর্নামেন্ট না-জেতায় ব্যর্থ অধিনায়ক বলা হয়েছিল, বিস্ফোরক বিরাট

তবে, প্রাক্তন অজি অধিনায়ক ব্যক্তিগতভাবে মনে করেন, ডেভিড ওয়ার্নারকে নিয়ে পরের সিদ্ধান্তটা নির্বাচকদের নেওয়া উচিত ৷ তিনি বলেন, ‘‘নির্বাচকদের সিদ্ধান্ত নিতে হবে ৷ নয়তো তাঁদের ডেভিড ওয়ার্নারকে ইংল্যান্ডে পাঠালে, সঙ্গে ক্যামেরন ব্যানক্রফ্ট বা ম্যাট রেনশকে বিকল্প হিসেবে রাখতে হবে দলের সঙ্গে ৷ আর ওয়ার্নার প্রথম ওপেনার হিসেবে বাছাই হবেন ৷’’ আর তা না হলে, এখনই ডেভিড ওয়ার্নারকে টেস্ট পরিকল্পনা থেকে বাদ দেওয়ার কথা বলেছেন মার্ক টেলর ৷

আরও পড়ুন: টি-20 বিশ্বকাপ জয়ের দ্বিতীয় হ্যাটট্রিকের লক্ষ্যে অজিরা, প্রতিপক্ষ নবাগত প্রোটিয়াস

সিডনি, 26 ফেব্রুয়ারি: গত কয়েকমাসে টেস্ট ক্রিকেটে সেভাবে প্রভাব ফেলতে পারেননি অস্ট্রেলিয়ান বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার ৷ এবার তাঁর প্রথম একাদশে থাকা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অজি অধিনায়ক তথা কিংবদন্তি মার্ক টেলর (Mark Taylor Urges Australian Selectors to Take Call on David Warner) ৷ অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচকদের উদ্দেশ্যে জানালেন, এবার ডেভিড ওয়ার্নারের টেস্ট কেরিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গিয়েছে ৷ বিশেষ করে চলতি বছর অ্যাসেজ সিরিজের আগে ৷

উল্লেখ্য, চলতি বর্ডার গাভাসকর ট্রফি থেকে চোটের কারণে ছিটকে যাওয়ার আগে প্রথম দু’টি টেস্টে তিনটি ইনিংসে ব্যাট করেছিলেন ওয়ার্নার ৷ কিন্তু দাগ কাটতে ব্যর্থ তিনি ৷ তাঁর এই অফ ফর্ম পিছু ছাড়ছে না ৷ নাগপুর টেস্টের দুই ইনিংসে 1 ও 10 রান করেন ডেভিড ওয়ার্নার ৷ আর দিল্লি টেস্টের প্রথম ইনিংসে মাত্র 15 রান করেছিলেন তিনি ৷ এই ইনিংসে সিরাজের বলে বাঁ-হাতের কনুইয়ে চিড় ধরায় পুরো সিরিজ থেকেই বাদ পড়ে যান তিনি ৷

সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী, অস্ট্রেলিয়ার প্রথমসারির একটি ক্রীড়া সংবাদমাধ্যমে মার্ক টেলর বলেছেন, ‘‘ডেভকে সামনে বলতে হবে যে ও 2024 সাল পর্যন্ত খেলতে চায় ৷ চলতি বছরের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে যেতে চায় ৷ ও অস্ট্রেলিয়ায় পরের গ্রীষ্মকালে খেলতে চায় ৷’’ তা না হলে, ডেভিড ওয়ার্নারকে জাতীয় নির্বাচক জর্জ বেইলি এবং টনি ডডমেইডের কোর্টেই বল ছেড়ে দিতে হবে ৷ সেইসঙ্গে নির্বাচক কমিটির সদস্য অধিনায়ক প্যাট কামিন্সের উপরেও , বলে জানান মার্ক টেলর ৷

আরও পড়ুন: আইসিসি টুর্নামেন্ট না-জেতায় ব্যর্থ অধিনায়ক বলা হয়েছিল, বিস্ফোরক বিরাট

তবে, প্রাক্তন অজি অধিনায়ক ব্যক্তিগতভাবে মনে করেন, ডেভিড ওয়ার্নারকে নিয়ে পরের সিদ্ধান্তটা নির্বাচকদের নেওয়া উচিত ৷ তিনি বলেন, ‘‘নির্বাচকদের সিদ্ধান্ত নিতে হবে ৷ নয়তো তাঁদের ডেভিড ওয়ার্নারকে ইংল্যান্ডে পাঠালে, সঙ্গে ক্যামেরন ব্যানক্রফ্ট বা ম্যাট রেনশকে বিকল্প হিসেবে রাখতে হবে দলের সঙ্গে ৷ আর ওয়ার্নার প্রথম ওপেনার হিসেবে বাছাই হবেন ৷’’ আর তা না হলে, এখনই ডেভিড ওয়ার্নারকে টেস্ট পরিকল্পনা থেকে বাদ দেওয়ার কথা বলেছেন মার্ক টেলর ৷

আরও পড়ুন: টি-20 বিশ্বকাপ জয়ের দ্বিতীয় হ্যাটট্রিকের লক্ষ্যে অজিরা, প্রতিপক্ষ নবাগত প্রোটিয়াস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.