ETV Bharat / sports

'স্বপ্ন পূরণের লক্ষ্যে তৈরি হচ্ছি', রঞ্জি নিয়ে বললেন অধিনায়ক মনোজ

Ranji Trophy 2023-24: নতুন বছরের শুরুতেই লাল বলের সর্বভারতীয় প্রতিযোগিতা শুরু হচ্ছে। গতকাল রঞ্জি ট্রফির প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করে সিএবি ৷ বিদায় বেলায় নিজের পারফরম্যান্স যাতে সমালোচকদের কথার মাঝে না-পড়ে তার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে অনুশীলন করছেন নিভৃতে।অধিনায়ক মনোজ নতুন মুখের ভিড়ে আস্থা রাখছেন ৷

অধিনায়ক মনোজ
Ranji Trophy 2023-24
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 12:30 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর: শেষবারের মতো রঞ্জি ট্রফি অভিযানে অধিনায়ক মনোজ তিওয়ারি। সেদিক থেকে নিজের ক্রিকেট জীবনের ফাইনাল ফ্রন্টেয়ার-এ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী। বর্ণময় ক্রিকেট জীবনে এখনও অধরা রঞ্জি ট্রফি জয়। তা সম্পূর্ণ হলে বুট জোড়া তুলে রাখবেন বলে আগেই জানিয়েছেন। সেই লক্ষ্যপূরণে শেষ হতে চলা ইংরেজি বছরে হঠাৎ করে অবসর ঘোষণা করেও তা প্রত্যাহার করেছেন। বিদায় বেলায় নিজের পারফরম্যান্স যাতে সমালোচকদের কথার মাঝে না-পড়ে তার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে অনুশীলন করছেন নিভৃতে।

সঙ্গী অনুষ্টুপ মজুমদার। যে নিজেও ক্রিকেট জীবনের বেলা শেষে। শেষ বছর বলেই এত প্রস্তুতি? মনোজ বলছেন, "মাঠে ফাঁকি দেওয়ার জায়গা থাকে না। ফাঁকি দিলে ফাঁকে পড়তে হয়। আমি যতদিন ক্রিকেট খেলেছি কোনওদিন প্রস্তুতিতে ফাঁক রাখিনি। নিংড়ে দিয়েছি নিজেকে। এবারও তার ব্যতিক্রম হবে না। ব্যস্ততার মধ্যে ক্রিকেট চালিয়েছি। সিএবি আস্থা রেখেছে। নির্বাচকরা আস্থা রেখেছেন। তাঁদের মর্যাদা রাখতে এবং স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি তৈরি হচ্ছি। এবার দেখা যাক ৷"

বাংলা দল আজ, শনিবার আগামিকাল এবং সোমবার অনুশীলন করে বিশাখাপত্তনম উড়ে যাবে। নতুন মরশুমে রঞ্জি ট্রফির প্রথম দুই ম্যাচের দলে নতুন মুখের ভিড়। অনেকেই বিস্মিত। অধিনায়ক মনোজ তিওয়ারি তার দলের নতুন মুখের সারি নিয়ে চিন্তিত নন। "সবাইকেই শুরু করতে হয়। সবাই একটা দিন নতুন থাকে। এই কথা সবার ক্ষেত্রেই এক। আমিও একটা দিন নতুন মুখ ছিলাম। খেলতে খেলতেই পুরানো হয়। প্রমাণিত হয়। এবারের দলে যাদের সুযোগ দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই ক্লাবের হয়ে লিগ ক্রিকেটে ভালো খেলেছে। ধারাবাহিকভাবে রান করেছে, উইকেট নিয়েছে। এটাই সেরা সময় পরবর্তী ধাপে উত্তরণের। আমি বলব যারা নতুন তাদের প্রত্যেকের কাছে প্রমাণ করার সুযোগ," সতীর্থদের নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক ৷

আরও পড়ুন:

  1. একঝাঁক নতুন মুখ নিয়ে রঞ্জি ট্রফি অভিযানে অধিনায়ক মনোজ
  2. ক্রিকেটের নন্দনকাননে পেসারদের দাপট, ইডেনে ক্রিকেট ডার্বি ড্র
  3. বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 6 নম্বরে নামল ভারত, রঞ্জি প্রস্তুতির ভিডিয়ো পোস্ট রাহানের

কলকাতা, 30 ডিসেম্বর: শেষবারের মতো রঞ্জি ট্রফি অভিযানে অধিনায়ক মনোজ তিওয়ারি। সেদিক থেকে নিজের ক্রিকেট জীবনের ফাইনাল ফ্রন্টেয়ার-এ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী। বর্ণময় ক্রিকেট জীবনে এখনও অধরা রঞ্জি ট্রফি জয়। তা সম্পূর্ণ হলে বুট জোড়া তুলে রাখবেন বলে আগেই জানিয়েছেন। সেই লক্ষ্যপূরণে শেষ হতে চলা ইংরেজি বছরে হঠাৎ করে অবসর ঘোষণা করেও তা প্রত্যাহার করেছেন। বিদায় বেলায় নিজের পারফরম্যান্স যাতে সমালোচকদের কথার মাঝে না-পড়ে তার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে অনুশীলন করছেন নিভৃতে।

সঙ্গী অনুষ্টুপ মজুমদার। যে নিজেও ক্রিকেট জীবনের বেলা শেষে। শেষ বছর বলেই এত প্রস্তুতি? মনোজ বলছেন, "মাঠে ফাঁকি দেওয়ার জায়গা থাকে না। ফাঁকি দিলে ফাঁকে পড়তে হয়। আমি যতদিন ক্রিকেট খেলেছি কোনওদিন প্রস্তুতিতে ফাঁক রাখিনি। নিংড়ে দিয়েছি নিজেকে। এবারও তার ব্যতিক্রম হবে না। ব্যস্ততার মধ্যে ক্রিকেট চালিয়েছি। সিএবি আস্থা রেখেছে। নির্বাচকরা আস্থা রেখেছেন। তাঁদের মর্যাদা রাখতে এবং স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি তৈরি হচ্ছি। এবার দেখা যাক ৷"

বাংলা দল আজ, শনিবার আগামিকাল এবং সোমবার অনুশীলন করে বিশাখাপত্তনম উড়ে যাবে। নতুন মরশুমে রঞ্জি ট্রফির প্রথম দুই ম্যাচের দলে নতুন মুখের ভিড়। অনেকেই বিস্মিত। অধিনায়ক মনোজ তিওয়ারি তার দলের নতুন মুখের সারি নিয়ে চিন্তিত নন। "সবাইকেই শুরু করতে হয়। সবাই একটা দিন নতুন থাকে। এই কথা সবার ক্ষেত্রেই এক। আমিও একটা দিন নতুন মুখ ছিলাম। খেলতে খেলতেই পুরানো হয়। প্রমাণিত হয়। এবারের দলে যাদের সুযোগ দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই ক্লাবের হয়ে লিগ ক্রিকেটে ভালো খেলেছে। ধারাবাহিকভাবে রান করেছে, উইকেট নিয়েছে। এটাই সেরা সময় পরবর্তী ধাপে উত্তরণের। আমি বলব যারা নতুন তাদের প্রত্যেকের কাছে প্রমাণ করার সুযোগ," সতীর্থদের নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক ৷

আরও পড়ুন:

  1. একঝাঁক নতুন মুখ নিয়ে রঞ্জি ট্রফি অভিযানে অধিনায়ক মনোজ
  2. ক্রিকেটের নন্দনকাননে পেসারদের দাপট, ইডেনে ক্রিকেট ডার্বি ড্র
  3. বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 6 নম্বরে নামল ভারত, রঞ্জি প্রস্তুতির ভিডিয়ো পোস্ট রাহানের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.