ETV Bharat / sports

রঞ্জিতে বাংলার নেতৃত্বে মনোজই ! ওপেনার সমস্যা মেটাতে মরিয়া নির্বাচকরা

Manoj Tiwary may Captain of Bengal team: রঞ্জি ট্রফিতে বাংলা দলের সম্ভাব্য অধিনায়ক হচ্ছেন মনোজ তিওয়ারি ৷ নির্বাচকরা 29 ডিসেম্বর দল বাছাই করবেন ৷ সেখানেই এই মরশুমে মনোজের নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করতে পারেন তাঁরা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 6:41 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর: মনোজ তিওয়ারিকে অধিনায়ক রেখেই নতুন মরশুমে রঞ্জি ট্রফির জন্য দল সাজাচ্ছেন বাংলার নির্বাচকরা ৷ ইতিমধ্যে নেতৃত্ব দেওয়া নিয়ে মনোজ তিওয়ারির সঙ্গে সিএবি-র কথা হয়েছে ৷ 5 জানুয়ারি বাংলা দল বিশাখাপত্তনমে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ খেলতে নামবে ৷ প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ ৷ তার আগে শুক্রবার 29 ডিসেম্বর দল বেছে নেওয়ার কথা নির্বাচকদের ৷ সেদিনই অধিনায়ক ঘোষণা করার কথা নির্বাচকদের ৷

উল্লেখ্য, গত মরশুমে অভিমন্যু ঈশ্বরণকে অধিনায়ক বাছা হয়েছিল ৷ কিন্তু, ভারতীয় 'এ' দলের প্রতিনিধিত্ব করার জন্য তাঁকে পুরো মরশুমে পায়নি বাংলা দল ৷ চলতি বছর মনোজ তিওয়ারি অবসরের কথা ঘোষণা করেছিলেন ৷ যদিও, 24 ঘণ্টার মধ্যে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি ৷ সেই সময়ই সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে পাশে বসিয়ে জানিয়েছিলেন কেবলমাত্র রঞ্জি ট্রফি খেলবেন তিনি ৷ আর সিএবি যদি তাঁকে নেতৃত্বের জন্য মনে করে, তিনি বিষয়টি নিয়ে ভাবতে পারেন ৷ তবে, আপাতত ক্রিকেটে মনসংযোগ করে কেবলমাত্র রঞ্জি ট্রফি জয়ের অধরা স্বপ্নপূরণ করতে চান মনোজ ৷

রঞ্জির প্রস্তুতি চললেও নেতৃত্বের দায়িত্ব কাকে দেওয়া হবে ? তা নিয়ে জল্পনা চলছে ৷ অভিমন্যু ঈশ্বরণ রঞ্জির প্রথম ম্যাচে নেই, তা নিশ্চিত ৷ তিনি এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন ৷ এই পরিস্থিতিতে অনুস্টুপ মজুমদার অটোমেটিক চয়েস হলেও, তিনি নিজে অধিনায়কত্ব নিয়ে ভাবতে রাজি নন ৷ বদলে ব্যাটিংয়ে মনসংযোগ করতে চান ৷ বিজয় হাজারে এবং মুস্তাক আলি ট্রফিতে সুদীপ ঘরামি নেতৃত্ব দিলেও, তিনি লাল বলের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত এখনও নন বলেই মত নির্বাচকদের ৷ এই অবস্থায় মনোজ তিওয়ারিই একমাত্র বিকল্প সিএবির সামনে ৷

বাংলা দলের রঞ্জি ট্রফি অভিযানের আগে চিন্তা শাহবাজ আহমেদের চোট ৷ বাংলা দলের হয়ে বাঁ-হাতি অলরাউন্ডার যথেষ্ঠ নির্ভরযোগ্য খেলোয়াড় ৷ গত মরশুমে একাধিকবার দলের প্রয়োজনে তাঁর ব্যাটে রান এসেছে ৷ আবার বল হাতে গুরুত্বপূর্ণ উইকেটও পেয়েছেন ৷ বাংলা গতবছর ফাইনাল খেলেছিল, তার অন্যতম কান্ডারি ছিলেন শাহবাজ আহমেদ ৷ এ বছর বিজয় হাজারে ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন ৷ এখন চোট সারাতে এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন তিনি ৷ তাঁর চোটের ব্যাপারে আজ কিংবা আগামিকাল সিএবিতে রিপোর্ট আসবে ৷ তারপরেই শাহবাজকে নিয়ে ভাবনাচিন্তা করবেন নির্বাচকরা ৷

নতুন রঞ্জি মরশুমে ওপেনারের খোঁজে বাংলা দল ৷ গত মরশুমে একাধিকবার ওপেনার বদল করেও সমস্যা দূর হয়নি ৷ এ বছর সেই সমস্যা দূর করতে প্রথম থেকেই ভালো ওপেনারের খোঁজে নির্বাচকরা ৷ দিয়ে সাদা বলের ক্রিকেট নতুনদের খেলানো হলেও, রঞ্জি ট্রফিতে কিছুটা অভিজ্ঞতা রয়েছে এমন খেলোয়াড়দের দলে রাখতে চাইছেন নির্বাচকরা ৷

প্রধান নির্বাচক শুভময় দাস জানিয়েছেন, সুপার লিগে ভালো পারফরম্যান্স যাদের থাকবে, তাঁদেরই বাংলা রঞ্জি ট্রফির দলে বিবেচনা করা হবে ৷ গত কয়েক বছরে বাংলার পেস আক্রমণ প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন বয়ে নিয়ে এসেছে ৷ ঈশান পোড়েল, আকাশদীপ, মুকেশ কুমারের ধারাবাহিক ভালো বোলিং বাংলাকে জয়ের পথ দেখিয়েছে ৷ এবার মুকেশ কুমার দক্ষিণ আফ্রিকাতে জাতীয় দলের সঙ্গে রয়েছেন ৷ ফলে মুকেশের বিকল্প পেসার খুঁজতে হবে নির্বাচকদের ৷

আরও পড়ুন:

  1. 'বিদেশে ভরসার নাম রাহুল' ! সেঞ্চুরিয়নে ফের সেঞ্চুরিতে দলকে টানলেন কেএল
  2. সামনে শুধু 'পান্টার' ! স্টিভকে টপকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ওয়ার্নার
  3. প্রেমিকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ প্রাক্তন নাইট ক্রিকেটারের, পালটা এফআইআর যুবতীর

কলকাতা, 27 ডিসেম্বর: মনোজ তিওয়ারিকে অধিনায়ক রেখেই নতুন মরশুমে রঞ্জি ট্রফির জন্য দল সাজাচ্ছেন বাংলার নির্বাচকরা ৷ ইতিমধ্যে নেতৃত্ব দেওয়া নিয়ে মনোজ তিওয়ারির সঙ্গে সিএবি-র কথা হয়েছে ৷ 5 জানুয়ারি বাংলা দল বিশাখাপত্তনমে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ খেলতে নামবে ৷ প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ ৷ তার আগে শুক্রবার 29 ডিসেম্বর দল বেছে নেওয়ার কথা নির্বাচকদের ৷ সেদিনই অধিনায়ক ঘোষণা করার কথা নির্বাচকদের ৷

উল্লেখ্য, গত মরশুমে অভিমন্যু ঈশ্বরণকে অধিনায়ক বাছা হয়েছিল ৷ কিন্তু, ভারতীয় 'এ' দলের প্রতিনিধিত্ব করার জন্য তাঁকে পুরো মরশুমে পায়নি বাংলা দল ৷ চলতি বছর মনোজ তিওয়ারি অবসরের কথা ঘোষণা করেছিলেন ৷ যদিও, 24 ঘণ্টার মধ্যে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি ৷ সেই সময়ই সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে পাশে বসিয়ে জানিয়েছিলেন কেবলমাত্র রঞ্জি ট্রফি খেলবেন তিনি ৷ আর সিএবি যদি তাঁকে নেতৃত্বের জন্য মনে করে, তিনি বিষয়টি নিয়ে ভাবতে পারেন ৷ তবে, আপাতত ক্রিকেটে মনসংযোগ করে কেবলমাত্র রঞ্জি ট্রফি জয়ের অধরা স্বপ্নপূরণ করতে চান মনোজ ৷

রঞ্জির প্রস্তুতি চললেও নেতৃত্বের দায়িত্ব কাকে দেওয়া হবে ? তা নিয়ে জল্পনা চলছে ৷ অভিমন্যু ঈশ্বরণ রঞ্জির প্রথম ম্যাচে নেই, তা নিশ্চিত ৷ তিনি এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন ৷ এই পরিস্থিতিতে অনুস্টুপ মজুমদার অটোমেটিক চয়েস হলেও, তিনি নিজে অধিনায়কত্ব নিয়ে ভাবতে রাজি নন ৷ বদলে ব্যাটিংয়ে মনসংযোগ করতে চান ৷ বিজয় হাজারে এবং মুস্তাক আলি ট্রফিতে সুদীপ ঘরামি নেতৃত্ব দিলেও, তিনি লাল বলের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত এখনও নন বলেই মত নির্বাচকদের ৷ এই অবস্থায় মনোজ তিওয়ারিই একমাত্র বিকল্প সিএবির সামনে ৷

বাংলা দলের রঞ্জি ট্রফি অভিযানের আগে চিন্তা শাহবাজ আহমেদের চোট ৷ বাংলা দলের হয়ে বাঁ-হাতি অলরাউন্ডার যথেষ্ঠ নির্ভরযোগ্য খেলোয়াড় ৷ গত মরশুমে একাধিকবার দলের প্রয়োজনে তাঁর ব্যাটে রান এসেছে ৷ আবার বল হাতে গুরুত্বপূর্ণ উইকেটও পেয়েছেন ৷ বাংলা গতবছর ফাইনাল খেলেছিল, তার অন্যতম কান্ডারি ছিলেন শাহবাজ আহমেদ ৷ এ বছর বিজয় হাজারে ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন ৷ এখন চোট সারাতে এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন তিনি ৷ তাঁর চোটের ব্যাপারে আজ কিংবা আগামিকাল সিএবিতে রিপোর্ট আসবে ৷ তারপরেই শাহবাজকে নিয়ে ভাবনাচিন্তা করবেন নির্বাচকরা ৷

নতুন রঞ্জি মরশুমে ওপেনারের খোঁজে বাংলা দল ৷ গত মরশুমে একাধিকবার ওপেনার বদল করেও সমস্যা দূর হয়নি ৷ এ বছর সেই সমস্যা দূর করতে প্রথম থেকেই ভালো ওপেনারের খোঁজে নির্বাচকরা ৷ দিয়ে সাদা বলের ক্রিকেট নতুনদের খেলানো হলেও, রঞ্জি ট্রফিতে কিছুটা অভিজ্ঞতা রয়েছে এমন খেলোয়াড়দের দলে রাখতে চাইছেন নির্বাচকরা ৷

প্রধান নির্বাচক শুভময় দাস জানিয়েছেন, সুপার লিগে ভালো পারফরম্যান্স যাদের থাকবে, তাঁদেরই বাংলা রঞ্জি ট্রফির দলে বিবেচনা করা হবে ৷ গত কয়েক বছরে বাংলার পেস আক্রমণ প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন বয়ে নিয়ে এসেছে ৷ ঈশান পোড়েল, আকাশদীপ, মুকেশ কুমারের ধারাবাহিক ভালো বোলিং বাংলাকে জয়ের পথ দেখিয়েছে ৷ এবার মুকেশ কুমার দক্ষিণ আফ্রিকাতে জাতীয় দলের সঙ্গে রয়েছেন ৷ ফলে মুকেশের বিকল্প পেসার খুঁজতে হবে নির্বাচকদের ৷

আরও পড়ুন:

  1. 'বিদেশে ভরসার নাম রাহুল' ! সেঞ্চুরিয়নে ফের সেঞ্চুরিতে দলকে টানলেন কেএল
  2. সামনে শুধু 'পান্টার' ! স্টিভকে টপকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ওয়ার্নার
  3. প্রেমিকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ প্রাক্তন নাইট ক্রিকেটারের, পালটা এফআইআর যুবতীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.