ETV Bharat / sports

Manoj Tiwary: স্নেহাশিসের ফোনে গলল বরফ, অবসর ভেঙে ফের বাইশ গজে ফিরছেন মনোজ - Manoj Tiwary

আবারও ব্যাট হাতে দেখা যাবে মনোজ তিওয়ারিকে ৷ অবসর ঘোষণার পরেও সিদ্ধান্ত বদল ৷ কী এমন হল ?

ETV Bharat
মনোজ তিওয়ারি
author img

By

Published : Aug 8, 2023, 12:18 PM IST

Updated : Aug 8, 2023, 1:59 PM IST

কলকাতা, 8 অগস্ট: অভিমান ভুললেন সিএবি প্রেসিডেন্টের ফোনে । অবসর ভেঙে ফের সম্ভবত ব্যাটে ফিরতে চলেছেন মনোজ তিওয়ারি । সাতদিনের মধ্যেই অবসরের সিদ্ধান্ত বদলে সম্ভবত ফের মাঠে ফিরতে চলেছেন বাংলার প্রাক্তন অধিনায়ক ৷ হাওড়ার শিবপুর বিধানসভার বর্তমান বিধায়ক রাজনীতি ও ক্রিকেট একইসঙ্গে চালাচ্ছিলেন ৷ তার মধ্যেই 3 অগস্ট বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে ক্রিকেট জীবন থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন মনোজ তিওয়ারি ৷

সেদিন থেকে আজ, মাত্র 6 দিনেই মনোজের নেওয়া এত বড় সিদ্ধান্তের বদলের পিছনে নাকি সিএবি প্রেসিডেন্টের হাত রয়েছে ৷ শোনা যাচ্ছে, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের এক ফোনেই নাকি অভিমানের বরফ গলেছে ৷ আর তারপরই এই সিদ্ধান্ত বদল ৷ তবে যা হয়েছে তা বাংলার ক্রিকেটের ভবিষ্যতের জন্য খুবই ভালো বলে মনে করছেন সকলে ৷

রঞ্জি ট্রফি জয়ের স্বপ্ন অধরা রেখে বাংলার প্রাক্তন অধিনায়কের অবসর গ্রহণের সিদ্ধান্তে খানিক অবাকই হয়েছিলেন সকলে ৷ অবশেষে সিদ্ধান্ত বদলের খবরে যে বঙ্গের ক্রিকেট মহলে স্বস্তি ফিরেছে তা বলাই বাহুল্য ৷ অবসর ঘোষণার পরে মনোজ তিওয়ারি তাঁর প্রতিক্রিয়া দিয়েছিলেন সামাজিক মাধ্যমে । কিন্তু সংবাদমাধ্যমের সামনে আসেননি । অবসর নেওয়ার পিছনে কী কারণ তা অজানাই রয়ে গিয়েছিল । হাঁটুর চোটে ভুগছিলেন । গত মরশুমে রঞ্জি ফাইনালে হারের পরে নিজের ক্রিকেট ভবিষ্যত কোন পথে তা নিয়েও জল্পনা অব্যাহত রেখেছিলেন । নতুন মরশুমে তাই তাঁর অবসর ঘোষণা বিস্ময় সৃষ্টি করেছিল ।

এটা ঠিক যে বাংলা দলে চার নম্বর ব্যাটার হিসেবে মনোজ তিওয়ারি এখনও নির্ভরতার নাম । তিনি অবসর নিলে বিকল্প খুঁজে পাওয়া কঠিন । তাছাড়া মনোজ গত মরশুমে যথেষ্ট ভালো ব্যাট করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন । এই যৌথ কাজ মুন্সিয়ানার সঙ্গে সামলানোর লোক বাংলা দলে নেই । ফলে অবসর নেওয়ার খবর পেয়ে সিএবি তৎপর হয় । প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় কথা বলেন । প্রেসিডেন্টের ফোনেই বরফ গলে । অবসরের ভাবনা আপাতত ত্যাগের সিদ্ধান্ত নেন মনোজ । আজ সন্ধ্যায় প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন মনোজ । তার আগে সিএবির সঙ্গে আলোচনায় বসবেন নিজের ক্রিকেট ভবিষ্যত রূপরেখা ঠিক করতে । তারপরেই সম্ভবত অবসর থেকে ফিরে আসার কথা জানিয়ে দেবেন তিনি ।

আরও পড়ুন : অবসর ঘোষণা মনোজ তিওয়ারির, ক্রিকেট জীবনে ইতি টানলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী

কলকাতা, 8 অগস্ট: অভিমান ভুললেন সিএবি প্রেসিডেন্টের ফোনে । অবসর ভেঙে ফের সম্ভবত ব্যাটে ফিরতে চলেছেন মনোজ তিওয়ারি । সাতদিনের মধ্যেই অবসরের সিদ্ধান্ত বদলে সম্ভবত ফের মাঠে ফিরতে চলেছেন বাংলার প্রাক্তন অধিনায়ক ৷ হাওড়ার শিবপুর বিধানসভার বর্তমান বিধায়ক রাজনীতি ও ক্রিকেট একইসঙ্গে চালাচ্ছিলেন ৷ তার মধ্যেই 3 অগস্ট বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে ক্রিকেট জীবন থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন মনোজ তিওয়ারি ৷

সেদিন থেকে আজ, মাত্র 6 দিনেই মনোজের নেওয়া এত বড় সিদ্ধান্তের বদলের পিছনে নাকি সিএবি প্রেসিডেন্টের হাত রয়েছে ৷ শোনা যাচ্ছে, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের এক ফোনেই নাকি অভিমানের বরফ গলেছে ৷ আর তারপরই এই সিদ্ধান্ত বদল ৷ তবে যা হয়েছে তা বাংলার ক্রিকেটের ভবিষ্যতের জন্য খুবই ভালো বলে মনে করছেন সকলে ৷

রঞ্জি ট্রফি জয়ের স্বপ্ন অধরা রেখে বাংলার প্রাক্তন অধিনায়কের অবসর গ্রহণের সিদ্ধান্তে খানিক অবাকই হয়েছিলেন সকলে ৷ অবশেষে সিদ্ধান্ত বদলের খবরে যে বঙ্গের ক্রিকেট মহলে স্বস্তি ফিরেছে তা বলাই বাহুল্য ৷ অবসর ঘোষণার পরে মনোজ তিওয়ারি তাঁর প্রতিক্রিয়া দিয়েছিলেন সামাজিক মাধ্যমে । কিন্তু সংবাদমাধ্যমের সামনে আসেননি । অবসর নেওয়ার পিছনে কী কারণ তা অজানাই রয়ে গিয়েছিল । হাঁটুর চোটে ভুগছিলেন । গত মরশুমে রঞ্জি ফাইনালে হারের পরে নিজের ক্রিকেট ভবিষ্যত কোন পথে তা নিয়েও জল্পনা অব্যাহত রেখেছিলেন । নতুন মরশুমে তাই তাঁর অবসর ঘোষণা বিস্ময় সৃষ্টি করেছিল ।

এটা ঠিক যে বাংলা দলে চার নম্বর ব্যাটার হিসেবে মনোজ তিওয়ারি এখনও নির্ভরতার নাম । তিনি অবসর নিলে বিকল্প খুঁজে পাওয়া কঠিন । তাছাড়া মনোজ গত মরশুমে যথেষ্ট ভালো ব্যাট করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন । এই যৌথ কাজ মুন্সিয়ানার সঙ্গে সামলানোর লোক বাংলা দলে নেই । ফলে অবসর নেওয়ার খবর পেয়ে সিএবি তৎপর হয় । প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় কথা বলেন । প্রেসিডেন্টের ফোনেই বরফ গলে । অবসরের ভাবনা আপাতত ত্যাগের সিদ্ধান্ত নেন মনোজ । আজ সন্ধ্যায় প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন মনোজ । তার আগে সিএবির সঙ্গে আলোচনায় বসবেন নিজের ক্রিকেট ভবিষ্যত রূপরেখা ঠিক করতে । তারপরেই সম্ভবত অবসর থেকে ফিরে আসার কথা জানিয়ে দেবেন তিনি ।

আরও পড়ুন : অবসর ঘোষণা মনোজ তিওয়ারির, ক্রিকেট জীবনে ইতি টানলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী

Last Updated : Aug 8, 2023, 1:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.