কলকাতা, 3 অগস্ট: রঞ্জি ট্রফি জয়ের স্বপ্ন অধরা রেখেই ক্রিকেটকে বিদায় জানালেন মনোজ তিওয়ারি। সোশাল মিডিয়ায় নিজের অবসরের কথা ঘোষণা করলেন বাংলার প্রাক্তন অধিনায়ক। হাওড়ার শিবপুর বিধানসভার বর্তমান বিধায়ক রাজনীতি এবং ক্রিকেট একইসঙ্গে চালাচ্ছিলেন। গত মরশুমে রঞ্জি ট্রফিতেও বাংলাকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর অধিনায়কত্বে গতবছর (2022-23) বাংলা দল রঞ্জি ট্রফি ফাইনাল খেলেছিল। বর্ণময় ক্রিকেট কেরিয়ারে রঞ্জি ট্রফি জয় ছাড়া বাংলার জার্সিতে প্রায় সব ট্রফি জিতেছেন। ভারতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। আইপিএলেও খেলেছেন। তাঁর এই অবসর ঘোষণা নিঃসন্দেহে বাংলার ক্রিকেটকে দৈন্য করল।
-
THANK YOU 🙏 pic.twitter.com/xFWCJHSVka
— MANOJ TIWARY (@tiwarymanoj) August 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">THANK YOU 🙏 pic.twitter.com/xFWCJHSVka
— MANOJ TIWARY (@tiwarymanoj) August 3, 2023THANK YOU 🙏 pic.twitter.com/xFWCJHSVka
— MANOJ TIWARY (@tiwarymanoj) August 3, 2023
- অবসর ঘোষণার পর এদিন মন্ত্রীমশাই ফেসবুকে জানান,
ক্রিকেটকে বিদায়। এটাই আমাকে সবকিছু দিয়েছে, প্রতিটা জিনিস যা আমি কখনও স্বপ্নেও ভাবিনি। সেই সময় থেকে শুরু করে আমাকে বিভিন্ন ধরনের অসুবিধার সামনে পড়তে হয়েছিল। ক্রিকেটকে বেছে নিতে পারার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। এই সুযোগ করে দেওয়ার জন্য সেই সমস্ত মানুষকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই যারা আমার ক্রিকেট যাত্রায় অংশ নিয়েছেন। আমার শৈশব থেকে শুরু করে গত বছর পর্যন্ত আমার সমস্ত কোচকে ধন্যবাদ যারা আমার ক্রিকেটে ভূমিকা রেখেছেন। মানবেন্দ্র ঘোষ, আমার বাবার মতো ব্যক্তিত্ব ক্রিকেট যাত্রায় স্তম্ভ। তিনি না-থাকলে আমি ক্রিকেটের বৃত্তে কোথাও পৌঁছতে পারতাম না। ধন্যবাদ স্যর এবং আপনার দ্রুত আরোগ্য কামনা করছি, কারণ আপনার স্বাস্থ্য ভালো নেই।
- তিনি আরও লিখেছেন,
আমার বাবা এবং মাকে ধন্যবাদ ৷ তাঁরা দু'জনেই আমাকে পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য চাপ দেয়নি বরং আমাকে ক্রিকেট চালিয়ে যেতে উৎসাহিত করেছে। আমার স্ত্রী সুস্মিতাকে অনেক ধন্যবাদ যে আমার জীবনে আসার পর থেকে সর্বদা পাশে রয়েছে। তার অবিরাম সমর্থন ছাড়া, আমি জীবনে আজ যেখানে আছি সেখানে পৌঁছতে পারতাম না। আমার সমস্ত সতীর্থদের, অতীত এবং বর্তমান এবং এছাড়াও বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য যারা আমার যাত্রায় ভূমিকা রেখেছেন তাঁদের ধন্যবাদ। আমি কীভাবে ক্রিকেট প্রশংসকদের ভুলে যেতে পারি, যারা সবাই আমার উত্থান-পতনজুড়ে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন ও আজকের বিশ্বে আমাকে ক্রিকেটের ব্যক্তিত্বে পরিণত করেছেন। আমার হৃদয়ের থেকে আপনাদের ধন্যবাদ।
আরও পড়ুন: 'এখনও ফুরিয়ে যায়নি', ধোনির অবসর জল্পনা ওড়ালেন ছোটবেলার কোচ