ETV Bharat / sports

Manoj Tiwari: স্ত্রীর 'বকুনি খেয়ে' সিদ্ধান্ত বদল, আরও একবছর রঞ্জি খেলবেন মনোজ - Manoj Tiwari Returns to Bengal Cricket

Manoj Tiwari Withdraw Retirement Decision: মনোজ তিওয়ারির অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের পিছনে আসল কারণ কী ? বাংলার ক্রিকেটার তথা মন্ত্রী মনোজ জানালেন, তাঁর জীবনের লেডি-লাক একমাত্র কারণ ৷ তাঁর অনুরোধেই এই সিদ্ধান্ত মনোজের ৷

Image Courtesy: Manoj Tiwari Twitter
Image Courtesy: Manoj Tiwari Twitter
author img

By

Published : Aug 8, 2023, 8:32 PM IST

Updated : Aug 8, 2023, 10:56 PM IST

মনোজের সাংবাদিক সম্মেলন

কলকাতা, 8 অগস্ট: স্ত্রী সুস্মিতার অনুরোধেই ফের বাইশ গজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মনোজ তিওয়ারি ৷ স্ত্রীই একমাত্র কারণ, যার জন্য মনোজকে আবারও বাংলার জার্সি পড়ে ক্রিকেট খেলতে দেখা যাবে ৷ এমনটাই জানালেন, ক্রিকেটার তথা রাজ্য ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ৷ গত বৃহস্পতিবার মনোজ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ৷ কিন্তু, দিনকয়েকের মধ্যেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করলেন বাংলার অধিনায়ক ৷ অবসর ভেঙে তাঁর দাবি বাংলাকে রঞ্জি চ্যাম্পিয়ন করেই তিনি অবসর নেবেন ৷

মনোজ তিওয়ারি তাঁর সিদ্ধান্ত বদলের পিছনে স্ত্রী সুস্মিতা রায়ের অনুরোধকেই মূল কারণ হিসেবে জানিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘আসলে আমি না ভেবেই অবসর নিয়ে ফেলেছিলাম ৷ কিন্তু, আমার স্ত্রী সুস্মিতা আমাকে অনুরোধ করল যে, ‘তুমি এভাবে বিদায় নিতে পারো না ৷ কারণ, তুমি সবাইকে বলেছিলে যে বাংলাকে রঞ্জি চ্যাম্পিয়ন করেই অবসর নেবে ৷’ তাই আমি ঠিক করেছি আবারও বাংলার জার্সিতে মাঠে নামব ৷’’ মনোজের সিদ্ধান্ত বদলের খবর চাউর হতেই স্বভাবতই খুশির হাওয়া বাংলার ক্রিকেট মহলে ৷

মনোজ বলেন, ‘‘আমাকে যে কত মানুষ ভালবাসে, আবারও বুঝতে পারলাম ৷ সবাই আমার পাশে থাকবে জানিয়েছেন ৷ আবেগ দিয়ে যেমন এতদিন ক্রিকেট খেলেছি ৷ তেমনি বাকি কেরিয়ারেও থাকব ৷ রাজনীতিতেও সমানভাবে সময় দেব ৷’’

Manoj Tiwari
সিএবি সভাপতির সঙ্গে সাংবাদিক সম্মেলনে মনোজ

আরও পড়ুন: স্নেহাশিসের ফোনে গলল বরফ, অবসর ভেঙে ফের বাইশ গজে ফিরছেন মনোজ

যদিও, সূত্রের খবর মনোজের ফিরে আসার অন্যতম কারণ সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷ তিনি নাকি বিশেষভাবে মনোজকে অনুরোধ করেছিলেন, অবসর গ্রহণের সিদ্ধান্ত বদল করতে ৷ আবার সিএবি'র একটি সূত্রের দাবি, স্নেহাশিসের মনোজকে অনুরোধের পিছনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বড় হাত রয়েছে ৷ একদিকে গৃহিনী ও অন্যদিকে ঘরের বাইরে ঘনিষ্ঠদের অনুরোধ ৷ এই জোড়া অনুরোধ নাকি ফেলতে পারেননি ৷ তাই নিজের সিদ্ধান্ত বদল করলেন মনোজ তিওয়ারি ৷

মনোজের সাংবাদিক সম্মেলন

কলকাতা, 8 অগস্ট: স্ত্রী সুস্মিতার অনুরোধেই ফের বাইশ গজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মনোজ তিওয়ারি ৷ স্ত্রীই একমাত্র কারণ, যার জন্য মনোজকে আবারও বাংলার জার্সি পড়ে ক্রিকেট খেলতে দেখা যাবে ৷ এমনটাই জানালেন, ক্রিকেটার তথা রাজ্য ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ৷ গত বৃহস্পতিবার মনোজ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ৷ কিন্তু, দিনকয়েকের মধ্যেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করলেন বাংলার অধিনায়ক ৷ অবসর ভেঙে তাঁর দাবি বাংলাকে রঞ্জি চ্যাম্পিয়ন করেই তিনি অবসর নেবেন ৷

মনোজ তিওয়ারি তাঁর সিদ্ধান্ত বদলের পিছনে স্ত্রী সুস্মিতা রায়ের অনুরোধকেই মূল কারণ হিসেবে জানিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘আসলে আমি না ভেবেই অবসর নিয়ে ফেলেছিলাম ৷ কিন্তু, আমার স্ত্রী সুস্মিতা আমাকে অনুরোধ করল যে, ‘তুমি এভাবে বিদায় নিতে পারো না ৷ কারণ, তুমি সবাইকে বলেছিলে যে বাংলাকে রঞ্জি চ্যাম্পিয়ন করেই অবসর নেবে ৷’ তাই আমি ঠিক করেছি আবারও বাংলার জার্সিতে মাঠে নামব ৷’’ মনোজের সিদ্ধান্ত বদলের খবর চাউর হতেই স্বভাবতই খুশির হাওয়া বাংলার ক্রিকেট মহলে ৷

মনোজ বলেন, ‘‘আমাকে যে কত মানুষ ভালবাসে, আবারও বুঝতে পারলাম ৷ সবাই আমার পাশে থাকবে জানিয়েছেন ৷ আবেগ দিয়ে যেমন এতদিন ক্রিকেট খেলেছি ৷ তেমনি বাকি কেরিয়ারেও থাকব ৷ রাজনীতিতেও সমানভাবে সময় দেব ৷’’

Manoj Tiwari
সিএবি সভাপতির সঙ্গে সাংবাদিক সম্মেলনে মনোজ

আরও পড়ুন: স্নেহাশিসের ফোনে গলল বরফ, অবসর ভেঙে ফের বাইশ গজে ফিরছেন মনোজ

যদিও, সূত্রের খবর মনোজের ফিরে আসার অন্যতম কারণ সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷ তিনি নাকি বিশেষভাবে মনোজকে অনুরোধ করেছিলেন, অবসর গ্রহণের সিদ্ধান্ত বদল করতে ৷ আবার সিএবি'র একটি সূত্রের দাবি, স্নেহাশিসের মনোজকে অনুরোধের পিছনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বড় হাত রয়েছে ৷ একদিকে গৃহিনী ও অন্যদিকে ঘরের বাইরে ঘনিষ্ঠদের অনুরোধ ৷ এই জোড়া অনুরোধ নাকি ফেলতে পারেননি ৷ তাই নিজের সিদ্ধান্ত বদল করলেন মনোজ তিওয়ারি ৷

Last Updated : Aug 8, 2023, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.