জোহানেসবার্গ, 3 জানুয়ারি : পয়মন্ত ওয়ান্ডারার্সে শুরুটা মোটেই আশাব্যঞ্জক হল না টিম ইন্ডিয়ার ৷ পিঠের সমস্যায় অধিনায়ক বিরাট কোহলির ছিটকে যাওয়ার দলের মানসিকতায় খানিক ধাক্কা লেগেছিল নিঃসন্দেহে ৷ তবে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুটা মন্দ করেননি স্ট্যান্ড-ইন অধিনায়ক কেএল রাহুল এবং ময়াঙ্ক আগরওয়াল ৷ যদিও সময় গড়াতে সেই ছন্দ ধরে রাখতে ব্যর্থ সফরকারী দল ৷ প্রথম সেশনে 53 রানে 3 উইকেট খোয়াতে হল ভারতকে (losing three wickets before lunch India are in trouble at Wanderers) ৷
ক্রিজে থিতু হয়েও বড় ইনিংস করতে ব্যর্থ ওপেনার ময়াঙ্ক ৷ হতাশা বাড়িয়ে মাত্র 3 রানে ফিরলেন চেতেশ্বর পূজারা ৷ আর রাহানে হলেন গোল্ডেন ডাক ৷ 24তম ওভারে পরপর দু'বলে পূজারা এবং রাহানেকে সাজঘরে ফেরালেন প্রোটিয়া জোরে বোলার ডুয়েন অলিভিয়ের ৷ একাদশে প্রত্যাবর্তন ঘটা এই জোরে বোলারের সৌজন্যেই প্রথম সেশনটা নিজেদের নামে করে নিল ডিন এলগারের দল ৷
ময়াঙ্ককে ফিরিয়ে রাহুলের দলকে প্রথম ঝটকা দিয়েছিলেন মার্কো জানসেন ৷ 37 বলে 5টি বাউন্ডারির হাঁকিয়ে 26 রান করেন তিনি (Mayank Agarwal scores 26 runs from 37 balls) ৷ তবে 74 বলে 19 রানে অপরাজিত থেকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন রাহুল (KL Rahul scores unbeaten 19 at lunch) ৷ এখন দেখার অধিনায়ক হিসেবে অভিষেকে বড় রানের ইনিংস গড়ে দলের ত্রাতা হতে পারেন কিনা দক্ষিণী ব্যাটার ৷
আরও পড়ুন : IND vs SA Second Test : ওয়ান্ডারার্সে নেই বিরাট, টসে জিতে প্রথম ব্যাটিং ভারতের
পিঠের সমস্যায় বিরাট কোহলি ওয়ান্ডারার্স টেস্ট থেকে সরে দাঁড়ানোয় এদিন দেশের 34তম অধিনায়ক হিসেবে ওয়ান্ডারার্সে টস করতে নামেন রাহুল (KL Rahul becomes the 34th test captain of India) ৷ বিরাটের পরিবর্তে দ্বিতীয় টেস্টে দলে অন্তর্ভুক্তি হয়েছে হনুমা বিহারীর ৷ বাকি দল অপরিবর্তিত ৷