শারজা, 24 অক্টোবর : কোহলি-বাবরদের লড়াই ঘিরে মরুশহরের পারদ দিনকয়েক ধরেই ঊর্ধ্বমুখী ৷ তবে ভারত-পাক মহারণ শুরুর আগে রবিবার দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ৷ শারজায় দিনের প্রথম ম্যাচে দ্বীপরাষ্ট্রের অধিনায়ক দাসুন শানাকা বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান ৷ শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার মহম্মদ নঈম এবং লিটন দাস ৷ কিন্তু ষষ্ঠ ওভারে লিটন 16 রানে আউট হতেই বিশ্বকাপের গনগনে আঁচটা টের পাওয়া গেল মরুশহরে ৷
ষষ্ঠ ওভারের পঞ্চম ডেলিভারিতে লাহিরু কুমারা বাংলাদেশ ওপেনার লিটন দাসকে ফেরাতেই উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন দু'জনে ৷ মিড-অফে শানাকা দুরন্ত ক্যাচ নিতেই প্রথমে লিটনের দিকে এগিয়ে যান লাহিরু ৷ পালটা সিংহলী বোলারের দিকে ব্যাট উঁচিয়ে তেড়ে যান লিটন ৷
-
The verbal argument between #LitonDas and #DushmanthaChameera shows the rivalry of #SlvsBan during the Nidhas Trophy is not over yet.
— M.H. Fahad (@MH_Fahad211) October 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
This is something we don't want to see in #Cricket field.#BANvSL #T20WorldCup21 #Crickettwitter pic.twitter.com/Rw7xC6TqkW
">The verbal argument between #LitonDas and #DushmanthaChameera shows the rivalry of #SlvsBan during the Nidhas Trophy is not over yet.
— M.H. Fahad (@MH_Fahad211) October 24, 2021
This is something we don't want to see in #Cricket field.#BANvSL #T20WorldCup21 #Crickettwitter pic.twitter.com/Rw7xC6TqkWThe verbal argument between #LitonDas and #DushmanthaChameera shows the rivalry of #SlvsBan during the Nidhas Trophy is not over yet.
— M.H. Fahad (@MH_Fahad211) October 24, 2021
This is something we don't want to see in #Cricket field.#BANvSL #T20WorldCup21 #Crickettwitter pic.twitter.com/Rw7xC6TqkW
তড়িঘড়ি এসে পরিস্থিতি সামাল দেল শ্রীলঙ্কার অন্যান্য ক্রিকেটার এবং দুই আম্পায়ার ৷ তবে লিটন ব্যর্থ হলেও মূলপর্বের প্রথম ম্যাচেই জ্বলে উঠল বাংলাদেশ ৷ শারজা ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কান বোলারদের উপর এদিন ছড়ি ঘোরালেন নঈম-রহিমরা ৷
আরও পড়ুন : মাহিকে ম্যাচ ছেড়ে দেওয়ার কাতর আর্জি পাক সমর্থকের
দুরন্ত হাফ-সেঞ্চুরি করলেন নঈম ৷ তাঁর ব্যাটে ভর করে বড় রানের ভিত গড়ে বাংলাদেশ ৷ তাঁকে সঙ্গ দেন রহিম ৷ তৃতীয় উইকেটে মাত্র 38 বলে 50 রানের পার্টনারশিপ গড়েন দু'জনে ৷ 13.4 ওভারে একশো রানের গণ্ডি টপকে যায় বাংলাদেশ ৷ নঈমের 62, রহিমের অপরাজিত 57 রানের সৌজন্যে 20 ওভারে 171 রান তোলে বেঙ্গল টাইগাররা ৷