দুবাই, 25 অক্টোবর : রবিবাসরীয় শারজায় ম্যাচ চলাকালীন বচসায় জড়িয়ে শাস্তি পেলেন বাংলাদেশ ওপেনার লিটন দাস এবং সিংহলী পেসার লাহিরু কুমারা ৷ আচরণবিধি ভঙ্গের দায়ে দুই ক্রিকেটারকেই জরিমানা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি ৷ লিটনকে ম্যাচ ফি'র 15 শতাংশ এবং লাহিরুকে ম্যাচ ফি'র 25 শতাংশ জরিমানা করা হয়েছে ৷
রবিবার শারজায় শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে লাহিরু কুমারা বাংলাদেশ ওপেনার লিটন দাসকে ফেরাতেই উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন দুই ক্রিকেটার ৷ মিড-অফে শানাকা দুরন্ত ক্যাচ নিতেই প্রথমে লিটনের দিকে এগিয়ে যান লাহিরু ৷ পালটা সিংহলী বোলারের দিকে ব্যাট উঁচিয়ে তেড়ে যান লিটন ৷ তড়িঘড়ি এসে পরিস্থিতি সামাল দেল শ্রীলঙ্কার অন্যান্য ক্রিকেটার এবং দুই আম্পায়ার ৷
জরিমানা ইস্যুতে আইসিসি'র অ্যাপেক্স বডি এক বিবৃতিতে বলেছে, "আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে দুই ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে ৷ কুমারার ম্যাচ ফি'র 25 শতাংশের সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট কাটা হয়েছে ৷ দাসের ম্যাচ ফি'র 15 শতাংশের সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ৷"
আরও পড়ুন : আউট হয়ে মেজাজ হারালেন লিটন, তেড়ে গেলেন ব্যাট উঁচিয়ে
দুই অন-ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন এবং অ্যাড্রিয়ান হোল্ডস্টক, তৃতীয় আম্পায়ার মাইকেল গফ, চতুর্থ আম্পায়ার রড টাকারের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ দুই ক্রিকেটারের শাস্তি আরোপ করেছেন ৷ লিটনকে আইসিসির আচরণবিধির 1 নং ধারা এবং লাহিরুকে 2.5 নং ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে ৷